নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২০

সামুতে লেখা পড়ছি সাড়ে চার বছরের বেশি সময় ধরে। বিভিন্ন সময় অনেক গল্প অনেক বেশি ভাল লেগেছে, তাই তারায় চেপে নিয়ে গিয়েছিলাম আমার ব্লগ সিন্দুকে। আজ চেক করতে গিয়ে দেখি প্রিয় পোস্টে সংখ্যা পাচশ ছাড়িয়েছে অনেক আগেই। তাই ভেবে দেখলাম বিষভিত্তিক প্রিয় পোস্ট দেয়া প্রয়োজন। সেই লক্ষ্য পূরনেই প্রথম উদ্যোগঃ সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন।

শামীম শরীফ সুষম
**শিরোনামহীন এক মানুষের শিরোনামহীন কোন গল্প {সামুতে আমার পড়া মুক্তিযুদ্ধের সেরা গল্প}
**একটি রাত্রি সেতুর আপন
**জনৈক মুহিনের অসমাপ্ত গল্প
**হাত


গৌতম রায়
**আডানা


ড়ৎশড়
**আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... {সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত গল্প}
**দুষ্টু রাজকন্যা ও তাকে নিয়ে পলায়ন
**একজন আধুনিক ও গালিবিদ নারীর ছ্যাকা/প্রেম কাহিনী
**ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা
**রোজা
**একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...
**রানুদের গল্প


নিস্সঙ্গ যোদ্ধা
**ভালোবাসা ও এক্সপাইরেশনের গল্প ...........
**কয়েকটা ছোট ছোট গল্প
**ভালোবাসার গন্তব্য
**'মা'-এর জন্য গল্প ............
**এই গল্পটা শুধুমাত্র 'বাবা'-দের জন্য ............
**কথপোকথন
**একটা হৃদয়হীন গল্প .....


জাহাজী পোলা
**নাস্তিকতাময় আমার একদিন!!
**রসু খাঁর কঙ্কাল


বোহেমিয়ান কথকতা
** জ্যোতির্ময় বচন
**জ্যোতির্ময় বয়ফ্রেণ্ড
**জ্যোতির্ময় রিভিউ
**জ্যোতির্ময় ফটোগ্রাফি
**জ্যোতির্ময় ইভটিজার!
**বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন
**স্বপ্নে তুমি
**আলো ও অন্ধকারের গল্প


rudlefuz
**ইনসমনিয়াক


আলিম আল রাজি
**হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ


ভাঙ্গন
**একুশের গল্পঃ বর্ণাক্ষর


সব্যসাচী প্রসূন
**মা


অপর্না মন্ময়
**তিনি...


নাহিন আজিম
**ডাক্তার বললেন, " অনুমতি দিলে আপনার বাবাকে এবার মেরে ফেলতে পারি। "


শায়মা
**পরবাসী স্বর্ণলতা
**রানু ও তার লাল নীল সংসার


মোস্তাফিজ রিপন
**কাঠকয়লায় আঁকা
**বিস্রস্ত
**বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে


আকাশচুরি
**এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!
**আমাদের মহল্লায় যে আগন্তুকটি কখনই এসে পৌঁছাবেন না!
**কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ


ত্রিনিত্রি
**আতংক
**বিবর্ণ কৃষ্ণচূড়া


জিকসেস
**চৌধুরি সাহেব!! আই লাভ ইউ


ৎঁৎঁৎঁ
**দুধ ভাত


লাভলু জাফর সাদিক চৌধুরী
**একজোড়া চোখের জন্য


রিয়েল ডেমোন
**চিরকুট অথবা বোকা মেয়েটি !
**কিছুটা প্রেম আর বাকীটা ভালোবাসা
**অতঃপর নুশেরা.....
**খুকির ডায়েরি কিংবা ডাহুক পাখির গল্প
**আমি অর্ধকানা আতেল ছেলেটিকেই ভালবাসি
**একজন পাইলটের জীবনকথা


মাহমুদ হাসান
**স্মৃতির চিলেকোঠায় রাখা ভালবাসার ছবি
**ছাত্রী রুমমেট আবশ্যক
**মশা-মানব


