নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

চা-র-ব-ছ-রঃ একজন সামু গ্রাজুয়েটের গল্প !:#P !:#P !:#P

১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪



No more inter pass, I am graduate now



চা-র-ব-ছ-র। আশ্চর্য। দেখতে দেখতে সামুতে চার বছর কেটে গেল। যদি এই চার বছর কোন বিশ্ববিদ্যালয়ে দিতাম তাহলে আজকে গ্রাজুয়েট হয়ে বের হতাম আর হাতে থাকত বিশ্ববিদ্যালত কর্তৃপক্ষের দেয়া একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট।



তো সামুকে যদি একটা বিশ্ববিদ্যালয় হিসেবে ধরে নেই তাহলে আমিও আজ একজন সামু গ্রাজুয়েট। গ্রাজুয়েশন কমপ্লিট করে আজ থেকে শুরু হল পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স। সামনে পিএইচডি, পোস্ট ডক্টরেট এবং এরপর আরো যা কিছু সম্ভব সব ডিগ্রীই সামু বিশ্ববিদ্যালয় থেকে নেয়ার আশা রাখি।



মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তনে কৃতি ছাত্রদের মঞ্চে উঠে কিছু বলার সুযোগ দেয়া হয়।ধরে নেয়া যাক এই পোস্টটাই আমার সমাবর্তন স্পিচ। স্পিচের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি (মডারেশন প্যানেল) এবং মাননীয়া ভাইস চ্যান্সেলর মহোদয়া(ব্লগ মাতা)কে আমাকে এই বিদ্যাপীঠে অধ্যয়নের(ব্লগিং) সুযোগ দেয়ার জন্য।সাথে ধন্যবাদ জানাতে চাই সকল ক্লাসমেট (যাদের সাম্প্রতিক সময়ে চার বছর পূর্ন হয়েছে বা অচিরেই হবে) এবং সিনিয়র-জুনিয়র ভাইয়া আপুদের।







যেদিন সামু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম (১৬ই জুন ২০১০, সকাল ১০.৫০ কিংবা ১১.০০ ঘটিকা) সেদিন ভাবতেও পারিনি সামু থেকে কোন ডিগ্রী নিয়ে বেরুতে পারব। আজ শুধু একট ডিগ্রী পেয়েছি তা-ই নয়, বরং সামনে আরো নতুন ডিগ্রী অর্জনের জন্য ঝাপিয়ে পড়ব।



গ্রাজুয়েশনের এই দিনে মনে পড়ছে সামুতে ভর্তির আগের দিনগুলো।সামুতে ভর্তির আগে প্রায় সাত মাস (ডিসেম্বর ২০০৯ থেকে মধ্য জুন ২০১০) সামু ভর্তি কোচিং (ব্লগ আইডি খোলার আগে কেবল ব্লগারদের লেখা পড়া) করেছিলাম। এক বন্ধুর মাধ্যমে সামু নামক এই বিশ্ববিদ্যালয়ের কথা জেনেছিলাম। বন্ধুর স্টুডেন্ট আইডি(ব্লগ নিক) ভুলে গেলেও আজ তাকে ধন্যবাদ।











তো প্রথমেই দেখে নেয়া যাক। এই বিদ্যাপীঠে ছাত্র হিসেবে কেমন ছিলাম।

• পোস্ট করেছেন: ১২১ টি

• মন্তব্য করেছেন: ১২০৪৮ টি

• মন্তব্য পেয়েছেন: ৭৬৭৩ টি

• ব্লগ লিখেছেন: ৪ বছর ৯ মিনিট

• ব্লগটি মোট ১৭৫৩৮৮ বার দেখা হয়েছে



তো দেখা যাচ্ছে এই চার বছরে মোট একশ একুশ ক্রেডিট কমপ্লিট করেছি। সামু গ্রাজুয়েট হতে হলে মোট কত ক্রেডিট কমপ্লিট করতে হয় তা নিয়ে কোন বাধাধরা নিয়ম নেই। তাই মাত্র ১২১ ক্রেডিট কমপ্লিট করেই আমি আজ একজন গর্বিত সামু গ্রাজুয়েট।



পড়াশোনার প্রথম দুবছরে আমার মেজর ছিল ১৮+ কৌতুক। ডিপার্টম্যান্টের এক বড় ভাই (সিনিয়র ব্লগার) এর পরামর্শেই এটা মেজর নিয়েছিলাম।মূল কারন ছিল এই কোর্সগুলোতে অল্প পরিশ্রমেই ভাল মার্ক্স (প্রচুর হিট) পাওয়া যায়।





তো প্রথমেই দেখে নেই কৌতুক থেকে যে ১৭ ক্রেডিট কমপ্লিট করেছি।

পর্ব ১-কিছু কমন কৌতুক

পর্ব ২- আরও কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+)

পর্ব ৩- এবং কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+)

পর্ব ৪- মাঝরাত্তিরে কমন কৌতুক

পর্ব ৫- আবার কিছু কমন কৌতুক (এইগুলাও ১৮+)

পর্ব ৬- চরম একখান কৌতুক(১৮+ কিন্তু)

পর্ব ৭- ছাগু আর রাজাকারগো লাইগা কৌতুক(১৮+ কিন্তু)

পর্ব ৮- আরকখান চরম কৌতুক(কঠিনভাবে ১৮+)

পর্ব ৯- আবার কিছু চরম কৌতুক(কঠিনভাবে ১৮+)

পর্ব ১০- সেইরকম একটা কৌতুক{ দূর্দান্তভাবে ১৮+}

পর্ব ১১-মদনকাণ্ড ও শৌচকর্ম {ফাটাফাটি একটা কৌতুক। না পড়লেই মিস}

পর্ব ১২- একজন মানুষের জীবনে যত টেনশন{কঠিনভাবে ১৮+}

পর্ব ১৩- কোপাকুপি একখান জুক্স(১৮+)

পর্ব ১৪- হাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা

পর্ব ১৫- অবিশ্বাস্য রকমের দুর্দান্ত ও কোপাকুপি একখান জুক্স ( না পড়লেই মিস)

পর্ব ১৬- সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব

পর্ব ১৭- মধ্যরাতের মজারু (১৮+, বাচ্চারা খেলতে থুক্কু ঘুমাতে যাও)



