নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পিশাচ কাহিনীঃ পৈশাচিক প্রতিশোধ

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ঘোষনাঃ সামুতে এটা আমার প্রথম পিশাচ কাহিনী লেখার প্রচেষ্টা। খারাপ লাগলে নিসংকোচে খারাপ বলুন, ভুলগুলো ধরিয়ে দিন।আপনাদের সমালোচনা সানন্দে গৃহীত হবে।


মুভি আর সিরিয়াল দেখার নেশাটা হয় মূলত বুয়েট এসে।দুই সিনিয়র রুমমেট বারেক ভাই আর কামরান ভাই প্রচুর সিনেমা দেখতেন, তাদের থেকে এই নেশাটা সংক্রমিত হয় রুমের দুই জুনিয়র মাহীন আর আমার মধ্যে।





কামরান ভাই সিনেমার পাশাপাশি প্রচুর পরিমানে সিরিয়ালও দেখতেন। ফলে অধিকাংশ সময়ই দেখা যেত যে মুভি বা সিরিয়ালটা দেখা শুরু করেছি, কামরান ভাই সেটা আগেই দেখে ফেলেছেন।কামরান ভাইয়ের একটা অভ্যাস ছিল হঠাৎ করেই মুভির ফিনিশিং বা মূল টুইস্টটা বলে দিতেন, ফলে পুরা মুভি দেখার মজাটাই চলে যেত।কামরান ভাইয়ের বহু বন্ধুই তার এই ফাদে পা দিয়েছিল।


তো রুমমেট মাহীন তখন “প্রিজন ব্রেক” দেখা শুরু করেছে। মনে হয় সিজন ১ শেষ করে দুইয়ে ছিল বা এরকম কিছু।

তো একদিন মাহীন ‘প্রিজন ব্রেক’ দেখছে, কামরান ভাই ওর পাশে গিয়ে বসলেন। বললেন, কি কর?

-ভাই প্রিজন ব্রেক দেখি।

-এটা “...” সিজনটা না?

-জ্বি ভাই।

-আরে এরপর কি হবে আমি জানি।পরে গিয়ে দেখবা এই মহিলাই মাইকেলের মা।

দেখার আগেই টুইস্টটা জানতে পেরে বেচারা মাহীন অল্প শোকেই পাথর হয়ে গেল। আর কামরান হাসতে হাসতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন।


কয়েকদিন পরের ঘটনা।

আমি আর শাহিন নিজ নিজ বেডে বসে আছি, কামরান ভাই নিজের কম্পিউটারে কোন মুভি বা সিরিয়াল দেখছেন।

আমি আর মাহীন জানতে চাইলাম, ভাই কি দেখেন?

বললেন, মুভি। G I JOE.

উল্লেখ্য, এটা তখন মাত্র রিলিজ হয়েছে। তবে আমি আর মাহীন দুজনেই মুভিটা দেখে ফেলেছি।

আমরা বললাম, ভাই, একটা কথা আছে।

কান থেকে হেডফোন সরিয়ে উনি জানতে চাইলেন, কি?

-মুভিতে কিন্তু নায়িকার ভাই মারা যায় না। সে-ই আসল ভিলেন।শেষে দেখবেন ইউএস প্রেসিডেন্টকে মেরে সে নিজেই ওই জায়গায় বসে যায়।

নিজের ট্রিক্স নিজের ওপর অ্যাপ্লাই হতে দেখে কামরান ভাই অধিক শোকে পাথর হয়ে গেলেন। আমার আর মাহীনের মুখে তখন দাত কেলানো হাসি।


=========================================

আমার লেখা আরেকটি পিশাচ কাহিনীঃ
পিশাচ কাহিনীঃ শয়তানের পাল্লায়


বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ

বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প


=========================================


এটা কোন গল্প না, সত্য ঘটনা। আগে একবার ফেসবুকে পোস্ট করেছিলাম আমার অরিজিনাল একাউন্ট থেকে, এখানে কেবল চরিত্রগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।


=========================================


যাদের কাছে মনে হয়েছে এটা কোন পিশাচ কাহিনী নয় তাদের উদ্দেশ্যেঃ
একমাত্র খাটি চলচ্চিত্রপ্রেমীই জানেন মুভি দেখা শেষ করার আগে তার ফিনিশিং টুইস্ট জেনে ফেলা কতটা বেদনাদায়ক।যারা আপনার সাথে একাজ করবে তখন তাদেরকে আপনার পিশাচ বলেই মনে হবে।যদি আমার সাথে একমত না হলে নাই, মাইনাসতো আর দিতে পারবেন না B-)) B-)) B-))

