নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
১.
সময়টা ২০০৭ সালের শেষ দিকে। বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে।"টিকে গেছি" এই আনন্দে তখন উড়ছি আকাশে।
একদিনের ঘটনা।
বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় ফিরছি।লিফটে সাথে উঠলেন পাশের বাসার আন্টি।
-কি অবস্থা বাবা?
-এইতো আন্টি ভাল।
-তুমি এইবার ইন্টার দিয়েছ না?
-জ্বি।
-তা এখন কি করবা?
- এইতো আন্টি বুয়েটে চান্স পেয়েছি। সামনের মাসে ক্লাস শুরু হবে।
- বুয়েটে? বাহ বাহ, খুব ভাল। শুনে খুশি হলাম।
আন্টির প্রশংসা শুনে আমি তখন রীতিমত আকাশ ফুড়ে মহাকাশে চলে গেছি।
আন্টিদের ফ্লোর চলে এল।আন্টি লিফট থেকে নামলেন। হঠাত পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বল্লেন, তা বাবা, বুয়েটটা কোথায় যেন? চট্টগ্রামে?
:/ :/ :/
২.
ফোর টু'র শেষ পরীক্ষাটা সেদিন দিয়ে দিয়েছি।বুয়েট লাইফের শেষ পরীক্ষা।আর কেবল থিসিস প্রেজেন্টেশনটাই বাকি।পোলাপান সবাই মিলে ঠিক করল আজ রাতে কেউ হলে ফিরব না। সবাই মিলে বাইরে ঘুরব সারারাত।
যেই বলা, সেই কাজ। সবাই মিলে হাটতে হাটতে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান।
হঠাত বন্ধু আজহার বল্ল, আচ্ছা, আর কারকার এভাবে সাররাত বাইরে ঘোরার অভিজ্ঞতা আছে?
বুয়েট লাইফে সারারাত জেগে ছিলাম কিংবা বাইরে ঘোরাঘুরি করে রাত দুইটা তিনটার সময় হলে ফেরার অভিজ্ঞতা আছে, তবে সারারাত কখনো বাইরে কাটাইনি।তাই চুপ করে রইলাম।
অনেকেরই দেখলাম এই অভিজ্ঞতা আছে। একজন একজন করে রাতের বেলা ঘটে যাওয়া মজার ঘটনাগুলো বলতে লাগল।
এল বন্ধু আজহারের পালা।
একদিন আমি আর দুইজন বন্ধু মিলে টিএসসিতে বসে আছে। রাত বাজে আড়াইটা বা তিনটা।
বোধহয় কোন বুধবার রাত ছিল। আড্ডা চলছে সমানে।
হঠাত ডিউটিতে থাকা পুলিস আমাদের দিকে এগিয়ে এল।
- আপনারা কারা? লোকটা জানতে চাইল।
- ছাত্র। আমরা বল্লাম।
-কোথায় পড়েন?
-বুয়েটে।
-তাহলে এখানে কি করেন? বাসায় গিয়ে পড়াশোনা করেন।
:/ :/ :/
৩.
পাস করার কয়েকদিন পরের ঘটনা।
একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ফিরছি। আমাদের সবাইকে খুব হাস্যকর টাইপের প্রশ্ন করা হয়েছে। তাই নিয়ে হাসাহাসি করছিলাম।
হঠাত একজন বল্ল আচ্ছা, বুয়েট নিয়ে তোদের কি এমন কোন অভিজ্ঞতা আছে, যখন মনে হয়েছে পিলিজ লাগে, সামুয়ান খিল মি।
আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে। একে একে সবাই সেয়ার করতে লাগলাম।
এল অনিকের পালা।
একদিন রিকশা করে যাচ্ছিলাম টিউশানিতে। আটকা পড়লাম নীলক্ষেতের মোড়ে জ্যামে। রকশাচালককে বল্লাম,মামা, বামে টার্ন নাও।
রিক্সাওয়ালা বামে টার্ন নিতেই কর্তব্যরত ট্রাফিক সার্জন এগিয়ে এলেন।
- এই, এদিকে রিকশা যাওয়া মানা।
-স্টুডেন্ট। আমি জবাব দিলাম।
-কোথায় পড়েন? সে জানতে চাইল।
-বুয়েটে।
- সরি মামা, প্রাইভেটের পোলাপান এদিক দিকে যেতে পারবে না।শুধু ঢাকা ভার্সিটি পারবে। নির্বিকার চিত্তে তার জবাব।
:/ :/ :/
===============================================
বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ
বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
আমি তুমি আমরা বলেছেন: আমি ২০০৭ এ বুয়েট থেকে বের হইনি, ২০০৭ এ বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। এইচএসসি হিসাব করলে আমি ০৭ ব্যাচ। ছোট ভাইকে অবশ্যই তুমি করে বলবেন।
সামুর বিচিত্র সমস্যার কারনে এতদিন মন্তব্যের জবাব দিতে পারিনি। আশা করি বুঝবেন।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
মামুন রশিদ বলেছেন: হাহাহ, মজা পেয়েছি ।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
আমি তুমি আমরা বলেছেন: আপনি মজা পেয়েছেন জেনে আমারও ভাল লাগল মামুন ভাই
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯
শায়লা িসিদ্দক বলেছেন: হাহাহাহাহা,পড়ে অনেকক্ষণ হাসলাম
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০
আমি তুমি আমরা বলেছেন:
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭
মিজভী বাপ্পা বলেছেন: মজা পাইলাম ++++++++++++++
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০
আমি তুমি আমরা বলেছেন: আরে মিজভী ভাই, অনেকদিন পর।
কেমন আছেন?