কিন্তু কৌতুকে মেজর করায় প্রচুর মার্ক্স পাওয়া গেলেও ক্লাসের এলিট শ্রেনীর ছাত্র(আঁতেল ও সুশীল ব্লগার)দের কাছে গ্রহনযোগ্যতা পাওয়া যায় না। এরা এসে ১৮+ জুক্স পড়ে যায় ঠিকই (সাম্প্রতিক ব্লগ দেখেছেন যারা- এর দিকে তাকালেই বোঝা যায়) কিন্তু মন্তব্য করেন না নিজেদের সুশীলতার মুখোশ খুলে যাওয়ার ভয়ে, কেউ কেউ আবার উপদেশ দিয়ে যান এসব কৌতুক বন্ধুদের আড্ডার জন্য তোলা থাক, ব্লগে না পোস্টানোই ভাল আর সবচেয়ে ধুরন্ধর শ্রেনীর ছাত্ররা অফলাইনে এসে পোস্ট পড়ে যান যাতে সাম্প্রতিক ভিজিটরেও তাদের নাম না দেখা যায়।



তো এদের দাতভাঙ্গা জবাব দিতেই থিসিস করি সামুর ওপর। ফলাফল সকলে এসে পিঠ চাপড়ে দিয়ে বলে, চমৎকার কাজ করেছ ভায়া।আপাতত থিসিস সাবমিট করে দিয়েছি, তবে এমএস আর পরবর্তী পড়াশোনায় একই বিষয় নিয়ে থিসিস কন্টিনিউ করার আশা রাখি।





তো দেখে নিন আমার বার ক্রেডিটের থিসিস।

পর্ব ১:সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট

পর্ব ২:সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট

পর্ব ৩:সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন

পর্ব ৪:সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন

পর্ব ৫:সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্টগুলো

পর্ব ৬:সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্টগুলো

পর্ব ৭:সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব

পর্ব ৮:সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার

পর্ব ৯:সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্টগুলো

পর্ব ১০:সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্টগুলো

পর্ব ১১:বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট

পর্ব ১২:সামুর ইতিহাসে সর্বকালের সেরা সিরিজগুলো



থিসিসের বাইরেও সামু নিয়ে এসময় কিছু পেপার পাব্লিশ করেছি।

১.সামু ব্লগে আর কত নির্লজ্জ আর বেহায়া দেখব??? মডুরা দয়া করে ব্যবস্থা নিন

২.আমার পুলার কান্না থামাইতে পারতেছি না।ব্লগার ভাইরা সাহায্য চাই

৩.সামুর যেসব ব্লগার গুপকেশে চুলকানী ও তীব্র প্রসব বেদনায় আক্রান্ত তাদের বলছি

৪.সবার ব্লগ আর্কাইভ বাংলায়, খালি আমারটা হঠাৎ ইংরেজীতে কেন???

৫.অনলাইনে এক "ব্যানড" ব্লগার এবং আমার বিস্মিত হওয়ার গল্প



এছাড়াও সামুতে থার্ড ইয়ার শেষে একটা রিপোর্ট লিখেছিলাম।

সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প



সামুতে এসে আমি কখনোই নিজের শেকড়কে ভুলে যাইনি। তাই এসময় চট্টগ্রাম এবং বুয়েট নিয়েও করেছি কিছু কোর্স।





বুয়েট নিয়ে করেছি মোট ১২ ক্রেডিট।

১.পেইনফুল ক্লাস

২.একজন বুয়েট ছাত্রের হতাশ হৃদয়ের কিছু কথা

৩.যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য

৪.বুয়েট তার কৃতি ছাত্রদের কি প্রাপ্য সম্মানটুকু দিয়েছে??আসুন দেখি

৫.ছাঁকিব খানের পর বাংলা সিনেমায় নতুন বুয়েটিয়ানের আগমন

৬.ওরে কেউ আমারে ধর। সামু ব্লগের ইতিহাসের সর্বকালের সেরা ব্লগার(!!!) য়চিনপুর বুয়েট নিয়ে আরেকখান জ্ঞানী পোস্ট প্রসব করেছেন।আসুন তার এসব ব্যাপক জ্ঞানী পোস্ট পড়ি আর বিনুদুন নেই

৭.ভালো থেকো বুয়েট, ভালো থেকো ভিসি! / ভালো থেকো ঘৃণা, ভালো থেকো ছিছি!

৮.সাধারন বুয়েটিয়ানদের বিজয়। আমরা প্রমান করলাম আমরা চাইলেই সব পারি

৯.এইডা কি ভিডিও দেখলাম বুয়েট স্টুডেন্ট নিয়া? হাসতে হাসতে পুরা মইরা গেলাম

১০.বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প

১১.বুয়েটের Kung fu Panda

১২.পিশাচ কাহিনীঃ পৈশাচিক প্রতিশোধ



বুয়েট ছাড়াও প্রকৌশলবিদ্যার প্রতি ভালবাসা থেকে অবশ্বাস্য ইঞ্জিনিয়ারিং এর ওপর করেছিলাম ২ ক্রেডিট কোর্স।

১.বুর্জ আরবের শীর্ষে টেনিস কোর্টঃ ইঞ্জিনিয়ারিংয়ের এক দূর্দান্ত নিদর্শন

২.জার্মানীতে নদীর ওপর নদীঃ ইঞ্জিনিয়ারিংয়ের অবিশ্বাস্য নিদর্শন





আর চাটগা নিয়ে মাত্র ৩ ক্রেডিট :(

১.চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি

২. সবাই মিলে কি চাটগাবাসীদের মেরে ফেলবে? শু**র বাচ্চাদের ফাসি দেয়া দরকার

৩. চট্টগ্রামে আবার ফ্লাইওভার ধ্বস ও শতাধিক মানুষের মৃত্যুঃ আমাদের কি বাচার অধিকার নেই???



এর বাইরেও ক্রিয়েটিভ ব্লগিং এর অংশ হিসেবে করতে হয়েছে গল্প এবং কবিতার ওপর কোর্স।



গল্পের ওপর করেছি মোট ১২ ক্রেডিট।

গল্প: দৃশ্যাবলী

গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না{পর্ব-১}

গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না {পর্ব-২}

গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না { তৃতীয় ও শেষ পর্ব}

গল্পঃ বাতাসে বোমার গন্ধ{একটি ভয়ঙ্কর থ্রিলার- না পড়লে মিস করবেন}

গল্পঃভালো থেকো বুয়েট, ভালো থেকো ভিসি! / ভালো থেকো ঘৃণা, ভালো থেকো ছিছি!

গল্পঃ ভালবাসার বৃষ্টি

গল্পঃএক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প

গল্পঃ জানু, তোমার জন্য... ...