মন্তব্য ৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:০২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই মে, ২০১৪ রাত ৮:০৩

আমি তুমি আমরা বলেছেন: :P :P

১০ ই মে, ২০১৪ রাত ৮:০৪

আমি তুমি আমরা বলেছেন: প্রিয় ব্লগার, আপনি কি কখনো এরকম পৈশাচিকতার শিকার হয়েছেন? ;)

২| ১০ ই মে, ২০১৪ রাত ৮:১৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: X( কি পড়তে ঢুকছিলাম আর কি পড়লাম!!!! :-P :-P :-P এই জন্যেই কি আর বলি আর যাই হোক ইঞ্জিনিয়াররে নিয়া সংসার করতাম না !!! চার বছর অনেক আঁতলামি আর পাগলামি সহ্য করছি!!! আর না... X(( X(( X((

১০ ই মে, ২০১৪ রাত ৮:২৪

আমি তুমি আমরা বলেছেন: হায় হায়, আমার এক পোস্ট পড়েই আপনি সিদ্ধান্ত নিলেন ইঞ্জিনিয়ার নিয়ে সংসার করবেন না?

এই পোস্টটা কি এতই পৈশাচিকতায় ভরা? ;) :P

৩| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এই যে আবারও!! সাধে কি আর বললাম যে ইঞ্জিনিয়ার না!!!! ভালোমতো দেখেন কি লিখেছি!!! চার বছর ধরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছি ভাইয়া!!!! সব পাগলামি, ছাগলামি আর আঁতলামি দেখা শেষ!!!! এখন চাই শান্তি!!!! সারাজীবন পাগলামি দেখার শখ আমার নাই!!!! :-P :-P :-P /:) /:) /:)

১০ ই মে, ২০১৪ রাত ৮:৪২

আমি তুমি আমরা বলেছেন: আপনার কমেন্টের মানে আগেই বুঝতে পেরেছি। একটু মজা করছিলাম।

তবে আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে পাগলামি আর আতলামি দেখা যায় বটে, কিন্তু ছাগলামিতো দেখা যায় না। নাকি যায়, কিন্তু আমার চোখে পড়েনি?

৪| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৬

রিফাত ২০১০ বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেন্টের মানে আগেই বুঝতে পেরেছি। একটু মজা করছিলাম।

তবে আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে পাগলামি আর আতলামি দেখা যায় বটে, কিন্তু ছাগলামিতো দেখা যায় না। নাকি যায়, কিন্তু আমার চোখে পড়েনি?

মৌ আফার ইঞ্জিনিয়ার দের ছাগল মনে হইলো ক্যান? ব্যাপক বিনুদন।

১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ভাই, এত কষ্ট করে আর মাথা খাটিয়ে (!) একটা পিশাচ কাহিনী লিখলাম আর আপনার চোখে পড়ল কেবল মৌ আপুর কমেন্ট /:)

দুস্কে পরানডা ফাইডা গেলু :(( :((

৫| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৯

মদন বলেছেন: আপনে একটা পিচাশ =p~

১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: পিশাচের ব্লগবাড়িতে মদনকে স্বাগতম :P

৬| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: :)

১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: পৃথিবীতে "পিশাচ" বলে আসলেই কি কিছু আছে? প্রোফেসর শংকুর এ ব্যাপারে কি মত?

৭| ১০ ই মে, ২০১৪ রাত ১০:২৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ছাগলামিটা শুরু হয় মেয়ে দেখলে!!! ভার্সিটিতে মেয়ে কম!! তাই যেখানে দেখো ছাই থুক্কু মেয়ে সেখানেই হা করে থাকেন চেয়ে!!! আরেহ ভাই শুধু তাকিয়ে থাকলেই হবে?? সামনে গিয়ে কথা বলতে হবে না??? ফার্স্ট ইয়ারে ক্লাসের মেয়েরা একদম সুন্দরী না আর লাস্ট ইয়ারে তারাই বিশ্ব সুন্দরী!!! ছাগলামির নমুনা দিলাম। আরো আছে। তবে আশার বানী হল, বিভিন্ন ভার্সিটি এবং কলেজে যারা অনার্স পড়ছেন এমন মেয়েদের কাছে ইঞ্জিনিয়ার পোলার অনেক দাম!!! তাই নো টেনশন!! /:) /:) /:)

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫১

আমি তুমি আমরা বলেছেন: ইঞ্জিনিয়ারিং পড়ুয়া পোলাপাইন এইসব বিষয় নিয়ে টেনশান করে এই কথা আপনাকে কে বলল? B:-) B:-)

৮| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

মুদ্‌দাকির বলেছেন:
=p~ =p~ =p~ =p~

ভালো পিশাচ কাহিনি পড়লাম !!