একুয়া রেজিয়া
**আনাফ ও ফ্যামিলি পেস্ট্রি কেক


সরলতা
**পুতুল বউয়ের আত্মকথন
**একজন আয়শা আপা,একজন আমি
**বিড়িখোর
**কৃষ্ণপক্ষের পরের গান
**মেয়েটার রোল ছিল আনলাকি থারটিন


ইমন জুবায়ের
**[link||]
**[link||]
**[link||]


আদনান শাহ্‌রিয়ার
**থেকো অপেক্ষমান … অজস্র অশ্রু জলাধারের ওপাশে …
**
মৃত্যু পথের যাত্রীদের জন্য শব্দ সংকলন

**এক রাতে আমরা একটা কবিতার দোকান পুড়িয়েছিলাম


ডেইফ
**বিবেক
**ফাল্গুনের পরশ
**আবেগ...


হারু মিয়া
** কনসেন্ট্রেশন ক্যাম্প
**আমি অথবা সে


মাক্স
**স্বরধ্বনির ষড়যন্ত্র
**প্যারালাল


মাহী ফ্লোরা
**আমাদের গল্প


টুকিঝা
**ইনসুলিন!!!


অপু তানভীর
**ফারিয়ার গল্প: একদিন ঠিকই বলবে ভালবাসি


কাল্পনিক_ভালবাসা
**জলনিশি
**লুঙ্গি বিড়ম্বনা এবং আমাদের তালগাছ দর্শন
**জনৈক তরুনী, বিড়ম্বনা এবং অতঃপর


মামুন রশিদ
**কাল বোশেখ !


মাহমুদ০০৭
**ফাঁদ
**দায়


নৈশচারী
**এবং মাতৃত্ব.......
**ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা


খেয়া ঘাট
**আপনি যে ধর্মেরই হোন না কেন , মানুষ মাত্রই এ গল্পটি আপনার পড়া দরকার।
**অবাক জলত্যাগ
**মিথ্যাবাদি ময়না পাখি


মেংগো পিপল
**লিন্ডা ও একটি ব্রেকিং নিউজ


মুরাদ-ইচছামানুষ
**ঈশপের গল্পের ব্লগ ভার্শন--ব্লগার ঈশপের গল্প


নোমান নমি
**পটকা ভাই- নরকের ২য় স্তর


শান্তির দেবদূত
**প্রজেক্ট নস্ট্রাডমাস
**চুল
**কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি


প্রোফেসর শঙ্কু
**অনুবাদ গল্পঃ হ্যারিসন বার্জেরন (কার্ট ভনেগাৎ)
**হলদে বাতির কারাগার
**মৃত্যুপথে মেলে রই আঁখি


কাক নং ৭৯৯
**মহেশ- 'দ্যা কাউ'
**ডিজিটাল হৈমন্তী
**ডিজুস ফটিকের ‘ছুটি’
**পেত্নী এফএমে প্রচারিত একটি ভয়ংকর ভুতের গল্প
**বিপদে হিমু ! বিপদে মিসির আলী !!
**পদ্মা নদীর মাঝি - ২০২১
**দেবদাস ও ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস
**রবি ঠাকুরের 'ব্লগ' বিড়ম্বনা !!
**আমিই দস্যু বনহুর ...
**ভিনগ্রহের ললনা & বদমাইশ রোবট
**‘শকুন্তলা’
**নবাব সিরাজদ্দৌলার সময় যদি ইন্টারনেট থাকত !


নাজিম উদ দৌলা
**নিভৃত পর্যবেক্ষক
**এক টুকরো অন্ধকার
**এবার আমার পালা
**সময়ক্রম
**অনিকেত সৈনিক
**সত্যের বীজ
**জানালার ওপাশে
**ব্রিজরক্ষক
**ত্রিমাতৃক অবগাহন
**নোঙরছেড়া
**আমি, তুমি এবং একটি অদৃশ্য প্রাচীর


হাসান মাহবুব
**আশ্চর্য হাস্যদৃশ্য
**স্ফুটনবিন্দু
**এই খবরটা আমায় নিয়েই
**কাঁটাখেকো
**নিরপেক্ষ শান্তিকামুকেরা
**রঙানুপাতিক
**এই আমি আবার বেঁচে যাবো
**থেকো আগ্নেয় শহরে অপেক্ষমান
**রোল নং-৮১৬৬৬
**কার কাছে সেই কলম আছে?
**ব্লেডটা দাও নিহিলা
**গল্প যদি শুনতে চাও, আমার কাছে এসো!
**নিখিল বাংলাদেশ সাইকো সমিতি
**সীমাসঞ্চালি
**সাদা কালো রক্তের মানুষ
**অফ স্পিন
**আপনাদের কাছে কি চাবুক আছে?
**অগ্নিঘড়ির ডায়াল