গল্পঃপৈশাচিক প্রতিশোধ

গল্পঃ তোমার বসন্ত দিনে ... ...{প্রথম পর্ব}

গল্পঃ তোমার বসন্ত দিনে ... ... {দ্বিতীয় ও শেষ পর্ব}



এছাড়াও গল্প বিষয়ক আরো দুটি কোর্স করেছিলাম।

সাম্প্রতিক সময়ে আমার পড়া অসাধারন কিছু ছোট গল্প

পৃথিবীর সবচেয়ে ছোট ও সেরা গল্পঃ সাথে একটা ফাও



এসময় রম্য গল্পের ওপরও করেছি মোট ৩ ক্রেডিট কোর্স।রম্য গল্পগুলো ছিল মূলত বিভিন্ন প্রচলিত কৌতুকের অ্যাম্পলিফিকেশন।

১.রম্য গল্পঃ তথ্যমন্ত্রীর ঘড়ি

২.রম্য গল্পঃ টিভি অথবা একজন নোয়াখাইল্যার গল্প

৩.রম্য গল্পঃহাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা



রম্য গল্প সেকশানে কোর্সগুলোতে গ্রেড (হিট) ভাল হওয়ায় পরবর্তীতে আরো যেসব রম্য গল্প লেখার চেষ্টা করিঃ

রম্য গল্পঃ সাহারা খাতুনের ঘড়ি

রম্য গল্পঃ আবুল হোসেনের ঘড়ি

রম্য গল্পঃ কালো বিড়ালের ঘড়ি





আর কোবতের ওপর করা কোর্সগুলো নিম্নরূপঃ

সব ইগনোর

সত্যের জয়

নাস্তিকগো লাইগা কিছু অনুকাব্য

অভাগার এক দিন

আমার পরাণ পাখিগুলো ঝগড়া করে

ছাগু এবং নাস্তিক বলদাগো লাইগা অবশ্য পাঠ্য কবিতা

যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য

ভাদা আর দাদাদের গদাম দিনঃ এইটাও একটা ভাদা

ভালোবাসার অনুকাব্য

নুডুলস-পিয়াজ-রসুন এবং ভালবাসার গল্প

আবুল হাসানের মুখোমুখি আবুল মাল ও আবুল হোসেন

বুয়েটের Kung fu Panda





ছাত্র সমাজ সবসময়ই বর্তমান আর পারিপার্শ্বিক নিয়ে সচেতন। সমসাময়িক বিষয়াবলীর ওপর কোর্স করেছিলাম মোট ১৩ ক্রেডিট।



৫০ কোটির কোঠা পেরোলো ফেসবুক

কে মিথ্যাবাদী??? প্রথম আলো না কালের কন্ঠ??? এইটা আমি কি দেখলাম???

বয়স কমিয়ে শেষ পর্যন্ত আমাদের ফায়দা কি???শেষ পর্যন্ত আমরা কেন বয়স কমাই?

এইটা আমি কি দেখলাম??? ওবায়দুল কাদের এটা কি কইল?? লোকটা কি রামছাগল???

অবশেষে আসছে বাংলাদেশে তৈরী ল্যাপটপ “দোয়েল” ।আসুন জেনে নিই “দোয়েল” সম্পর্কে আর স্বদেশী পন্য কিনে ধন্য হই

"ইডা আর নতুন কি ? যাগো ডারলিং নাই তারা ডারলিং ভাড়া নেয়।" কালে কালে আর কত লাম্পট্য আর নির্লজ্জতা দেখব???

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ গুগল ডুডলের জন্য তরুণদের প্রচারণা

ভাষার মাসে ভাষা নিয়ে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে

ফটোশপের এই যুগে কারে বিশ্বাস করুম??? পুরাই বোকাচু হইয়া গেলাম

চোরঞ্জিত-ইলিয়াস-সোহেল তাজের সাম্প্রতিক রাজনীতি এবং চরম ত্যক্তবিরক্ত আমি তুমি আমরা

এইডা আমি কি দেখলাম?রবীন্দ্রনাথ বাইচা থাকলে শিওর আত্মহত্যা করত(পৈশাচিক বিনোদন)

হ্যাপি বার্থডে ইউটিউব ও সাথে কিছু ঐতিহাসিক ইউটিউব ভিডিও

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি থাকলেও যেসব কারনে আমি তাদের বাংলাদেশে আশ্রয়দানের বিপক্ষে... ...





ছাত্র সমাজ কি কেবলই সময় সচেতন? তারা একই সাথে প্রতিবাদী। তাই চার বছর জুড়েই ব্লগের সকল নাস্তিক-ছাগু-ভাদা-আবালদের অপকর্মের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার ছিলাম আর তারই ফলশ্রুতিতে অর্জন করি আরো ১৩ ক্রেডিট।



সত্যের জয়

নাস্তিকগো লাইগা কিছু অনুকাব্য

ছাগু এবং নাস্তিক বলদাগো লাইগা অবশ্য পাঠ্য কোবতে

যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য

প্রসংগ ভাদাঃ নূন্যতম দেশপ্রেম না থাকলে এই পোস্টে ঢোকার দরকার নাই

ভাদা আর দাদাদের গদাম দিনঃ এইটাও একটা ভাদা

ভাষার মাসে ভাষা নিয়ে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে

ঐতিহাসিক দিনে ছাগলগুলার ঐতিহাসিক বলদামী আর কত???

শালার ছাগুগুলা আর মানুষ হইল না। মেজাজ পুরাই বিলা হইয়া গেল

১৪ জনের ভারতকে হারিয়ে জিতল ১১ জনের বাংলাদেশ

দিকে দিকে উঠেছে রব, এবার হবে পাকিস্তান বধ

সবাই মিলে কি চাটগাবাসীদের মেরে ফেলবে? শু**র বাচ্চাদের ফাসি দেয়া দরকার

qubeeর বাদরামি আর কত সহ্য করব??? সময় এসেছে কিউবিকে গদাম দেয়ার





শুধু প্রতিবাদ নয়, জড়িয়ে পড়েছিলাম নানা গঠনমূলক কাজেও। আর সেখানে যাদের রিয়েল লাইফ হিরো হিসেবে পেয়েছিলামঃ



আসুন একজন সত্যিকারের নায়ককে দেখি

ড. জামাল নজরুল ইসলামঃ আরেকজন কৃতী বাঙ্গালীর বিদায়





আর বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে করা কোর্সগুলোর কথা না বললেই নয়।

অবশেষে আসছে বাংলাদেশে তৈরী ল্যাপটপ “দোয়েল” ।আসুন জেনে নিই “দোয়েল” সম্পর্কে আর স্বদেশী পন্য কিনে ধন্য হই

একাত্তরে ছোট্ট শিশুরাও বুঝেছিল স্বাধীনতার মূল্য, আজ স্বাধীন বলেই কি আমরা এর মূল্য বুঝতে পারছি না?

