নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

সামুতে ব্লগাই ২০১০ থেকে। ২০১০ আর ২০১১ এর শেষে দেখেছিলাম ব্লগ নিয়ে ব্লগার ফিউশন ফাইভের চমৎকার সব রিভিউ পোস্ট। পোস্টগুলো কয়েকটি পর্বে বিভক্ত থাকত। একটি পর্বে থাকত আগের বছরের ব্লগীয় ট্রেন্ড, ব্লগ নিয়ে উল্লেখযোগ্য ঘটনা, ব্লগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার প্রভাব ইত্যাদি, অন্যান্য পর্বগুলো হত মূলত পরিসংখ্যানভিত্তিক।আগের বছরের সর্বাধিক হিট, প্লাস, মন্তব্য প্রাপ্ত পোস্টগুলোর লিস্ট দেয়া হত।এর থেকে কোন নতুন বা অনিয়মিত ব্লগার যেমন ব্লগ সম্পর্কে সহজেই ধারনা পেতেন, তেমনি সেরা পোস্ট পড়ার বা বস ব্লগারদের লেখার সাথে পরিচিত হওয়ার সুযোগও পেতেন।

২০১২ সাল ফিউশন ফাইভ ব্লগে আগের চেয়ে অনেক বেশি অনিয়মিত হয়ে পড়েন। তাই যদ্দূর মনে পড়ে ২০১২ সালের ব্লগ রিভিউ নিয়ে তন্ময় ফেরদৌস কেবল একটা পোস্ট লিখেছিলেন। তাও আগের বছরের স্টিকি পোস্টগুলো নিয়ে। ব্লগীয় ঘটনাবলী ও ট্রেন্ড নিয়ে আলোচনা (যেমনটা ফিফার পোস্টে থাকত) বা পরিসংখ্যানভিত্তিক কিছু দেখিনি।

২০১৩ সাল শেষ হওয়ার পরও দেখি একই দশা।যদিও ব্লগার কুনোব্যাঙের একটা পোস্ট আমরা পেয়েছি, তাতে ব্লগীয় ঘটনাবলী যথেষ্ট গুরুত্বের সাথে আলোচিত হয়েছে, কিন্তু পরিসংখ্যানভিত্তিক কোন পোস্ট পাইনি। ব্লগার জেরিফও ব্লগ নিয়ে তিনটি পোস্ট দিয়েছেন বটে, কিন্তু সেখানে উল্লেখিত পোস্টগুলো তার ব্যক্তিগত পছন্দ বলেই আমার মনে হয়েছে।পরিসংখ্যানভিত্তিক কিছু আমরা এখনো পাইনি।

আমার মনে হয় একটি বছর শেষ হলে তার উল্লেখযোগ্য ঘটনা বা সেরা সব পোস্ট (পরিসংখ্যানের ভিত্তিতে) নিয়ে ব্লগ কর্তৃপক্ষেরই পোস্ট দিয়ে সকলকে জানানো উচিত(নোটিশবোর্ড বা মডুর কাছ থেকে এমন পোস্ট আসতে পারে)।এবং সেই সাথে জানিয়ে দেয়া উচিত নতুন বছরে তাদের কর্মপরিকল্পনাও।

অতীতে বেশ কয়েকজন ব্লগার (দূর্যোধন, আরজুপনি) মাসের উল্লেখযোগ্য পোস্টগুলো নিয়ে সংকলন পোস্ট তৈরী করেছেন। এখনো কয়েকজন ব্লগার ( ব্লগার মামুন রশিদ মাসের উল্লেখযোগ্য গল্প নিয়ে, তাসনুভা সাখাওয়াত বিথি মাসের উল্লেখযোগ্য ফিচার পোস্ট নিয়ে) নিয়মিত সংকলন পোস্ট তৈরী করেন। কিন্তু এসবই হয় ব্লগারদের ব্যক্তিগত উদ্যোগে। সামু কর্তৃপক্ষ প্রতি মাসে না হোক, বছরে কি এরকম পোস্ট দিতে পারে না?