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫২

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ব্যাপক সুঃখিত হলাম B-) B-)

৯| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


পিচাশ না পিশাচ কোনটা কমু বুঝতাছিনা :D :D :D

১১ ই মে, ২০১৪ রাত ১২:০৭

আমি তুমি আমরা বলেছেন: আপনেতো তাইলে পিশাচ কাহিনী পইড়া ভয় পাওয়ার বদলে কনফিউজ হইয়া গেছেন :P :P B-)) B-))

১০| ১১ ই মে, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আসলেই ভাই কনফিউজ অবস্থায় আছি :P :P B-)) B-))

১১ ই মে, ২০১৪ রাত ১২:২২

আমি তুমি আমরা বলেছেন: ক্ষিক ক্ষিক ক্ষিক

১১| ১১ ই মে, ২০১৪ রাত ১২:২৬

মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন । এজন্য মুভি রিভিউতে কখনোই মুল কাহিনী বা ট্যুইস্ট দেয়ার নিয়ম নাই । আর যদি দিতেই হয় তাহলে শিরোনামে 'এলার্ট' লিখে দিতে হয় ।

১১ ই মে, ২০১৪ রাত ১২:৩২

আমি তুমি আমরা বলেছেন: ঠিক বলেছেন।স্পয়লার এলার্ট না দিয়ে কাহিনীর মূল টুইস্টটা কেউ জানিয়ে দিলে খুব মেজাজ খারাপ হয়। মুভির পুরো মজাটাই নষ্ট হয়ে যায় তখন।

১২| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা হা ব্যপক পৈশাচিক কাহিনী B-) B-) B-) B-)

১১ ই মে, ২০১৪ রাত ১২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: আবার জিগস। জগতের সকল পিশাচ থেকে সাবধান ;)

১৩| ১১ ই মে, ২০১৪ রাত ১:১৮

মশিকুর বলেছেন:
টুইস্ট আগে থেকে বলে দেয়ার মজাই আলাদা =p~ একবার সবাই মিলে মুভি দেখছিলাম, মাঝে এক ফ্রেন্ড বলে উঠলো এইটা(!) এই মুভিতো আমি আগেই দেখছি। লাস্টে এমন হইব :( আমাদের সবার পুরা দের ঘণ্টা বৃথা গেল। এর পর আর কি? মাইর =p~=p~ এখন একসাথে ছবি দেখার আগে ব্যাকআপ নিয়ে যাই, ব্লগে কোন রিভিউ পাইলে অবশ্যই পড়ে যাই। ব্যাপক উপকার =p~=p~

যদি কোন দিন আসলেই ছাগলে রূপান্তরিত হইয়া যাই(=p~) তাইলে ইঞ্জিনিয়ার মেয়েরে কবুল বলবো =p~ এত্তগুলা প্যাঁক প্যাঁক করে এই গুলা..

ভালো থাকুন।

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আমি তুমি আমরা বলেছেন: যদি কোন দিন আসলেই ছাগলে রূপান্তরিত হইয়া যাই(!) তাইলে ইঞ্জিনিয়ার মেয়েরে কবুল বলবো।এত্তগুলা প্যাঁক প্যাঁক করে এই গুলা..


=p~ =p~ =p~

১৪| ১১ ই মে, ২০১৪ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহ! চরম বিনোদন!!!

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আবার জিগস :)

১৫| ১১ ই মে, ২০১৪ রাত ৮:০৩

বলো জয় বাংলা বলেছেন: তো একদিন মাহীন ‘প্রিজন ব্রেক’ দেখছে, কামরান ভাই ওর পাশে গিয়ে বসলেন। বললেন, কি কর?

-ভাই প্রিজন ব্রেক দেখি।

-এটা “...” সিজনটা না?