আসুন বিজয়ের মাসে জানি আমাদের বীর ক্রিকেটারদের কথা

১৯৭১, একজন শহীদ জুয়েল এবং আমাদের আজকের ক্রিকেটারগন

ফটো ব্লগঃ আমাদের ভাষা আন্দোলনের কিছু বিরল ছবি

জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক





ছাত্র থাকাবস্থায় এক্সট্রা কারিকুলার এক্টিভিটি হিসেবে যেসন কুইজের আয়োজন করেছিলামঃ



বলুন দেখি{রাজাকার আর ছাগুগো লাইগা কুইজ}

ফেসবুকে প্রশ্ন প্রশ্ন খেলা আর বাঙ্গালীর গনিত জ্ঞানের ঠেলা

একটি দূর্দান্ত গাণিতিক সমস্যা- আইনস্টাইন ফেল

চমৎকার তিনটি ধাধাঃ পারলে জবাব দিন

চমৎকার কিছু ধাধাঃ পারলে জবাব দিন-২





ছাত্রাবস্থায় টিউশানী টাকায় ক্যামেরা কিনে সবাই পুটুগ্রাফার বনে যায়।এই বছরে যেসব ফটোগ্রাফি বিষয়ক ও ফটোব্লগ দিয়েছিলামঃ



এইটা আমি কি দেখলাম। হাসতে হাসতে শ্যাষ। পুরাই পৈশাচিক বিনোদন।

দিকে দিকে উঠেছে রব, এবার হবে পাকিস্তান বধ(মজাদার ফটো ব্লগ। পৈশাচিক বিনোদন নিশ্চিত)

ফটো ব্লগঃবুর্জ আরবের শীর্ষে টেনিস কোর্ট

ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন সুনিশ্চিত

ফটো ব্লগঃজার্মানীতে নদীর ওপর নদী

ফটো ব্লগঃ দূর্দান্ত রকমের পৈশাচিক বিনোদন, না দেখলেই মিস

ফটো ব্লগঃ আরেকবার পৈশাচিক বিনোদন সুনিশ্চিত

ফটো ব্লগঃ আমাদের ভাষা আন্দোলনের কিছু বিরল ছবি

ছবি একটাই-অসংখ্য প্রোফাইল। আসুন দেখি লুল ফালানো ফেক প্রোফাইল

ফটো ব্লগঃ পূর্নিমা রাতে, ফানুস আর বাজির ঝলকানিতে





এর বাইরেও যেসব কোর্স করেছিঃ



এই পুস্টখান ব্লগার জাহাজী পুলার লাইগা।আমার সামনে মূলা ঝুলায় রাখা হইল ক্যান??? জাতি জবাব চায়।

অসাধারন একটা ভালবাসার গল্প

কাজী নজরুল ইসলামের একটি মজার ঘটনা





আর আমার পুরো সামু লাইফে করা প্রথম কোর্সঃ

প্রথম পোস্ট





তো ব্লগ লাইফে যত কোর্স করেছি তার বর্ননা দেয়া শেষ। এবার তাহলে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় চলবে খানাপিনা।















খানাপিনা শেষ। এবার চলুক চা।







আর ক্যাফে থেকে বেরিয়ে একটুখানি ঝালমুড়ি।





ব্যাস,গ্রাজুয়েশন পার্টি খতম।



সকলকে ধন্যবাদ।

হ্যাপী ব্লগিং :)















মন্তব্য ১০৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

সুমাইয়া আলো বলেছেন: চার বছরের অভিনন্দন, শুভেচ্ছা। ♥♥♥♥♥:)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমাইয়া :)

২| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫৮

সুমাইয়া আলো বলেছেন: সাথে পছন্দের তালিকায় সংযুক্ত করা হল। :)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার

৩| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৯

একজন ঘূণপোকা বলেছেন:
গ্রাজুয়েশন কমপ্লিট করায় অভিনন্দন। !:#P !:#P !:#P


আশা করি মাস্টার্সও করবেন। :D :D

তা সিজিপিএ কত?? ;) ;) ;)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা।

কেবল মাস্টার্স নয়, এরপর পিএইচডি এবং তারপর পোস্ট ডক্টরেট আর সবার শেষে এখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার আশা রাখি ;)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৪

আমি তুমি আমরা বলেছেন: মেয়েদের বয়স, ছেলেদের আয় আর ছাত্রদের সিজিপিএ কখনো জিজ্ঞেস করতে হয় না ;) :P

তবে মাস্টার্সে ফার্স্টক্লাস পেলে ব্যাপক পার্টি হবে B-)) B-))

৪| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:২২

যুবায়ের বলেছেন: চমৎকার সংকলন।

ভাইজানতো পিএইডি কৈরালাইলেন ;)
মুই অহনো অনার্স ফাষ্টইয়ারে....

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: কি যে বলেন। মাত্রতো অনার্স শেষ করলাম।আজকে মাস্টার্সের অরিয়েন্টেশন ক্লাস হইল। দ্রুতই ক্লাস শুরু হবে।

পিএইচডি'র টার্গেট আছে। দোয়া রাইখেন।

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৫

আমি তুমি আমরা বলেছেন: যুবায়ের

ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৫৭টি
মন্তব্য করেছেন: ৩২৫০টি
মন্তব্য পেয়েছেন: ২৩৬৩টি
ব্লগ লিখেছেন: ২ বছর ১ মাস
ব্লগটি মোট ৩৩৪১২ বার দেখা হয়েছে

আপনেরতো মিয়া থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। আর বেশিদিন নাই। চোখের পলক ফেলতে না ফেলতেই আপনিও গ্রাজুয়েট হয়ে যাবেন। :)

৫| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সর্বনাশা পোস্ট দেখতেছি... শুধু গ্রাজুয়েট না, আপনি তো ডক্টরেট সমমানের পড়াশুনা শেষ করে ফেলেছেন, ভাই! :)

অভিনন্দন গ্রহণ করুন।

পোস্টটি বিশেষভাবে চিহ্নিত করে রাখলাম, প্রিয় আমি তুমি আমরা :)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ মাঈনুল ভাই।আপনারা আছেন বলেই এখনো ব্লগিংটা চালিয়ে যাচ্ছি :)

৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

রিফাত ২০১০ বলেছেন: সামু ইঞ্জিনিয়ারিং অফ সায়েন্স এন্ড টেকনোলোজি থেকে সফল ভাবে গ্রাজুয়েশন সমাপ্ত করায় ব্লগার আমি তুমি আমরাকে শুভেচ্ছা ও স্বাগতম।
মাস্টার্সে আরো ভালো রেজাল্ট আশা করি 8-| 8-| =p~ :P