সামু নিয়ে ভাবতে গেলে আমার নিজের এই দশা হয়

হামা ভাইয়ের মন্তব্য (৬ নং মন্তব্য দ্রষ্টব্য) থেকে জানতে পারলাম জানুয়ারী মাস প্রায় শেষ হয়ে এলেও এবছর "অপরবাস্তব" নিয়ে এখন পর্যন্ত কোন উদ্যোগের কথা শোনা যায়নি /:) (কে জানে অপরবাস্তব অন্য কোন বাস্তবতায় স্থানান্তরিত হয়েছে কিনা)।বছরে ব্লগারদের লেখা একটাই বই বের হয়, এবার তার কোন উদ্যোগ নেই দেখে ব্লগ কর্তৃপক্ষের কর্মস্পৃহা আর উদ্যোগ নিয়ে সত্যি মনে সন্দেহ জাগছে।

ভুলে গেলে চলবে না ২০১৩ সালে ব্লগ কর্তৃপক্ষ অফিশিয়ালি ব্লগডেও উদযাপন করেনি। সামু কতৃপক্ষের হল্টা কি?

দিনে দিনে নিজের মতপ্রকাশ আর সাহিত্যচর্চার জন্য ব্লগ একটা শক্তিশালি মাধ্যম হয়ে উঠছে।তাই ব্লগ কর্তৃপক্ষেরই উচিত ব্লগ-ব্লগ কর্তৃপক্ষ-ব্লগারদের মাঝে ইন্টার‍্যাকশান বাড়িয়ে এই মাধ্যমকে আরো শক্তিশালি করা। কিন্তু এসব ভেবে যখন সামুর দিকে তাকাই তখন খালি হতাশই হতে হয় :(


======================================




২০০৮ নিয়ে ব্রিগেড সিক্সটিনের রিভিউ পোস্টঃ

২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন)

২০১০ নিয়ে ফিফার রিভিউ পোস্টঃ

ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...

২০১১ নিয়ে ফিফার রিভিউ পোস্টঃ

ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...

ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা

ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট

ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য

২০১২ নিয়ে তন্ময় ফেরদৌসের পোস্টঃ

ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন।

২০১৩ নিয়ে কুনোব্যাঙের পোস্টঃ

বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩

জেরিফের পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা গল্প ও কবিতা {পর্ব ১}

সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা ১০ টি চলচিত্র ও ছবি,ভ্রমন বিষয়ক পোস্ট {পর্ব ২}

সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা ফিচার সমুহ {পর্ব ৩}

নিশাত তাসনিমের পোস্টঃ

আমার চোখে ২০১৩ সালে সামহোয়্যারইনের সেরা ৫০ টি পোস্ট

২০১৩ সালের সামহোয়্যার-ইনের স্টিকি পোস্ট সমূহের সংকলন


=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ

পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট

মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

কোজাগরী চাঁদ বলেছেন: আপনেই শুরু করেন, মানে লিখে ফেলেন,কেবলি তো বছর শুরু হইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

আমি তুমি আমরা বলেছেন: গায়ে এত তেল নাইরে ভাই। এটাতো ব্লগ কর্তৃপক্ষের কাজ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

আমি তুমি আমরা বলেছেন: এইডা কি হইল?