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
ঢাকাবাসী বলেছেন: দারুণ মজা লাগল।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাকাবাসী
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮
আবু শাকিল বলেছেন: মজার কাহিনী তাত্তারি শেষ হয় ক্যারে
আরো কিছু ঢালেন।পড়তে ভাল্লাগছে
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২
আমি তুমি আমরা বলেছেন: স্টকে আরো কিছু কাহিনী আছে। সময় সুযোগমত পোস্ট করার আশা রাখি
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: তা বাবা, বুয়েটটা কোথায় যেন? চট্টগ্রামে?
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: আন্টি সম্ভবত বুয়েট বুঝতে গিয়ে চুয়েট বুঝেছিলেন। পরে আর কখনো জিজ্ঞেস করা হয়নি।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
সাইফুদ্দিন আযাদ বলেছেন: মজা পেলাম, তবে ' জানিস আমি বুয়েটের কমার্সের ছাত্র' এই টাইপের একটা ঘটনা আসলে আরো মজা পেতাম..... ধন্যবাদ লেখককে..
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
আমি তুমি আমরা বলেছেন: বুয়েটের ইতিহাসে কমার্সের কেবল একজন ছাত্রই চান্স পেয়েছেন আর এই মহান বুয়েটিয়ান(!)কে সারা বাংলাদেশ চেনে
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩
খাটাস বলেছেন: তা বাবা, বুয়েটটা কোথায় যেন? চট্টগ্রামে?
প্রাইভেটের পোলাপান এদিক দিকে যেতে পারবে না।শুধু ঢাকা ভার্সিটি পারবে। নির্বিকার চিত্তে তার জবাব।
মজা পেলাম।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০
আমি তুমি আমরা বলেছেন: নীলক্ষেতের মোড়ে কেউ যদি বলে "বুয়েট প্রাইভেট ইউনিভার্সিটি" তখন বুকে বড় কষ্ট লাগে
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৮
ছায়েদ শাহ বলেছেন: বিয়াপক মজা পেলাম
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮
আমি তুমি আমরা বলেছেন: জেনে ভাল লাগল
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৭
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯
আমি তুমি আমরা বলেছেন: সবই মামাবাহিনীর ভেল্কি
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
তন্ময় দেবনাথ 007 বলেছেন: চখম
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০
আমি তুমি আমরা বলেছেন:
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সাবলীল বর্ণনায় অনেক মজা পেলাম।
সরি মামা, প্রাইভেটের পোলাপান এদিক দিকে যেতে পারবে না।শুধু ঢাকা ভার্সিটি পারবে। নির্বিকার চিত্তে তার জবাব।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২
আমি তুমি আমরা বলেছেন: বুয়েট একটি প্রাইভেট ইউনিভার্সিটি। কারন ইহা মামাবাহিনীর সম্পত্তি
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
ইমিনা বলেছেন: হা হা হা ...
পেস্টের ছবি দেখেই হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। মৃত্যুর এমন কঠিন সব আয়োজন দেখেও আমি হাসছি। কি আজিব !
তারপর ছোট্ট ছ্ট্টে অভিজ্ঞতা কথা পড়ে তো মাথা নষ্ট অবস্থা। ।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২
আমি তুমি আমরা বলেছেন: চমতকার মন্তব্যের জন্য ধন্যবাদ ইমিনা
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
মুদ্দাকির বলেছেন:
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪
আমি তুমি আমরা বলেছেন:
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা ভাইয়া বুয়েট জিনিষটা কি? সোলো, ডুয়েট, বুয়েট? মানে বহুজনে যে গান গায়?