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: জ্বি ভাই, আপনাদের চমৎকার সব মন্তব্যই ভাল রেজাল্ট করার প্রেরনা দেয়।

মাস্টার্সে ভাল করার জন্য আজ থেকেই জান প্রান দিয়ে লেগে পড়লুম ;)

৭| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
সিজির উত্তরে এই কথা কইবেন জানতাম :P :P :P

আর যেহেতু ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবেন বলে আশা করছেন, তাঁর মানে সিজি অনেক হাই ;) ;) =p~ =p~ ফোর আউট অব ফোর হইতারে। :)

আর এডহক লেকচারার হিসেবে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছেন। থিসিস কিন্তু সেই কথাই বলে ;)

ভাই এখন স্যার হয়ে গেছেন, আমাদের কথা কিন্তু ভুইলেন না ;)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫

আমি তুমি আমরা বলেছেন: কি যে কন।সিজি ছাড়া আর সব রিকোয়ারমেন্ট পুরা করলেই সামু ভার্সিটির টীচার হওয়া যায়। আমি সেই পথেই হাটতেছি।

আর আমার জিপিএ ফোরই হয়। তয় এক টার্মে না, দুই টার্ম মিলায়া ;) :P

থিসিস বাদ দিয়া আমার মেজর কিসে দেখেন। আমারে ফ্যাকাল্টি নিলে ভার্সিটির হগল ফ্যাকাল্টির মান ইজ্জত শ্যাষ।

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭

আমি তুমি আমরা বলেছেন: একজন ঘূণপোকা


ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৫৫টি
মন্তব্য করেছেন: ৪৬৭২টি
মন্তব্য পেয়েছেন: ২০১৪টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৭ মাস
ব্লগটি মোট ৩৩৮১৫ বার দেখা হয়েছে

আপনে থার্ড ইয়ারে। ফ্যাকাল্টি হইতে পারলে সবার আগে থার্ড ইয়ারের ল্যাব চামু B-)) B-))

৮| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

চড়ুই বলেছেন: অভিনন্দন। গ্র্যাজুয়েট কমপ্লিট করে আপনার অনুভুতি কেমন? :P

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯

আমি তুমি আমরা বলেছেন: অসাধারন অনুভূতি হচ্ছে। ফিলিং মুরুব্বি B-))

বিঃ দ্রঃ আপনি কি কোনভাবে এটিএন বাংলার সাথে যুক্ত? কোন টকশোতে আমাকে কি কৃতি ছাত্র হিসেবে আনা যায়? ;) :P

৯| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৯

যুবায়ের বলেছেন: যাউকগা শেষন জটে পড়ি নাই তাইলে...
তারাতাড়িই সারটিফিকেট পামু :) :)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫১

আমি তুমি আমরা বলেছেন: সামু ব্লগে কুনু সেশন জট নাই। সো, নু টেনশান।

তয় সার্টিফিকেট পাইতে মুনে অয় লেট হবে। আমি এখনো অরিজিনালটা পাই নাই। প্রভিশনাল্টা দিয়া কাম চালাইতেছি।

১০| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন অ শুভেচ্ছা আপনাকে । চার বছর অনেক সময় ।
ব্লগের জোয়া্র - ভাটা সবই আপনার দেখা ।
অনেক কিছু র সাক্ষি আপনি ।

ব্লগের বর্তমান অবস্থাকে আপনি কি চোখে দেখছেন এবং
এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে বলে আপনার মনে হয় ?
পোস্ট প্রিয়তে নিলাম ।
ভাল থাকুন , সুস্থ থাকুন । শুভেচ্ছা ।

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।


খালি চোখেই দেখা যায় ব্লগের অবস্থা ভাল নয়।ভিজিটর কমে গেছে, তার চেয়েও আশংকাজনক হারে কমে যাচ্ছে এক্টিভ ব্লগারের সংখ্যা।

চট করে মনে হয় না এ অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তনের জন্য লং টার্ম প্ল্যানের দরকার।

সবার আগে দরকার প্রফেশনালিজম।প্রফেশনাল মডারেশন প্যানেল থাকতে হবে(স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে না, পেইড) যারা ৮*৩=২৪ ঘন্টাই এক্টিভ থাকবে। পেইড এন্ড প্রফেশনাল না হলে জবাব্দিহিতার ব্যাপারটা আসে না।

এর বাইরেও নানান কাজ করতে হবে। যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে সামুর অফিসিয়াল গ্রুপ এবং পেজ থাকা, নিয়মিত বিরতিতে ব্লগার এবং পাঠকদের মিটিং বা মিলনমেলা, প্রতিবছর ব্লগ ডে সেলিব্রেশন, অন্যান্য ব্লগের সাথে ইন্টার‍্যাকশান, পুরনো ভাল ব্লগারদের ফিরিয়ে আনা, ব্লগারদের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া, নিয়মিত ব্লগ সংকলন ও ইবুক প্রকাশনা, বই মেলায় ব্লগারদের লেখা নিয়ে সংকলন প্রকাশনা ইত্যাদি।

যদিও জানি এর একটাও হবে না।

১১| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৮

চড়ুই বলেছেন: জী না। সামু তে এখন অহরহ গ্র্যাজুয়েট । আপনার আগে এই লাইনে অনেকে আছে। তবে আমার হাদিয়ার বেবস্থা করলে ভেবে দেখব। ;)

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:২২

আমি তুমি আমরা বলেছেন: হাদীয়া???!!! :-/ :-/ :-/

একজন ফ্রেশ গ্রাজুয়েট মতান্তরে একজন নব্য বেকারের কাছে আপনে হাদীয়া চাইলেন। দিলে বড় চোট খাইলাম :(( :((

১২| ১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: অভিনন্দন :)

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ :)

১৩| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০০

দি সুফি বলেছেন: অভিনন্দন। তা মেডেলে-টেডেল কিছু পাইছেন নাকি?? B-)) B-))

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

মেডেল টেডেল পাই নাই, তয় আপনেরা জোর দাবী তুল্লে ফ্যাকাল্টিরা যদি বিবেচনা করে আর কি ... ... ;)

১৪| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

জেরিফ বলেছেন: অভিনন্দন :)

পোস্ট প্রিয়তে

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জেরিফ। সম্মানিতবোধ করছি :)

১৫| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৯

আম্মানসুরা বলেছেন: এবার তাহলে আমাদের মিষ্টি খাওয়ান

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:১২

আমি তুমি আমরা বলেছেন: ভার্সিটির ক্যাফেটেরিয়ায় মিস্টি পাওয়া যায় না। রাজি থাকলে চা-সিঙ্গারা খাওয়াইতে পারি :)




১৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: কংগ্রাচুলেশন সামু ফেলো !:#P !:#P


পুরনোদের হারিয়ে যাওয়ার স্রোতের বিপরীতে আপনি এখনো আনন্দ নিয়ে ব্লগিং করে যাচ্ছেন, এর জন্য আপনাকে স্পেশাল থ্যান্কস । সামনের দিন গুলো আরো আনন্দময় হোক । শুভ কামনা :)

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনারা আছেন বলেই এখনো ব্লগে আসার আগ্রহ পাই :)

১৭| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩০

বিজয় কুমার ঘোস বলেছেন: অভিনন্দন অ শুভেচ্ছা আপনাকে

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বিজয় :)

১৮| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন: একজন ঘূণপোকা


ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৫৫টি
মন্তব্য করেছেন: ৪৬৭২টি
মন্তব্য পেয়েছেন: ২০১৪টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৭ মাস
ব্লগটি মোট ৩৩৮১৫ বার দেখা হয়েছে

আপনে থার্ড ইয়ারে। ফ্যাকাল্টি হইতে পারলে সবার আগে থার্ড ইয়ারের ল্যাব চামু[/sb


---- আমি ভাই ড্রপ খাইসি। আইলস্যা তো। মাঝখানে অনেক দিন ব্লগে আসি নাই। আবার অন্যনামেও মাঝখানে ক্লাস করছি।

সো আপনে থার্ড ইয়ার না, আরেকটু নিচের দিকে ল্যাব নেন।

আশা করি সেসনাল্গুলা নিয়ে আর আগের মত চিন্তা করতে হবে না, ভাই যখন স্যার বলে কথা :)

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:১৫

আমি তুমি আমরা বলেছেন: সেকি ড্রপ খাইলেন ক্যা? শুইনা দুক্কু পাইলাম।

আইচ্চা, আমি নাহয় আরেকটু নিচের দিকেই ল্যাব নিমু। কিন্তু সেশনাল্গুলায় আরো সিরিয়াস হইতে হবে কইলাম ;)

১৯| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:২০

একজন ঘূণপোকা বলেছেন:
আইচ্ছা ঠিক আছে সিরিয়াস হমু। মানে মাঝে মাঝে আসব আর কি। আর রিপোর্ট সব একেবারে ফাইনালের আগের দিন দিবো।

ল্যাব ফাইনালের আগের দিন ফোন করে এক্সপেরিমেন্টের নাম বলে দিয়েন, আর ভাইভাতে কিন্তু কিছু জিগাইতে পারবেন না।

ভাই স্যার ;) =p~ =p~

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:২৯

আমি তুমি আমরা বলেছেন: আইচ্চা, রাজি আছি।

ভাই ছাত্র ;) :P

২০| ১৭ ই জুন, ২০১৪ রাত ১:২০

সায়েদা সোহেলী বলেছেন: শুধু গ্রাজুয়েট !! ডক্টরেট বলেন. ,অন্তত এই পোস্টের পর

শুভেচ্ছা :)

পার্টির খানাপিনা পছন্দ হয়েছে ।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২

আমি তুমি আমরা বলেছেন: নাহ, আপাতত গ্রাজুয়েটই। আরো কিছু দিন যাক,। তারপর নাহয় অন্য কোন ডিগ্রী দাবী করব।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২১| ১৭ ই জুন, ২০১৪ রাত ২:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: সামুতে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য অনেক অনেক শুভেচ্ছাও অভিনন্দন।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক।

আপনি কি সামু ইউনিভার্সিটির দূরশিক্ষন সুবিধা গ্রহন করে প্রবাসে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? ;)

২২| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

ফ্যাকাল্টিদের একজন এসে কমেন্ট করল, ধন্য হয়ে গেলুম।

২৩| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০

মিনুল বলেছেন: অভিনন্দন নিরন্তর।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মিনুল :)

২৪| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

২৫| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: গুড। এইবার পিএইচডিতে ভর্তি হয়ে যান।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০১

আমি তুমি আমরা বলেছেন: এমএস শুরু করলাম। তারপর পিএইচডি।দোয়া রাইখেন।

২৬| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০৯

সোহানী বলেছেন: অভিন্ন্দন... মাস্টার্স, পিএইচডি, পোস্ট পিএইচডি করার শুভ কামনায়।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সোহানী :)

২৭| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০

শ।মসীর বলেছেন: পথ চলা হউক নিরন্তর........

১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

অঃ টঃ আপনের পিএইচডিতো মনে হয় অর্ধেক শ্যাষ ;)

২৮| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন আপনাকে কৃতিত্বের সহিত কোর্স সম্পন্ন করার জন্য। :D

পোস্টটি প্রিয়তে রাখলাম।

শুভ কামনা আপনার জন্য।

১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভাল থাকা হোক।

২৯| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

প্রবাসী পাঠক বলেছেন: জি ভাই, সামু ইউনিভার্সিটির দূরশিক্ষন সুবিধা গ্রহন করে প্রবাস থেকেই পড়াশুনা চালিয়ে যাচ্ছি। প্রথম বর্ষের ছাত্র। পড়াশুনা খুব একটা বেশি করা হয় না। রেজাল্ট নিয়ে চিন্তিত!!! :( :(

১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৮

আমি তুমি আমরা বলেছেন: কি যে বলেন। আপনার পোস্ট পড়েছি। আপনার হবে। ভুল বললাম। আপনার হয়েছে। :)

৩০| ১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩

শুঁটকি মাছ বলেছেন: সামুর একটা জিনিস খুব ভালো লাগে। এইখানে কোনো সেশন জট হয় না।

আপনাকে অভিনন্দন!!!!!! :-B :-B :-B

১৭ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

আমি তুমি আমরা বলেছেন: তা ঠিক। সামুতে কোন সেশন জট নাই বলেই এখানে ভর্তি হইছি।খালি মাঝে মাঝে সার্ভার ডাউনের কারনে হল ভ্যাকেন্ট খাই- এই যা :P

ধন্যবাদ মামু। গ্রাজুয়েশন পার্টিতে আপনাকে 'মামা পেয়াজু' খাওয়ামুনে B-)) B-)) B-))

৩১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন।

কৌতুক সংকলনের জন্য আপনার এ পোস্ট আমি প্রিয়তে নিলাম ;)

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

সহব্লগারদের কাছ থেকে আশানুরূপ উৎসাহ পাই না, না হলে কৌতুক পোস্টানো এখনো চালিয়ে যেতাম।

ভাল থাকুন। :)

৩২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন:

একেকজনের বর্ষপুর্তির আইডিয়া থেকে তো থ মেরে যাচ্ছি !