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

আমি লিখতে চাই না বলেছেন: প্রিয় ব্লগার আমি তুমি আমরা
কত দিন পর আপনার পোস্ট পেলাম বলুন তো । আপনার দীর্ঘ্য অনুপস্হিতিতে ফিফার সেই কাজটি ব্লগার কুনোব্যাঙ করে ফেলেছে ।মুপাইল থেকে মন্ত্যব্য করছি ।তাই লিঙ্ক দিতে পারলামনা ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

আমি তুমি আমরা বলেছেন: কুনোব্যাঙের পোস্টটা আগেই দেখেছি। পোস্টে লিংক যোগ করা হয়েছে।

আমার অভিযোগ হচ্ছে মূলত কেন সামু কর্তৃপক্ষ নোটিশবোর্ড বা মডুর মাধ্যমে এমন পোস্ট দেয় না আর কেন পুরো বছর নিয়ে পরিসংখ্যানভিত্তিক পোস্ট আসে না তা নিয়ে।

ফিফার ২০১১ সালের রিভিয় পোস্টগুলো দেখুন। তাহলে বুঝতে পারবেন আমি সারা বছর নিয়ে কেমন রভিউ পোস্ট চাইছি।

ধন্যবাদ :)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

আমি তুমি আমরা বলেছেন: এর বাইরে ব্লগ নিয়ে কোন রিভিউ পোস্ট থাকলে সহব্লগারদের অনুরোধ করব কমেন্টে জানানোর জন্য। পোস্টে যোগ করে দেয়া হবে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: খুব ভালো ব্যাপার উঠে এসেছে পোস্টে । এরকম একটা পোস্ট আসলে দারুণ হতো! আর ব্লগের কর্তৃপক্ষ-ব্লগার ইন্টারেকশনের ব্যাপারেও আপনার সাথে সহমত ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

আমার মনে হয় এধরনের পোস্ট সামুর মানোন্নয়নেও অনেক ভূমিকা রাখবে। যেমন আপনার প্রতি মাসের গল্প সংকলনগুলো থেকে কিন্তু বেশ কয়েকজন নতুন গল্পকারের কথা যেমন আমি জেনেছি পাঠক হিসেবে, তেমনি নতুন গল্পকাররাও এতে অনেক বেশি উতসাহিত হয়েছে।

সামু যদি অফিশিয়ালি বিভিন্ন বিভাগে (গল্প, কবিতা, ফিচার, নাগরিক সাংবাদিকতা ইত্যাদি) অফিশিয়ালি সেরা ১০ বা এরকম কোন লিস্ট প্রতিবছর প্রকাশ করে লেখকদের পুরস্কৃত করে বা একুশের বই মেলায় সংকলন প্রকাশের উদ্যোগ নেয়(খালি ই-বুক প্রকাশ যথেষ্ট নয়) তাহলে যেমন আমরা নতুন লেখক পাব, তেমনি অনেক ব্লগ-ব্লগার ইন্টার‍্যাকশান বাড়বে আর বোধকরি অনেক সাবেক ব্লগার(যারা এখন ফেসবুক সেলিব্রেটি) তারাও ব্লগে ফিরে আসবেন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

হাসান মাহবুব বলেছেন: অপরবাস্তবেরও কোন খবর নাই এবার।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

আমি তুমি আমরা বলেছেন: বুঝেন তাইলে। অপরবাস্তবের কোন খবর নাই, লাস্ট ব্লগ ডেও সামু কর্তৃপক্ষ অফিশিয়ালি সেলিব্রেট করে নাই।দুঃখজনক।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: যারা মডু ছিলেন, আছেন কিংবা যাদের মডু বলে সন্দেহ করি তাদের মধ্যে মাত্র একজনকে রিসেন্ট ভিজিটরের মধ্যে দেখলাম, তাও কোন কমেন্ট বা আলোচনায় অংশগ্রহনের উদ্যোগ দেখলাম না। আফসোস, বিশাল আফসোস।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

পুরানো আমি বলেছেন: ফিফার জায়গায় নতুন কাউকে আসতে হবে। কোন একজন ব্লগারকে দায়িত্ব নিয়ে কাজটি করে দিতে হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

আমি তুমি আমরা বলেছেন: কোন ব্লগারকে করতে হবে কেন? ব্লগ কর্তৃপক্ষ দায়িত্বটা নিয়ে কি নোটিশবোর্ডের মাধ্যমে পোস্ট দিতে পারে না?