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫
আমি তুমি আমরা বলেছেন: বুয়েট গাইতে হইলে আপনের বাইনারী সংখ্যক পুরুষ গায়ক লাগবে
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: তা বাবা, বুয়েটটা কোথায় যেন? চট্টগ্রামে?
একদিন আমি আর দুইজন বন্ধু মিলে টিএসসিতে বসে আছে। রাত বাজে আড়াইটা বা তিনটা।
বুয়েট হচ্ছে চট্রগ্রামে আর আড্ডা টিএসসিতে, এ কি হয়?
প্রাইভেটের পোলাপান এদিক দিকে যেতে পারবে না।শুধু ঢাকা ভার্সিটি পারবে।
আর বায়ে যাওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে যেতেন তাহলেইতো লেটা চুকে যেত
পোষ্টে লাইক ও প্রিয়তে।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
আমি তুমি আমরা বলেছেন: বুয়েট হচ্ছে চট্রগ্রামে আর আড্ডা টিএসসিতে, এ কি হয়?
এপিক কমেন্ট। ভাল্লাগছে।
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
একজন ঘূণপোকা বলেছেন:
দুই নাম্বার ঘটনাটা আমার জীবনেও ঘটছে।
র্যাগ ডের রাতের বেলায় গেলাম সোহরাওয়ার্দি উদ্যানে।
সারা রাত ছিলাম।
সেই রকম আড্ডা-মজা হইসিলো
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: টার্ম ফাইনাল শেষে সেদিন হঠাত প্রেশার ফ্রী হয়ে গেলাম। কি করব, কি করব ভাবতে ভাবতে পোলাপান ঠিক করল সারারাত বাইরে থাকবে। সেদিন ঘোরাঘুরিটা সেরাম মজা হয়েছিল। সেই রাতের মজার ঘটনাগুলো আগামীতে কোন পোস্টে শেয়ার করার ইচ্ছা আছে।
আপনাদের র্যাগের আড্ডা আর ভ্রমনের গল্প শোনারও ইচ্ছা রইল
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: মাইরালা অবস্থা
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: পুরাই মাইরালা কাইট্টালা কন্ডিশন
আপনার খবর কি?
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: টিভিতে খবরে একবার দেথেছিলাম বুয়েটে আন্দোলনরত ছাত্র কর্মাসে পড়ে তখন এটি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে মজার অনেক পোস্ট দিয়েছিলেন।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭
আমি তুমি আমরা বলেছেন: আবার দেখে নিন বুয়েটের ইতিহাসে চান্স পাওয়া একমাত্র কমার্স স্টুডেন্টকে
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
আদম_ বলেছেন: সামুয়ান খিল মি......রে.......খিল মি.....
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৩
আমি তুমি আমরা বলেছেন: আসেন একলগে মরি ...
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
সোহানী বলেছেন: সামুয়ান খিল মি...... +++++++
বুয়েটে কমার্সে পড়া টাইপের অবস্থা... দারুন শেয়ারিং। খাড়ান আসতাসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়া কারন আফনারাতো প্রাইভেটে পড়েন... হেহেহেহেহে
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭
আমি তুমি আমরা বলেছেন: আসেন। আমরা প্রাইভেটের পুলাপান আপনাদের অভিজ্ঞতা জানার জন্য উদগ্রীব
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
কলমের কালি শেষ বলেছেন: বেফক বিনুদন ।
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭
আমি তুমি আমরা বলেছেন:
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩
তিথীডোর বলেছেন: Miss my BUET days....
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮
আমি তুমি আমরা বলেছেন: মি টু ...
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
রিদম শাহারিয়ার বলেছেন: hmm
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৯
আমি তুমি আমরা বলেছেন: হুমম
২৬| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বুয়েটে রাজনীতি ঢুকে পড়েছে!!!!!!!!!!
০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১
আমি তুমি আমরা বলেছেন: শরীফ ভাই, আপনি বাংলাদেশে আছেন নাকি প্রবাসে আছেন জানিনা। তবে দেশে থাকলে ২০১১ সালে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারন ছাত্রছাত্রীদের আন্দোলন আর ২০১২ সালের ভিসি বিরোধী আন্দোলন সম্পর্কে জানার কথা। সেই বুয়েট আর নাই
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: প্রতি শেয়ার পড়ে, হাসতে লাগলাম। ক্ষণিকের জন্য মনটা ভাল হল। ধন্যবাদ।
অাপনি ২০০৭ সালে বুয়েট থেকে বের হন। ততদিনে অামার এম.এস. শেষ!
অাপনি তো অামার ছোট। তুমি করেই বলব, এখন থেকে।
পোস্টে ১ম লাইক।