আপনিতো রিতিমতো চলছেন...বোঝাই যাচ্ছে সামনে কোন থামাথামি নেই ।

অনেক শুভেচ্ছা রইল... :D

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২২

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে একজন রিয়েল লাইফ ভার্সিটি ফ্যাকাল্টির মন্তব্য পেয়ে সম্মানিতবোধ করছেন।

গন্তব্য এখনো অনেক দূরে। লক্ষ্যে পৌছানোর আগে থামতে চাই না।

ভাল থাকুন।শুভকামনা রইল :)

৩৩| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

হ্যাপি ব্লগিং........ !:#P !:#P !:#P !:#P

আর মাহমুদ ভাইয়ের মন্তব্যের উত্তর যা দিয়েছেন, তাতে সহমত।

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:১৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন। ভাল থাকা হোক :)

৩৪| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: খুব মনযোগ দিয়ে অত্যন্ত আগ্রহের সাথে পুরো পোস্ট, কমেন্ট এবং কমেন্টের প্রতি উত্তর পড়লাম। পোস্টের চমৎকারিত্বে পুরোপুরি মুগ্ধ!! স্নাতকোত্তরের জন্য শুভকামনা রইল :)

ইয়ে মানে আমি তৃতীয় বর্ষের ক্লাস শুরু করেছি মাস কয়েক হলো কিন্তু সামুর ক্যাফেটারিয়ায় যে এত ভাল খাবার পাওয়া যায় এটা জানতাম না। নির্ঘাৎ এখানে বাকীতে দেয়ার চল নেই B-) B-) B-)

সিনিয়র হিসেবে ক্যাফেটারিয়ার লোকেশনটা যদি একটু দেখিয়ে দিতেন ;) ;) ;) ;)

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:২১

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।আইডিয়া মাথায় এসছিল হঠাত করেই। ভাবছিলাম কয়েকদিন সময় নিয়ে লিখব। কিন্তু ১৬ ই জুন সকালে ব্লগে ঢুকে দেখি ব্লগ লিখছেন ৪ বছর ৯ মিনিট। তাই তাড়াহুড়া করে একদিনে পুরো পোস্ট রেডি করে রাতেই পাবলিশ করে দিলাম। আরো কিছু কিছু ছোট ছোট আইডিয়া ছিল যা যোগ করতে ভুলে গেছি। নাহলে পোস্টটা হয়ত আরেকটু ভাল হোত। :)

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

আমি তুমি আমরা বলেছেন: আয় হায়, বলেন কি? থার্ড ইয়ারে ওঠার পরও আপনি সামুর ক্যাফেটেরিয়া চেনেন না? ক্যাম্পাসে ঢুকেই হাতের বাদিকে।ঢুকবেন, বসবেন আর অর্ডার দেবেন। খাবার হাজির।

আর সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার, এখানে টাকা দিয়ে পে করা যায় না আর বাকিতেও খাওয়া যায় না। এখানে পে করতে হয় হিট দিয়ে (সামু ইউনিভার্সিটিতে একমাত্র গ্রহনযোগ্য কারেন্সি হল 'হিট')। সুতরাং হিট কামান আর কামান দাগান ;)

৩৫| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

সাদরিল বলেছেন: আমারো ইচ্ছা ছিলো এরক একটা পোস্ট দিতে। দেয়া হয় নাই, দিতে পারলেও আপনার মতো এতো সুন্দর করে দিতে পারতাম না।

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:৩০

আমি তুমি আমরা বলেছেন: আপনারও দেখি ফোর্থ ইয়ার অর্ধেক শেষ। পাশ করেই পোস্ট দিয়ে দিন। ভাল নাকি কম ভাল-বিবেচনাটা পাঠকের ওপর ছেড়ে দিন :)

৩৬| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। দ্রুত পোস্ট গ্রাজুয়েশন করে নাও । :D

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

আমি তুমি আমরা বলেছেন: থ্যাংক ইউ। :)

মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। খুব মনযোগ দিয়ে ক্লাস করছি ;)

৩৭| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

আহসানের ব্লগ বলেছেন: হাহাহা ;)

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

আমি তুমি আমরা বলেছেন: :)

৩৮| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৫১

জুন বলেছেন: সেশন জট ছাড়া কি অভুতপুর্ব এক ইউনি আর সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করায় অভিনন্দন। :P
=p~ =p~ =p~

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: আপনি দেখি আমার এক সেমিস্টার আগেই গ্রাজুয়েট হয়ে গেছেন। আপনাকেও গ্রাজুয়েশনের অভিনন্দন ;)

৩৯| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
কোন সেশনজট ছিল না? B:-) B:-) B:-)
বাই দা ওয়ে অভিনন্দন !

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: কোন সেশনজটই ছিল না। আপনিওতো একই ইউনির ছাত্র। আপনি কি কোন সেশঞ্জট পেয়েছেন? ;)

৪০| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪২

এহসান সাবির বলেছেন: অভিনন্দন, শুভেচ্ছা।

ভালো থাকুন।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৪১| ২৪ শে জুন, ২০১৪ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
আমি তো সবে মাত্র সেকেন্ড ইয়ারে। এখনও পাইনি !

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

আমি তুমি আমরা বলেছেন: সেকেন্ড কই? আপনিতো থার্ড ইয়ারে।

চালায় যান। সেশন জট আশা করি পাবেন না। :)

৪২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:২১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার গ্রাজুয়েশন কোর্সের অভাবনীয় সাফল্যময়, যাত্রা দেখে আমি এতোটাই অভিভূত, যে ইহাকে কোর্স এবং ক্রেডিট সহ আমার সিলেবাসে হালনাগাদ করিয়া নিলাম! ;)

আপনার গ্রাজুয়েশনের মিস্টি কিংবা অভিনন্দন জানানোর পূর্বে নিজের জন্য আগে একজন সফল গ্র্যাজুয়েটের দোয়া এবং শুভেচ্ছাদি সহ পরামর্শ চাইতে হাজির হইয়া গেলাম ...