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

জেরিফ বলেছেন: আপনার সাথে আমিও একমত । আমি অনেক আগ থেকে ব্লগে থাকলেও অনিয়মিত ছিলাম । যার কারনে অনেক কিছু মিস করেছি ।
এখন সময় পায় তাই কিছুটা ব্যয় করি । আমরা যারা অনিয়মিত বা নতুন ব্লগার আছে তাদের জন্য বর্ষ পরিক্রমাটা গুরুত্ব পুর্ন ।

যদিও কিছু ব্লগার নিজ থেকে সংকলন করে থাকেন সেখানে অনেক কিছুই বাদ পড়ে কেননা সেগুলো তাদের নিজস্ব মত থেকে করা ।

এ ব্যাপারে যদি সামু কতৃপক্ষ দায়িত্ব নেয় ব্যাপার টা সুন্দর দেখায় ।


ভালো থাকুন প্রতিনিয়ত :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

আমি তুমি আমরা বলেছেন: আমার মনের কথাগুলোই আবার বললেন।

ব্লগ সংকলন (সেটা পাক্ষিক, মাসিক কিংবা বার্ষিক- যাই হোক) ব্লগ এবং ব্লগার- দুজনের জন্যই গুরুত্বপূর্ন।তাই এই কাজটা ব্লগ কর্তৃপক্ষেরই করা উচিত, যাতে স্বজনপ্রীতি বা পোস্টের মান নিয়ে প্রশ্ন না ওঠে।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

আকিব আরিয়ান বলেছেন: ভালোই বলেছেন। সকল বছরের সঙ্কলন আছে দেখে প্রিয়তে নিয়ে রাখলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আকিব :)

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে তো ভালোই হয়!
অফিসিয়ালি ভাবতে পারে ... আমার অভিমত!

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অভি।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

একজন ঘূণপোকা বলেছেন: ভালোই বলেছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ঘূণপোকা :)

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

রৌহান খাঁন বলেছেন: Click This Link

এখানে একটা সংকলন পোস্ট আছে ২০১৩ সালের

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: দেখলাম। আপনার পছন্দের গল্প সংকলন বলে মনে হল। পরিসংখ্যানভিত্তিক নয়।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন:

"অপরবাস্তব" ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া কোন উদ্যোগ নয় বলেই জানি ।
অপরবাস্তব-এর সম্পাদকমন্ডলি তাদের আগ্রহে কাজটি করে যাচ্ছেন যার কিছু মহৎ উদ্দেশ্য রয়েছে ।
প্রকাশকরা এই বইটি প্রকাশ করতে যথেষ্ট পরিমাণে আগ্রহী নয় কারণ তাদের প্রকাশ করার খরচ উঠে আসে না ।
সেক্ষেত্রে পকেটের টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে বইটি আসতে পারে ।

প্রায় পোনে দুই লাখ নিক থেকে যদি ধরেই নেই ৫০০ মানুষ আছে যারা মোটামুটি নিয়মিত ব্লগে আসেন তবু্ও একটা প্রশ্ন থেকে যায়, ব্লগারদের এই বইটি সেই ৫০০ মানুষ ১ কপি করে হলেও কিনেন ? যদি তাই হতো তবে অপরবাস্তব প্রকাশে প্রকাশকদের অনীহা থাকতো না ।
আমরা অনেকেই ব্লগের ব্যাপারে আন্তরিক হলেও প্রকৃতপক্ষে এই পর্যন্ত কয়জন অপরবাস্তব অন্তত ১ কপি করে হলেও কিনেছেন প্রতিবছর... তা প্রশ্ন থেকে যায় ।
এছাড়াও যারা যখনই এই ব্যাপারে কাজে হাত দিয়েছে তাদের সহযোগিতা করার পরিবর্তে যাচ্ছেতাই ভাবে বিভিন্ন ভাবে অপমান অপদস্ত, হেয় করার কোন কমতি রাখে নি অনেকেই ।