ম্যাভেরিক
**একজন চাকুরিজীবি পিঁপড়ার গল্প
**ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প


সবশেষে নিজের লেখা যে গল্পগুলো আমার খুব প্রিয়ঃ

**গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না
**গল্পঃ ভালবাসার বৃষ্টি
**গল্পঃ প্রিয়তমা, তোমার জন্য... ...
**গল্পঃ তোমার বসন্ত দিনে ... ...
**গল্পঃ তামাশা
**গল্পঃ অতিথি



সাথে বোনাসঃ
**আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন-রেজোয়ানা



===========================================

নিজের প্রিয় পোস্টের তালিকায় থাকা এবং স্মৃতি থেকে যতগুলো পারা গেল প্রিয় গল্প যোগ করে একটা সংকলন পোস্ট বানালাম। আমি একজন মানুষ-তাই সবার সাথে চয়েস মিল্বে না। ফলে অনেকেরই অনেক প্রিয় গল্প এই তালিকায় নেই।

ধন্যবাদ।



=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ

পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট

মন্তব্য ১০১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৩

লেখোয়াড় বলেছেন:
আবার কি পোস্ট দিলেন।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

আমি তুমি আমরা বলেছেন: গল্প সংকলন :)

২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

লেখোয়াড় বলেছেন:
আমার গল্পটা কই, ওই যে মেলা থেকে হারিয়ে যাওয়ার।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ঐটা কি শুধু গল্প নাকি?

ওটা একটা ইতিহাস, একটা মহাকাব্য।

ওটাও লেখা হবে কোন একদিন ;)

৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

সুমন কর বলেছেন: সুন্দর আয়োজন বা পোস্ট। অনেক কিছু জানতে পারলাম।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন :)

৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: সংকলনে শুভেচ্ছা +

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু :)

৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

শুঁটকি মাছ বলেছেন: রেজোয়ানা আপুর পোস্টটা বিকাল থেকে পড়তেছিলাম। বাকিগুলাও পড়া লাগবে!!!! :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম। রেজোয়ানা আপুর পোস্টে চমৎকার কিছু ভৌতিক গল্পের লিংক আছে। ওগুলো পড়ুন, সাথে এই পোস্টের গুলোও পড়তে ভুলবেন না যেন :)

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কিছু গল্পের সন্ধান পাওয়া গেল ধন্যবাদ।

চমৎকার উদ্যোগে+।পোস্ট প্রিয়তে ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। সম্মানিতবোধ করছ :)

৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০১

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর সুন্দর কালেকশন

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৮| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

হাসান মাহবুব বলেছেন: মোস্তাফিজ রিপন আর আকাশচুরির কোন গল্প নাই! করসেনডা কী!

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২২

আমি তুমি আমরা বলেছেন: এই দুজনের কোন গল্প পড়েছি বলে মনে পড়ছে না। উনারা কি এখনো ব্লগে একটিভ?

উনাদের দুজনের কিছু ভাল গল্পের লিংক দিতে পারেন? পড়ার পর পোস্টে যোগ করার ইচ্ছা রাখি :)

৯| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: মোস্তাফিজ রিপন এখন আর লেখেন না। আকাশচুরি অনিয়মিত। তাদের কয়েকটা ভালো গল্পের লিংক-

মোস্তাফিজ রিপন
[link|http://www.somewhereinblog.net/blog/mostafizriponblog/29076172|কাঠকয়লায় আঁকা

বিস্রস্ত

বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে

আকাশচুরি:

এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!