আশা রাখি নিরাশ হইবো নাহ ... ;) :)

২৮ শে জুন, ২০১৪ রাত ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার কমেন্ট থেকে একটা পোস্টের আইডিয়া পেলাম।দেখা যাক দিতে পারি কিনা। :)

৪৩| ২৯ শে জুন, ২০১৪ রাত ২:১২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে!! আপ্নে ত দেখি জিনিয়াস মাল!! ;)
কমেন্ট থিকা পোস্টের আইডিয়া পাইয়া ফেলছেন!? B:-) :-B

যাহোক, বুঝিলাম এবং প্রীত হইলাম, যে আমার জন্য দোয়া এবং পরামর্শ নাযিল পূর্বক জিনিয়াস একজন সামু গ্র্যাজুয়েট একখানা পোস্ট দিতে যাচ্ছেন!!!! B-))

আমি ধইন্য!!! :P ;)

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৭

আমি তুমি আমরা বলেছেন: আইচ্চা, ধইন্য যখন হইলেনই, তখন কিছু ধইন্যা পাতা লন। লগে একখান গুলাপ ...

৪৪| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অভিনন্দন আপনাকে। :)

দুঃখিত, অভিনন্দন জানাতে একটু দেরি হয়ে গেল।

মাস্টার্সের ক্লাস কেমন চলছে?

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

মাস্টার্সে প্রেশার অনেক, তাই আর আগের মত অনলাইন থাকি না :(

৪৫| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

লেখোয়াড় বলেছেন:
মাষ্টার্সে পইড়েন না। ওখানে সব ১৮+ পোলা আর মাইয়ারা। যাগো বিয়ার বয়স হইলেও বিয়ার করবার চায় না।

ব্লগে আপনার প্রথম পোস্ট ১৫ জুন, ২০১০.
আমার প্রথম পোস্ট ৭ জুন, ২০১০.

তাই আমি আপনার থেকে ৮ দিনের বড়।
এটা মন রাখবেন আমরা ৮ দিনের ছোট-বড় যোমজ।

হা হা হা হা ................
শুভেচ্ছা প্রিয় ব্লগার, ভাল থাকুন।
ব্লগিং করুন বছরের পর বছর।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আপনিতো আমার ছোট বেলায় হারিয়ে যাওয়া যময ভাই :P

আয় ভাই, আমার বুকে আয় ;) :P

ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৪৬| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

লেখোয়াড় বলেছেন:
বলেন কি সত্যিই আপনার যমজ ভাই হারিয়ে গিয়েছিল?

ঘটনা খুলে বলেন।

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

আমি তুমি আমরা বলেছেন: আপনেইতো আমার ছোট বেলায় হারিয়ে যাওয়া যময ভাই। মনে নাই আমরা দুভাই ছোট বেলায় মেলায় গিয়েছিলাম, ভীড়ের মাঝে আমাদের হাত ছুটে গেল আর তারপর ... ...

৪৭| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

ইমিনা বলেছেন: আহারে, আমি যে কবে সামু গ্রাজুয়েশনটা শেষ করতে পারবো
:( :(
আমার সামু কোর্স ক্রেডিটের অবস্থাও ভালো না। মাঝে মধ্যে সিনিয়র ভাই হিসেবে সাজেশন দিয়েন। আমি তো চোখে অন্ধকার দেখতেছি।
......
নিজের কথা বাদ। এবার আপনার গ্রাজুয়েশনের মিষ্টি চাই
:) :) :)

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

আমি তুমি আমরা বলেছেন: আপনিতো দেখি মাত্র সেকেনশ সেমিস্টার শুরু করলেন, এর মাঝেই আপনার ১৭ ক্রেডিট শেষ। ভালইতো আগাচ্ছেন।

সিনিয়র ভাই হিসেবে সাজেশান- কুপায়া পোস্ট দেন ;) :P

আর মিস্টি ছাড়া কি সেলিব্রেশন জমে???







৪৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১

ইমিনা বলেছেন: আমার সবে মাত্র ২২ ক্রেডিট কমপ্লেট। কত ক্রেডিটে গ্রাজুয়েশন তা জানার ইচ্ছা রাখি। না হয় এই ভাবে কচ্ছপের মতোই চলতে থাকবো :||

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ইমিনা

পোস্ট করেছেন: ২২টি
মন্তব্য করেছেন: ২১৮৯টি
মন্তব্য পেয়েছেন: ২৮৭০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
ব্লগটি মোট ১৭৪৫৩ বার দেখা হয়েছে

আপনার ব্লগ পরিসংখ্যানতো ভালই। ফার্স্ট ইয়ারে একটু প্রেশার কম নেয়াই উচিত।

সামুতে কোন ধরা বাধা নিয়ম নাই।কেবল চার বছর সামুর ক্যাম্পাসে থাকলেই গ্রায়জুয়েট। অনেকে চার বছরে শূন্য ক্রেডিট কমপ্লিট করেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে যাচ্ছে ;) :P

৪৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

ইমিনা বলেছেন: অনেকে চার বছরে শূন্য ক্রেডিট কমপ্লিট করেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে যাচ্ছে ;) :P
.............................
হাহ হা হা, অনুপ্রাণিত করার মতো কথা।

(নাহ্, এই ইয়ারে সিরিয়াস স্টুডেন্ট এর তকমা নিতে হবে। যেভাবেই হোক, ভালো রেজাল্ট করতে হবে)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

আমি তুমি আমরা বলেছেন: নিশ্চয়ই। এই জিপিএ পাঁচের যুগে ভাল স্টুডেন্ট না হয়ে উপায় আছে? ;) :P

৫০| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৬

পাকাচুল বলেছেন: শুভ কামনা, আশা করি এতদিনে পিএইচডিও শেষের পথে। পোস্টডক শেষ হলে আরেকটা পোস্ট দিয়েন।

বুয়েট, চট্টগ্রাম এর কোর্সগুলো আমিও রেজিঃ করেছিলাম এককালে।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

আমি তুমি আমরা বলেছেন: আপনার মন্তব্যের জবাবে বিশাল একটা প্রতিমন্তব্য লিখেছিলাম, কমেন্ট পাবলিশ করতে গিয়ে দেখি সার্ভার নট ফাউন্ড!!!

শুভ কামনা, আশা করি এতদিনে পিএইচডিও শেষের পথে। পোস্টডক শেষ হলে আরেকটা পোস্ট দিয়েন।

পিএইচডি-পোস্টডক করে আর কি হবে? দুনিয়াতে এখন ড্রপ আউটদের জয়জয়কার। আমিও তাই সেই লাইনে যাওয়ারই চেষ্টা করতেছি, লাস্ট চার মাসে কোন পোস্টই দেই নাই।

বুয়েট, চট্টগ্রাম এর কোর্সগুলো আমিও রেজিঃ করেছিলাম এককালে।

বুয়েট আর চট্টগ্রামতো দুটো ভালবাসার নাম।এগুলা নিয়ে কোর্স রেজিস্ট্রেশন না করলে চলে?

অনেকদিন পর আপনাকে দেখলাম আমার ব্লগে। আশা করি ভাল আছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.