কোন কিছুই অনেক মানুষের একসাথে মনমতো হবে না কখনোই, কিন্তু তাই বলে সেখানে স্বজনপ্রীতির নোংরা ট্যাগ দিয়ে দিতেও কাপর্ন করে না অনেকেই ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

আমি তুমি আমরা বলেছেন: "অপরবাস্তব" ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া কোন উদ্যোগ নয় বলেই জানি ।

তাই নাকি? আমি হয়ত তাহলে ভুল জানতাম। কিন্তু অপরবাস্তব ব্যক্তি উদ্যোগে প্রকাশিত হলে অপরবাস্তব এর লেখা আহবান করে লেখা এলেই পোস্টটা স্টিকি করত কেন ব্লগ কর্তৃপক্ষ?আমি ঠিক শিওর নই।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

আমি তুমি আমরা বলেছেন: প্রকাশকরা এই বইটি প্রকাশ করতে যথেষ্ট পরিমাণে আগ্রহী নয় কারণ তাদের প্রকাশ করার খরচ উঠে আসে না ।

এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।আপনার স্ট্যাটাসে দেখলাম একজন বলেছে দাম তুলনামূলক বেশি। আর আমার মনে প্রচারনা আরো বাড়ানো প্রয়োজন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: যারা যখনই এই ব্যাপারে কাজে হাত দিয়েছে তাদের সহযোগিতা করার পরিবর্তে যাচ্ছেতাই ভাবে বিভিন্ন ভাবে অপমান অপদস্ত, হেয় করার কোন কমতি রাখে নি অনেকেই ।কোন কিছুই অনেক মানুষের একসাথে মনমতো হবে না কখনোই, কিন্তু তাই বলে সেখানে স্বজনপ্রীতির নোংরা ট্যাগ দিয়ে দিতেও কাপর্ন করে না অনেকেই ।

ট্যাগিং সামুর বহু পুরনো বিষয়। কেউ কোন ট্যাগ দিলে সেটা আমি গায়ে মাখি না।যারা অপরবাস্তব সম্পাদনা করেছেন বা ভবিষ্যতে করবেন ট্যাগবাজদের প্রতি তাদের মনোভাবও একই হবে বলে আশা রাখি। তবে কাউকে অপমান বা হেয় করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন। এটা ভার্চুয়াল হলে ব্লগ কর্তৃপক্ষের মাধ্যমে আর বাস্তবে হলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন:

ফিউশন ফাইভ ব্লগে যেই পরিমাণ সময় দিয়েছে, যতটুকু আন্তরিকতা দেখিয়েছে, তাকেও তো কম গালি হজম করতে হয় নি ।

ব্লগের ব্যাপারে আন্তরিকতা দেখাতে গেলে নিজের গুরুত্বপূর্ণ সময় খরচ করে, পকেটের টাকার শ্রাদ্ধ করে "হিট সিকার" ট্যাগ খেতে হয় /:)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

আমি তুমি আমরা বলেছেন: ফিফা সম্পর্কে মন্তব্য করলাম না। কেননা ফিফার অনেকগুলো রাজনৈতিক এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ে পোস্ট আছে, তাই ফিফার বিরোধী পক্ষ অবশ্যই তার বিরুদ্ধে প্রচারনা চালাবে- এটাই স্বাভাবিক।

আর যারা অন্যকে হিট সিকার বলে ট্যাগ দেয়- হিট সিকার মূলত তারাই। নানা অপকৌশল প্রয়োগ করেও নিজেরা হিট হতে না পেরে অন্যকে ট্যাগ দিয়ে নিজের মনের জ্বালা জুড়ায়।এদের পাত্তা দেয়ার কোন প্রয়োজনই নাই।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: দারুন পোস্ট এবং চমৎকার প্রস্তাব। আসলে সামুতে প্রতিদিন যে পরিমাণ পোস্ট পাওয়া যায়, তা থেকে সকল বিষয় নিয়ে মাসিক কোন পোস্ট বের করাটা খুবই সময় সাপেক্ষ। তারপরও আছে কিছু নোংরা মন্তব্যের মুখোমুখি হওয়া। X( X((