ছোটগল্প: আমাদের মহল্লায় যে আগন্তুকটি কখনই এসে পৌঁছাবেন না!
কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হামা ভাই। গল্পগুলো পড়ার পর পোস্টে এড করার ইচ্ছা রাখি :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

আমি তুমি আমরা বলেছেন: সবগুলো যোগ করা হয়েছে :)

১০| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: জব্বর কাম করলেন আরেকটা... :-B :P
আগে প্রিয়তে নিলাম ... :)
অক্ষন ঘাঁটি... B-)
৬ষ্ঠ পিলাস... !:#P

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: সাজিদ উল হক আবির, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, অপর্ণা মন্ময়, টুম্পা মনি, কান্ডারী অথর্ব নিক গুলো একটু ঘুরে আসতে পারেন!
অনেক আগে দুই একটা গল্প লিখেছিলাম :) গল্প অনেক চিন্তার পরেই দাঁড়ায়।
চমৎকার আয়োজনে সাধুবাদ রইলো!

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

আমি তুমি আমরা বলেছেন: সোনাবীজ অথবা ধুলোবালিছাই এবং কান্ডারী অথর্বের কয়েকটা গল্প যোগ করার ইচ্ছা আছে। বাকিদের লেখা কোন গল্প পড়েছি বলে মনে পড়ছে না। পড়ে দেখতে হবে। :)

১২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো আছে, এই সময়ে যারা অনেক যত্ন নিয়ে গল্প লিখেন তাদের মাঝে ইসহাক খান আমার খুব প্রিয়, জুলিয়ান সিদ্দিকী অনেক দিন ধরেই লিখছেন!

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম, ঠিক বলেছেন। জুলিয়ান সিদ্দিকী এবং ইসহাকের ব্লগও ঘুরে আসতে হবে :)

১৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: রাগ করবেন না প্লিজ দ্বিতীয় কমেন্ট টি করার সময়ে মাহমুদ 007 এর নামটি ভুলে গিয়েছিলাম, অনেক যত্ন নিয়ে গল্প লিখেন, ইদানিং মাসিক গল্প সংকলন ও করছেন, আপনি যেহেতু আপনার পড়া সেরা গল্প গুলোই নিয়ে আসছেন, মাহমুদ ভাইয়ের ব্লগে ঘুরে আসতে পারেন!
সরি ফর সো মেনি কমেন্টস :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১২

আমি তুমি আমরা বলেছেন: আরে না ভাই, রাগ করার কিছু নেই। যেহেতু বললেনই, তাহলে মাহমুদ ০০৭ এর ব্লগটাও ঘুরে আসব ইন শা আল্লাহ। :)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

প্রবাসী পাঠক বলেছেন: এই রকম একটা পোস্ট দেব বলে পোস্ট রেডি করছিলাম। X(( প্রায় ১৫০ গল্পের লিংক জমা করেছিলাম। যাই হোক আপনার এখানে কিছু শেয়ার করি। আপনার লিস্টের অধিকাংশ গল্পই পড়েছি। খুব চমৎকার গল্পগুলো।

শামীম শরীফ সুষম এর হাত গল্পটাও খুব ভালো লেগেছে।

ড়ৎশড় এর রোজা গল্পটা বেশি ভালো লেগেছে। পাশাপাশি একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ এবং রানুদের গল্প গল্প দুটিও অসাধারণ।

আরো ভালো লাগা কিছু গল্প

ইনসমনিয়াক rudlefuz

ডাক্তার বললেন, " অনুমতি দিলে আপনার বাবাকে এবার মেরে ফেলতে পারি। " নাহিন আজিম

~পরবাসী স্বর্ণলতা~ শায়মা

তিনি... অপর্ণা মম্ময়

ছোটোগল্পঃ মৃত্যুপথে মেলে রই আঁখি প্রোফেসর শঙ্কু

গল্প - ফাঁদ মাহমুদ০০৭
গল্প - দায় মাহমুদ০০৭

এবং মাতৃত্ব....... নৈশচারী
ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা নৈশচারী

একমিনিটের গল্প- অবাক জলত্যাগ ( ওয়ার্ণিং- রিডার্স ডিস্ক্রিশান ইজ স্ট্রংলি এডভাইজড) খেয়া ঘাট
ছোটগল্প- মিথ্যাবাদি ময়না পাখি খেয়া ঘাট

