নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
আজকে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৩-২০১৪ সালের ভর্তি পরীক্ষা। নয় হাজারের কিছু বেশী পরিক্ষার্থীদের মধ্য থেকে যে এক হাজার বাচ্চাকাচ্চা শেষ হাসি হাসবে এই লেখাটা তাদের জন্য।
বুয়েটে পড়তে এসে খেলাম শুধু বাঁশ
বাঁশ খেয়ে কেটে গেল আমার বারো মাস।
খাতায় শুধু পেয়ে গেলাম বড় বড় আন্ডা
বাঁশ আর আন্ডা খেয়ে হলাম কুংফু পান্ডা।
বড় ভাই জীবনে হয়ে এলেন shifu
বানালেন মোরে buet warrior, সাথে বিশাল বপু।
তারপর থেকে দিনগুলো মোর যাচ্ছিল হেসেখেলে
দিনে-রাতে শুধু ফাইট দেই আর star এ যাই ক্ষুধা পেলে।
ক্লাসে গেলেও কাটতে চায় না ঘুমের আবেশ
ব্লগিং আর ফেসবুকিং-এ দিনগুলো মোর শেষ।
ব্লগ-ঘুম-ফেবু-star-ফাইট করছি এসব টাইপ
এসব নিয়েই তৈরী হল আমার furious five.
এরাই জীবনে নিয়ে এল নতুন রং
তাই দিয়ে হারিয়ে দিলাম বাঁশ নামের তাইলং।
হাতে এল awesomeness এর আজব হাতিয়ার
তাই দিয়ে কাটিয়ে দিলাম CG-র আঁধিয়ার।
এরই মাঝে admission test দিয়ে গেল উকি
মনে হল ব্লগে আমার পান্ডা কাহিনী লিখি।
সাথে সাথে বসে গেলাম গল্প টাইপ করতে
দোস্ত কয়, কি লিখলা মামা? It’s awesome পড়তে।
==========================================
*ফাইট= বুয়েটে "ফাইট" শব্দটা ব্যাপক হারে ব্যবহৃত হয়। পরীক্ষার আগে ছেলেপেলে যখন একসাথে পড়ে তাকে বলে "গ্রুপ ফাইট"। রাত জেগে কেউ প্রেমিকার সাথে ফোনে কথা বললে তার নাম "ফোন ফাইট"। একইভাবে "মুভি ফাইট", "সিরিয়াল ফাইট"... বুয়েটে এরকম ফাইট আর ফাইটারের কোন শেষ নাই। ওহহো আসলদের কথা তো বলিই নি। বুয়েটে যাদের সিজি ভাল এবং টিচার হওয়ার সম্ভাবনা আছে তাদের নাম "টিচার ফাইটার
**বছরখানেক আগে ডিপার্টম্যান্টের ফেস্টভাল উপলক্ষে প্রকাশিত সুভেনিয়রের জন্য লেখা। সামান্য একটু এডিট করে এখানে দিলাম।
===============================================
বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ
বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
টিভি পাগলা বলেছেন: ১/১ এ মোটামোটি ৯৫% ই ফাইটার থাকে, পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে।
৪/২তে গিয়ে সেটা হয় বড়জোড় ৫%
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ১/১ এ ভাই কে ফাইটার থাকে না বলেন? বুয়েটে নতুন নতুন এসে সবার মনে তখন একটাই কথা,"বুয়েটে টিকে একবার দেখায় দিছি, আবার দেখায় দিব।টিচার হয়ে ফাটায় দিব।"
আর ৪/২ তে পোলাপান পাশ করলে পোলাপান কয় "শোকর আলহামদুলিল্লাহ।ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এইবার বুয়েট ছাইড়া পালাই"
৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
খেয়া ঘাট বলেছেন: ফাইট= বুয়েটে "ফাইট" শব্দটা ব্যাপক হারে ব্যবহৃত হয়। পরীক্ষার আগে ছেলেপেলে যখন একসাথে পড়ে তাকে বলে "গ্রুপ ফাইট"। রাত জেগে কেউ প্রেমিকার সাথে ফোনে কথা বললে তার নাম "ফোন ফাইট"। একইভাবে "মুভি ফাইট", "সিরিয়াল ফাইট"... বুয়েটে এরকম ফাইট আর ফাইটারের কোন শেষ নাই। ওহহো আসলদের কথা তো বলিই নি। বুয়েটে যাদের সিজি ভাল এবং টিচার হওয়ার সম্ভাবনা আছে তাদের নাম "টিচার ফাইটার --- মজার জিনিস শিখলাম।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০
আমি তুমি আমরা বলেছেন: বুয়েটের ভাষায় বললে,"এই মুহুর্তে আমরা ব্লগ ফাইট দিচ্ছি"
৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মজা পাইলাম
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
আমি তুমি আমরা বলেছেন:
৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
রাহি বলেছেন: কি খবর ভ্রাতঃ আছেন কেমন?
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর রাহি। আমি ভালই। আপনার কি খবর?
৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
পাকাচুল বলেছেন: পিএল ফাইট নিয়ে আমার অভিজ্ঞতা সুখকর নয়।
ক্যাডেট কলেজ পাশ করা এক বিশাল ফাইটার এসে পড়েছিলো আমাদের রুমে। বলা বাহুল্য, আমাদের রুমে বাকী ৩জনের মধ্যে ২জনই মেগা ল্যাগার। আমিও একটু একটু করে ল্যাগারদের রুটিনে আবিষ্ট হচ্ছিলাম। তখন ছন্দপতন ঘটালো সেই ফাইটার।
পিএল উপলক্ষ্যে সে একজনকে (যার ঢাকাতেই বাসা) তল্পিতল্পসমেত নিয়ে আসলো পুরো পিএল জুড়ে থাকবে বলে। রাত দিন হলেই থাকবে, তাই বিছানা বালিশ নিয়ে হাজির।
তারা সারাদিন রুমে পড়তো, তাও নিঃশব্দে নয়, তখনকার আদনান সামীর হিন্দি গান চালিয়ে তাদের পড়ালেখা চলতো। সন্ধ্যার পর প্রবলেম সলভের জন্য বন্ধুদের রুমে রুমে গিয়ে ফাইট দিতো।
রাত দশটার পর যেত গেস্টরুমে (হয়ত অন্যান্যরুম থেকে আপত্তি জানিয়েছিলো)। ১১ কি ১২টার দিকে গেস্ট রুম বন্ধ করে দিলে চানখারপুর ঘুরে তারপর ৩-৪জন আসতো আমাদের রুমে।
১২টা -১টার দিকে আমরা হয়ত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন তাদের হট্টগোলকে রীতিমত উৎপাত মনে হতো। প্রথম প্রথম ২-১দিন ভদ্রতাবশত চুপ ছিলেন সিনিয়র ২ ল্যাগার, পরে একদিন দিলো সেই রকম ঝাড়ি, যখন রাত দেড়টার সময় আদনান সামীর ফুন ভলিউম গান শুনে এক সিনিয়রের ঘুম ভেঙ্গে গেল।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
আমি তুমি আমরা বলেছেন: আমার এদিক দিয়ে কপাল ভাল। প্রথমে রুমমেট হিসেবে পেয়েছিলাম দুজন সিনিয়র আর একজন ব্যাচমেট।সিনিয়রদের একজন সারাবছর পড়তেন, একটুর জন্য টিচার হতে পারেননি। বাকি দুজন সারা বছর না পড়লে পিএলে কঠিন ফাইট দিতেন। সিনিয়র দুজন চলে যাওয়ার পর রুমের পরিবেশে একটু পরিবর্তন এসেছিল বটে, কিন্তু রুমে পিএলে কেউ সাউন্ড বক্স ব্যবহার করত না।
৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
রাহি বলেছেন: এইতো আছি একরকম।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
আমি তুমি আমরা বলেছেন: হুম। আগের সেই ব্লগাররা নাই, দিনগুলা খুব মিসাই
৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: কুংফু পান্ডা কবিতা 'ফাইট' মজার হৈছে
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
আমি তুমি আমরা বলেছেন: গ্রুপ ফাইট ছাড়া আর সব ফাইটই মজার জিনিস
৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কিছুদিন আগে পিকটি ফেবুতে শেয়ার দিয়েছিলাম । এখন তোমার পোস্ট পড়ে এখানে দিতে ইচ্ছে হলো
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
আমি তুমি আমরা বলেছেন: হে হে হে
১০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন:
১১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: ব্লগ ফাইট দারুন হইছে
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২
আমি তুমি আমরা বলেছেন: ব্লগ ফাইট- চলছে, চলবে।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
নীলতিমি বলেছেন:
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: ??
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২৪
পাড়ার মেঝ ভাই বলেছেন: ফাইট দিতে চাই।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২৯
আমি তুমি আমরা বলেছেন: ফাইট আছে বহুরকম-কুনটা দিতে চান।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন আপনার ব্লগফাইট দেখার জন্য বসলুম
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
আমি তুমি আমরা বলেছেন: আমি কেন, আপনিতো আমার বহু আগে থেকেই নিয়মিত ব্লগ ফাইট দিয়ে যাচ্ছেন
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
লিন্কিন পার্ক বলেছেন:
মজার
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
আমি তুমি আমরা বলেছেন:
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
নেক্সাস বলেছেন: হাহাহাহহা মজার মজার মজার
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবা প্রিয় ব্লগার
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২
নূর আদনান বলেছেন: আপার ফাইট কবিতা ভাল লগল ভাইয়া.....
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
আমি তুমি আমরা বলেছেন:
১৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: মজা পেয়েছি পড়ে।
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
শব্দহীন জোছনা বলেছেন:
হাস্তে হাস্তে শেষ
(y)
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ শব্দহীন জোছনা
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
আমি তুমি আমরা বলেছেন: "ফাইট" ছাড়া আর কোন টার্ম কারো না বোঝার কথা নয়। তবুও না বুঝলে জানতে চাইতে পারেন। সানন্দে ব্যাখ্যা করব।