সামুর কিছু মডু যদি বিষয় ভাগ করে পোস্ট সংরক্ষণ করে, পরে তারা যদি একত্রিত করে প্রতিমাসে একটা সংকলন বা সালতামি পোস্ট বের করে, তাহলে মন্দ হয় না।
ভালো থাকবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: রক্ষণ করে, পরে তারা যদি একত্রিত করে প্রতিমাসে একটা সংকলন বা সালতামি পোস্ট বের করে, তাহলে মন্দ হয় না।

চমৎকার প্রস্তাবনা আমিও ভেবেছিলাম এমন কিছু প্রস্তাব করব।প্রতিটি পোস্ট প্রকাশের আগেই তার বিষয় তথা বিভাগ পোস্টদাতাকে নির্দিষ্ট করতে হবে। এর ফলে কোন বিভাগে মাসে কয়টা পোস্ট প্রকাশিত হল এবং তার মধ্যে কয়টা নির্বাচিত হল তা মডুরা সহজেই বের করতে পারবেন।এর থেকে মাস শেষে সহজেই বিষয়ভিত্তিক সংকলন পোস্ট প্রকাশ করা যাবে।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //সামু কর্তৃপক্ষ প্রতি মাসে না হোক, বছরে কি এরকম পোস্ট দিতে পারে না?//

সহপ্রশ্ন রেখে গেলাম :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ্মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমারও একই জিজ্ঞাসা । :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: আশা করি ব্লগ কর্তৃপক্ষ আমাদের জবাব দেবে :)

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে সহমত। সামু থেকে বাৎসরিক একটা রিভিউ আসলে ভালোই হয়। আমি যেটা করেছিলাম সেটা ছিলো একান্তই ব্যক্তিগত পর্যবেক্ষণ যেখানে স্বাভাবিক ভাবেই অনেক কিছু বাদ পড়ে গেছে। অফিসিয়ালি যদি এমন কিছু করা হয় তাহলে সেটা অনেকটাই পুর্ণাঙ্গ হবে এবং সারা বছরের একটা সূচীপত্রের মতো ব্যবহার করা যাবে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার ২০১৩ সাল ব্লগ রিভিউটা কিন্তু যথেষ্ট ভাল হয়েছে। কিন্তু ব্লগারদের নিজ উদ্যোগে এধরনের পোস্টে পক্ষপাতিত্ব বা মানহীন পোস্ট নির্বাচন করার অভিযোগ ওটার সুযোগ থাকে (বলছি সুযোগ থাকে, দাবী করছি না সবসময় এমন অভিযোগ ওঠে বা এমনটাই হয়), যেটা ব্লগ কর্তৃপক্ষ করলে বিষয়টা অফিশিয়াল হয় এবং সেইসাথে মানহীন পোস্ট নির্বাচিত করলে ব্লগ কর্তৃপক্ষের সমালোচনা করার বা জবাব্দিহিতা চাওয়ার সুযোগ থাকে।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

প্রথম মন্তব্যের প্রথম জবাবে যা বললেন তাতে আপনি আমার ♣ব্লগারদের বই "অপর বাস্তব" (২০০৭ থেকে ২০১২)♣ এখানে এর জবাব পেয়ে যাবেন ।

হ্যাঁ, প্রচারণা, কৌশল অনেক কিছুতেই পরিবর্তন আনা যেতে পারে ।
আর আমাকে সম্পাদকমণ্ডলীর অংশ করে নিতে পারে :D