ইনসুলিন!!! টুকিঝা

আমাদের গল্প মাহী ফ্লোরা

রানু ও তার লাল নীল সংসার শায়মা

বিবেক ডেইফ
ফাল্গুনের পরশ ডেইফ
আবেগ... ডেইফ

থেকো অপেক্ষমান … অজস্র অশ্রু জলাধারের ওপাশে আদনান শাহ্‌িরয়ার
মৃত্যু পথের যাত্রীদের জন্য শব্দ সংকলন আদনান শাহ্‌িরয়ার
এক রাতে আমরা একটা কবিতার দোকান পুড়িয়েছিলাম ( ছোট গল্প) আদনান শাহ্‌িরয়ার

গল্পঃ কনসেন্ট্রেশন ক্যাম্প হারু মিয়া
আমি অথবা সে (সাইকো থ্রিলার লেখার চেষ্টা) হারু মিয়া

স্বরধ্বনির ষড়যন্ত্র মাক্স

প্যারালাল মাক্স


০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: হায় হায়, ব্লগার মাক্সের কথা একদম ভুলে গিয়েছিলাম। অথচ একসময় তার গল্পের জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম।

মাক্স এবং খেয়া ঘাট ছাড়া বাকি গল্পগুলোগুলো পড়া হয়েছে বলে মনে হয় না। লিংকগুলোর জন্য ধন্যবাদ। সবগুলো পড়ে দেখতে হবে। একদিনে হয়ত সব পড়া হবে না, ধাপে ধাপে।

আপনার পোস্ট রেডি করে পাবলিশ করুন। অপেক্ষায় থাকলাম :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: সবগুলো লিংক যোগ করা হয়েছে। একটু কষ্ট করে দেখে নেবেন?

আর আপনার পোস্টের ব্যাপারে কদ্দূর?

১৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পরিশ্রমের কাম!
শুভেচ্ছা... :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম, বেশ পরিশ্রমের।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: খুবই কঠিন শ্রমের প্রশংসনীয় কাজ।
++++++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট :)

১৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মোস্তাফিজ রিপন আর আকাশচুরির কোন গল্প নাই! করসেনডা কী! -- এ দুজনের কোনো তুলনা নাই ভাই।
আহারে সেই সব ব্লগের বসন্তময় দিন।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৪

আমি তুমি আমরা বলেছেন: আমরা ছুডু মানুষ। সেইসব দিন দেখি নাই।

আপনেরা মুরুব্বি মানুষ। যদি সেই সব দিন নিয়ে কিছু লেখেন ... ... ;)

১৮| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

জেরিফ বলেছেন: চমৎকার পোস্ট ++++++++++

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জেরিফ :)

১৯| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

পার্থ তালুকদার বলেছেন: দারুন আয়োজন !! আমাদের নতুনদের জন্য যেন ' ছোট্ট একটা ভূগোলকে সমস্ত পৃথিবী' !! সময় করে পড়ে নিব। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ পার্থ :)

২০| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

না পারভীন বলেছেন: ইমন যুবায়ের ভাই এর লিংক গুলো দেখা যাচ্ছে না
পোস্ট অবশ্যই প্রিয়তে। অনেক গল্প কার মনে হয় এখন আর লিখেন না। :(

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

আমি তুমি আমরা বলেছেন: ইমন যুবায়ের ভাইয়ের ওখানে কোন গল্প এড করিনি, লিংকের জায়গাগুলো ফাকা রেখে দিয়েছি। দেখতে চেয়েছিলাম কোন ব্লগার খেয়াল করে কিনা। দেখা গেল আপনি ছাড়া কেউই খেয়াল করেনি।ইমন জুবায়ের ভাইয়ের কিছু অতিপ্রাকৃতিক গল্প এড করার ইচ্ছা আছে।

মনযোগী পাঠের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

২১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

এক্স রে বলেছেন: আহারে কত সুন্দর সুন্দর গল্প। কয়েকটা পড়া আছে। পোস্ট প্রিয়তে :-)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

আমি তুমি আমরা বলেছেন: তাহলে এবার বাকিগুলোও পড়া শুরু করে দিন :)

২২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: এরকম সংকলণ ব্যক্তিগত ভাবে আমার জন্য খুব দরকারি। পেশাগত ভাবে সামুতে নিয়মিত থাকতে পারিনা। এজন্য অনেক ভালো লেখা মিস হয়ে যায়।

ধন্যবাদ আপনাকে সংকলনটি করার জন্য।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সাদরে গৃহীত হল :)

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: সুন্দর কাজ করেছেন।

অনেকগুলো ভালো গল্প পাওয়া গেল।

শুভকামনা জানবেন।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৩

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ডি মুন :)