-জ্বি ভাই।

-আরে এরপর কি হবে আমি জানি।পরে গিয়ে দেখবা এই মহিলাই মাইকেলের মা।

দেখার আগেই টুইস্টটা জানতে পেরে বেচারা মাহীন অল্প শোকেই পাথর হয়ে গেল। আর কামরান হাসতে হাসতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন।
B-)) B-)) B-))

১১ ই মে, ২০১৪ রাত ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: B-)) B-)) B-))

১৬| ১২ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: যদিও পোস্টে আশাহত হইছি :( :( :( কিন্তু শেষের কথাগুলোর জন্য হাজার হাজার ধইন্যা।

কেউ এইরকম করলে মন্ডায় কয়, হালারে ঘরে হালারে বালিশ দিয়া যাইত্তা মাইরালাই। X(( X(( X((

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১৫

আমি তুমি আমরা বলেছেন: আশাহত হওয়ার কিছু নেই।এবারেরটা হয়ত আপনাকে মুগ্ধ করতে পারেনি, তবে আপনাদের উৎসাহ পেলে সামনে এমন সব পিশাচ কাহিনী লিখব যাতে ভয়ে লোম খাড়া হবে বটে, কিন্তু আর শুয়ে পড়বে না ;) :P

১৭| ১২ ই মে, ২০১৪ সকাল ৮:৫৭

মরণের আগে বলেছেন: মদন বলেছেন: আপনে একটা পিচাশ

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

আমি তুমি আমরা বলেছেন: মরনের পরে আপনেও পিচাশ হইয়া যাইবেন ... ;)

১৮| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাদের উৎসাহ পেলে সামনে এমন সব পিশাচ কাহিনী লিখব যাতে ভয়ে লোম খাড়া হবে বটে, কিন্তু আর শুয়ে পড়বে না ;) ;) ;)

প্রচুর উতসাহ দিতাছি ;) চালাই যান ভাই =p~ =p~

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আমি তুমি আমরা বলেছেন: আপনাদের প্রেরনাই আমার আস্থা ... ... ;) :P

ব্লগে চোখ রাখুন। সামনে পৈশাচিকতায় ভরা এমন আরো অনেক গল্প পাবেন ... ... ;)

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

শায়লা িসিদ্দক বলেছেন: কি ভাবলাম আর কি পড়লাম =p~

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

আমি তুমি আমরা বলেছেন: আপনে এখানে একটি পিশাচ কাহিনী পড়লেন। বাংলা গল্পের ইতিহাসে এমন পিশাচ কাহিনী আর লেখা হয় নাই ;) :P

২০| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: ছোটবেলায় কোন বই পড়তে বসলে প্রথমে শেষটা পড়ে নিতাম। মুভি দেখতে গেলেও শেষটুক দেখে নিতাম। এতই বোকা ছিলাম তখন যে টুইস্ট বা সাসপেন্সের মজাই বুঝতে পারতাম না।

আপনার পিশাচ কাহিনী শুনে দারুণ মজা পেলাম B-)) B-))

০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আমি তুমি আমরা বলেছেন: ছোটবেলায় কোন বই পড়তে বসলে প্রথমে শেষটা পড়ে নিতাম। মুভি দেখতে গেলেও শেষটুক দেখে নিতাম।

বলেন কি? আমি কখনো এই কাজ করি নাই। তবে মাঝে মাঝে কোন কোন মুভি সিরিজ শুরু করি দ্বিতীয় বা তৃতীয় পর্ব থেকে। পরের পার্ট আগে দেখে আগের পার্ট পরে দেখি B-)) B-)) B-))

২১| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

মা.হাসান বলেছেন: উচিৎ শিক্ষা।
পৈশাচিক।
তবে ভয়ের না। (আপনি তো আর ভয়ের বলে দাবি করেন নাই, কাজেই সমস্যা নাই)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক ধরেছেন। আমি এটা ভয়ের গল্প বলে দাবী করি নাই। B-)) B-)) B-))

২২| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

নীল আকাশ বলেছেন: আপনার এই পিশাচ কাহিনী পড়ে আমিও পৈশাচিক আনন্দ পেলাম!!!! X((

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: আপনাদের আনন্দই আমার প্রেরণা B-)) B-)) B-))

অঃ টঃ অ-স্পর্শ গল্পের দুই পর্বই পড়েছি অফলাইনে। সময়-সুযোগমত প্রতিক্রিয়া জানিয়ে আসব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.