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

আমি তুমি আমরা বলেছেন: আচ্ছা, পড়ে দেখব। তবে এই পোস্টটা আগে পড়েছি বলে মনে হচ্ছে।

আর আপনি একবার অপরবাস্তব সম্পাদনা করেছেন বলেই জানি।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

আপনার জবাব গুলো দেখে তবুও মনের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে :#)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

আমি তুমি আমরা বলেছেন: :)

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তুমি আগে লিখতে না এধরণের পোস্ট? এবছরওঁ সময় বের করে একটা লিখো :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

আমি তুমি আমরা বলেছেন: অনেক সময় লাগেরে ভাই।ইচ্ছা করে না এখন আর।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) আপনেই তো আছেন ভাই! শুরু করেন!

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: ব্যক্তি উদ্যোগে নয়, অফিশিয়ালি চাই।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ থেকে যদি অফিসিয়ালি বের করা হত তাহলে সাধারন হিসেবে আমার মনে হয় ব্যাপারটা মন্দ হতো না। আমরা হয়ত গুনী লেখকদের কাছ থেকে আরো ভালো ভালো লেখা পড়ার সুযোগ পেতাম।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ব্লগের তরফ থেকে যদি যারা ব্লগে বিভিন্ন ক্যাটাগরীতে ভালো লেখক হিসেবে সুপরিচিত, দক্ষ এবং সর্বজন স্বীকৃত তাদের ভেতর থেকে কয়েকজনকে নিয়ে একটা সম্পাদক বা এডিটর প্যানেল গঠন করে প্রতি বছরের সেরা কিছু গল্প, কবিতা, ফিচার, ভ্রমন কাহিনী, প্রবন্ধ ইত্যাদি শ্রেনী মোতাবেক নোটিস বোর্ড থেকে প্রকাশ করা যায় তাহলে ব্যাপারটা হয়ত বেশ ভালোই হত।

এতে একক কারো উপর চাপ কমে যেত এবং সিলেকশনের মান নিয়েও প্রশ্ন কম উঠত ও স্বজনপ্রীতির অভিযোগ থেকে অনেকখানি মুক্তি পাওয়া যেত। এককভাবে সংকলন প্রকাশের বিষয়টিতে নিজের গ্রহনযোগ্যতা এবং সমালোচনার অনেকগুলো বিষয় জড়িত থাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: বেশ ভাল বলেছেন। এখন সামু কর্তৃপক্ষ গা করলেই হয়।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

নিশাত তাসনিম বলেছেন: আমি একটা ব্যক্তিগত সংকলন দিয়েছি। দেখে আসতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

আমি তুমি আমরা বলেছেন: দেখেছি।ভাল হয়েছে :)

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নিশাত তাসনিম বলেছেন: ২০১৩ সালের সব স্টিকি পোস্ট নিয়ে স্টিকি পোস্টের সংকলন করলাম। কিছুক্ষন পর পোস্ট করবো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার উদ্যোগ। পোস্ট করুন।আপনার পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম।:)

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

ইখতামিন বলেছেন:
আপনারটাও খারাপ হয়নি :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: :)

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

মামুন হতভাগা বলেছেন: অনেক দিন পর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০০

আমি তুমি আমরা বলেছেন: আপনিও অনেকদিন পর :)

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

বেলা শেষে বলেছেন: আরকিছু পারি আর না পারি আপনার Blogs গুলো মনদিয়ে পড়তে পারবো ।
ভালো লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই অনেক ভালো থাকবেন।
...up to next time...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: সামু টিকিয়ে রাখা যেন এর নিবেদিতপ্রাণ ব্লগারদের কাজ। কর্তৃপক্ষ উদাসীন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

আমি তুমি আমরা বলেছেন: সেটাইতো আফসোস। কর্তৃপক্ষের কোন মাথা ব্যথাই নাই /:) /:)

৩১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: গড জব।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

আমি তুমি আমরা বলেছেন: ধইন্যাপাতা লন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.