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

কয়েস সামী বলেছেন: চমৎকার কাজ। অনেকের গল্প এখনো পড়া হয়নি। এবার পড়া যাবে।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

আমি তুমি আমরা বলেছেন: তাহলে শুরু করে দিন :)

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

পাজল্‌ড ডক বলেছেন: কালেকশনে রাখলাম,পড়বো সময় নিয়ে,ধন্যবাদ ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার লেখা আপনার প্রিয়তে আছে জেনে সত্যি আমি দারুন খুশি হলাম। এই লিস্টে অনেক ভালো গল্পকারের গল্প আছে আশা করি যারা পরেন নি, তারা আপনার পোষ্টের মাধ্যমে সেই সব হারিয়ে যাওয়া গল্প আবার পড়তে পারবেন।

শুভেচ্ছা রইল।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, আপনার লেখা আমার প্রিয়তে রয়েছে। ভাল লেখেন, সুতরাং সেটা সহব্লগারদের সিন্দুকে যাবেই।

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো।

ধন্যবাদ, আমি তুমি আমরা।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সানন্দে গৃহীত হল :)

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:২২

ইমিনা বলেছেন: ভালোই হলো। এই পোস্টে উল্লেখ করা গল্প থেকেই শুরু হবে গল্প পড়ার অভিযান।
ধন্যবাদ :) :) :)

শুভকামনা সব সময় ।।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

আমি তুমি আমরা বলেছেন: তাহলে অভিযান শুরু হোক। এই সেমিস্টারে গল্প পড়া কোর্সে এ প্লাস আসুক ;)

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালই হল একসাথে অনেক ভাল কিছু গল্প পাওয়া গেল। কষ্টকর পোস্টে +++

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! পুরনো ব্লগারদের গল্পগুলো পড়তে পারব । তবে বর্তমানে ব্লগে অনেকেই চমৎকার সব গল্প লিখছেন, যেমন জুলিয়ান সিদ্দিকী, অপর্ণা মম্ময়, মাহমুদ০০৭, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, আদনান শাহরিয়ার, টুম্পা মনি, ইসহাক খান, সমুদ্র কন্যা, শুঁটকি মাছ, কাণ্ডারি অথর্ব, কাল্পনিক_ভালোবাসা, মাক্স, ডি-মুন, সাজিদ উল হক আবির সহ আরো অনেকে । সময় পেলে উনাদের গল্প পোস্টে আপডেট করে দিতে পারেন ।


সোজা প্রিয়তে :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম। অনেক ব্লগারের লেখাই বাদ পড়েছে। যদি লিংক দিয়ে সহায়তা করেন তবে বড় উপকার হয়। :)

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

আমি ইহতিব বলেছেন: সংকলন পোস্ট দেখলে যেমন একদিকে ভালো লাগে তেমনি আবার মনের কষ্ট বেড়ে যায় ব্লগে বেশী সময় দিতে পারিনা বলে, অনেক ভালো ভালো পোস্ট পড়া মিস হয়ে যায় বলে।

আপনার ভালোলাগা পোস্টগুলোকে প্রিয়তে নিয়ে রাখছি। সময় করে পড়তে হবে, জানিনা কবে সে সুযোগ হবে :(

কষ্টসাধ্য পোস্টে +++

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

আমি তুমি আমরা বলেছেন: সময় করে পড়ে নিন। সবগুলো গল্পই চমৎকার। আশা করি কোনটা পড়ে ঠকবেন না :)

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯

লেখোয়াড় বলেছেন:
নাহ!
সেরাদের সেরা সব কবিতা নিয়ে কেউ পোস্ট দিচ্ছে না কেন?
আপনি কি দিবেন?

না আমাকেই কাজটা করতে হবে!
আমার অত সময় নাই।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

আমি তুমি আমরা বলেছেন: কোবতে খুব একটা পড়া হয় না। বুদ্ধিশুদ্ধি কম তো, তাই বেশির ভাগ আধুনিক কোবতেই মাথার ওপর দিয়ে যায়।

সেরাদের সেরা কোবতে নিয়ে আপনিই একটা পোস্ট দিয়ে ফেলুন। আপনার পোস্ট দিয়েই আমার কোবতের পাঠ শুরু হোক :)

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

আধখানা চাঁদ বলেছেন: এমন একটা পোস্টের অপেক্ষাতেই ছিলাম। গল্প ভীষণরকম ভাল লাগে, আর যারা এই কাজটা ভালমতন করেন ঠিক তাদের তাদেরই গল্পগুলো পাওয়া গেল এক পোস্টে।

অনেক ধন্যবাদ।

+++++++++++++++++++++++++++++++++++

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: তাহলে গল্প পড়া এবার শুরু করে দিন :)

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আগে প্রিয়তে নিয়ে নিলাম :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব :)

৩৫| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ও বস!! পোস্ট প্রিয়তে রাখলাম আগে! :D
কি কোরলেন এইটা!! :-B :-B

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে নিলেন? :-B :-B

অনেক ধন্যবাদ :)

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আই এম নাউ ইয়োর ফলোয়ার .... ;) :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

আমি তুমি আমরা বলেছেন: উরি বাবা, বলেন কি??

ফিলিং সেলিব্রেটি B-)) B-))

৩৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মাঝে মাঝে ‘পরবন্ধ’ নিয়া সংকলন লেখলে ‘গরীবের’ কথা মনে করিয়েনে। কেমন? B-)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১০

আমি তুমি আমরা বলেছেন: অবশ্যই।

তবে সেটা যেহেতু আপনারই ফিল্ড, তাই আপনি করলে সেটা আরো ভাল আর মানসম্মত হবে।

তাহলে কবে পাচ্ছি? ;) B-)

৩৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সময় নাইরে ভাই.... বয়সটাও ভাটির পথে :(
খেলতে খেলতে বেলা তো আর কম হলো না...


একটানা বিশ মিনিটে যা লিখি, তা-ই পোস্ট।
এরচে’ বেশি মনযোগই ধরে রাখতে পারি না...
লেখা নয়, বিনোদন! আড্ডা আমার প্রধান মতলব B-) ;)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

আমি তুমি আমরা বলেছেন: লেখা নয়, বিনোদন! আড্ডা আমার প্রধান মতলব

:P :P

৩৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: আমার পোস্ট দিতে একটু সময় লাগবে। আরো কিছু গল্পের লিংক সংগ্রহ করছি। ২০০৯- ২০১০ সালের দিকের লেখাগুলো পড়ছি। সম্ভবত আগামী মাসে পোস্ট দিতে পারব।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: আচ্ছা, অপেক্ষায় থাকলাম :)

৪০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৮

এহসান সাবির বলেছেন: ড়ৎশড় এর নাফ গল্পটাও দারুন ছিল।



এক গুচ্ছ + রইল।


শুভেচ্ছা।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, নাফ গল্পটাও চমৎকার। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একটি সমৃদ্ধ প্রিয় তালিকা । ++

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধইন্যা পাতা নাও B-)

৪২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

শক্তপাল্লা বলেছেন: চমৎকার একটা ককাজ করেছেন। প্রিয়তে গেল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নিন শক্তপাল্লা :)

৪৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: লিষ্টে রাখলাম। পড়ব সময় করে‌

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৪৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: লিষ্টে রাখলাম। পড়ব সময় করে‌

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ইমরান নিলয় বলেছেন: ভালো পোস্ট। কিপ ইট আপ।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ইমরান :)

৪৬| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয়তে নিলাম ভ্রাতা ++++++++++++++

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

আমি তুমি আমরা বলেছেন: আপনি আমার পোস্ট প্রিয়তে নিয়েছেন জেনে সম্মানিতবোধ করছি রায়হান ভাই :)

৪৭| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: প্রিয়তে নিলাম। সময় করে সব পড়বো :)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে নিয়েছেন জেনে ভাল লাগল প্রিয় ইলিউশনিস্ট :)

৪৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬

রাজসোহান বলেছেন: এটা মিস করে গেছেন। :)

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আচ্ছা, দেখতেছি।

৪৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

জনৈক অচম ভুত বলেছেন: প্লাস দিয়ে চুপচাপ শো-কেসে নিয়ে নিলাম। B-)

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০

আমি তুমি আমরা বলেছেন: অচম ভূত, আপনেতো পুরাই অচাম :)

৫০| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: এটা শুধু পোষ্ট নয় সংগ্রহশালা।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.