নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

ক্রাশ খাওয়া এই হৃদয়ের গল্প

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৬




প্রতিটা ছেলের জীবনে সম্ভবত ভাল লাগাটা("ভাল লাগা" বলছি, "ভালবাসা" বা "প্রেমে পড়া" নয়) শুরু হয় কোন সিনিয়র আপুকে দেখে। সেই সিনিয়র আপু হতে পারে এলাকার কোন আপু, স্কুলের কোন আপু কিংবা বড় ভাই বা বোনের বান্ধবী। ছেলেবেলায় সেই আপুর কোলে উঠে "বড় হলে আমি তোমাকে বিয়ে করব"- এই ডায়লগ দেয় নাই, এমন ছেলে মনে হয় না খুজে পাওয়া যাবে।

সেই বয়সে এসব "বিয়ে করব" বলাটা বলা হয় আসলে না বুঝেই। কিন্তু কিছুদিন পর একটু বড় হলেই শুরু হয় সিনিয়র আপুদের ওপর ক্রাশ খাওয়া।আপু হয়ত সামনে দিয়ে হাওয়ায় আচল উড়িয়ে চলে যায়, ছেলেটা মুগ্ধ হয়ে চেয়ে থাকে।কিছু বলার জন্য মনটা আকুপাকু করে, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। কখনো অন্য কোন বড় ভাইয়ের ভয়, কখনো আপু আমাকে কি ভাববে সেই ভয়।

চলতে গিয়ে আপু হয়ত পিছে ফিরে তাকায়, কখনো হাত নেড়ে মিষ্টি করে বলে,"আচ্ছা,আসি"। ছেলেটার মনে তখন প্রেমের জোয়াড়, আপুর উদ্দেশ্যে হাত নাড়ার জন্য হাতটা উঠতে গিয়েও ওঠে না।কেননা ততক্ষনে ছেলেত বুঝে যায়, এই হাত তার জন্য নয়, বিদায় জানাচ্ছে তারই পেছনে দাঁড়িয়ে থাকা কোন বড় ভাইকে। সাথে সাথে তার "বুক ভরা আশা" একেবারে "দপ করে নিভে যায়"... ... :(

এতকিছু বলার উদ্দেশ্য হচ্ছে একটু আগে শেভ করেছিলাম এক কাজিনের বিয়েতে যাব বলে। হঠাত ০৯ ব্যাচের এক জুনিয়র এসে শেভ করা শুরু করল।

মজা করার জন্যই বললাম, কি মিয়া, এই সন্ধ্যাবেলা শেভ কর ক্যান? বিয়াতে যাবা?

- জ্বি ভাই।

-কার? ডিপার্টম্যান্টের লেকচারার না সিনিয়র ভাই?

- কেউই না। আমাদের ব্যাচের এক ফ্রেন্ড ০৮ এর এক আপুকে বিয়ে করে ফেলছে। আজকে অনুষ্ঠান।

শোনার পর আমার সময় থমকে দাড়িয়েছিল কিছুক্ষনের জন্য।ক্লাস টেনে থাকতে দুই ব্যাচ সিনিয়র এক আপুর উপর সেরকম ক্রাশ খেয়েছিলাম, একটু একটু পরপর খালি তার চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছিল।

শালার আফসোস।বুয়েটে এখন যেদিকেই চোখ যায় সব খালি জুনিয়র।ইশ, ০৩ থেকে ০৬-অন্তত এক ব্যাচের একজন এই দুঃসাহসটা করে দেখাই দিত, আজকে শালার জীবনটাই অন্যরকম হইত... ... :(

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

আমি তুমি আমরা বলেছেন: বছর তিনেক আগের লেখা। ইচ্ছা হল, তাই ক্রাশিত এই হৃদয়ের গল্প শেয়ার করলাম।

২| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, বেশ তো!

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

আমি তুমি আমরা বলেছেন: প্রিয় প্রফেসর, আপনার ক্রাশ খাওয়ার গল্পও শুনতে চাই। বলবেন নাকি?

৩| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অন্য কোন দিন। অন্য কোন সময়ে :)

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: ঠিক আছে।সেই অন্যসময়ের অপেক্ষায় থাকলাম :)

৪| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই তুলে ধরেছেন। ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ :)

৫| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: হাহাহাহা.........মজা পাইলাম। +।


আর আমারটা জানা যাবে না, তাই প্রশ্ন হপ্পে না !! ;)

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: আমি ক্লাস টেনে ক্রাশ খেয়ে ২০১৬ তে তার গল্প লিখেছি, আপনিও কোন একদিন লিখবেন। সেইদিনের অপেক্ষায় থাকলাম ;)

৬| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ঈশান আহম্মেদ বলেছেন: ক্রাস? আমি ভালো পুলা।ক্রাস ট্রাস খাই না।পোস্টটা ভালো লাগলো।

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৩০

আমি তুমি আমরা বলেছেন: বেন টেন হইল দশ বছরের পুলা। ক্রাশ খাইতে হইলে বয়স আরেকটু বেশি হওয়া লাগবে ;)

৭| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ক্রাশ খাওয়া ভাল। ;)

আমিও অনেক ক্রাশ খাইছি কিন্তু বলা যাবে নাহ। :P

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫

আমি তুমি আমরা বলেছেন: ক্রাশের মধ্যে ভিটামিন আছে। ক্রাশ খাওয়া ভালতো হবেই ;)

৮| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৩১

গেম চেঞ্জার বলেছেন: হায়রে!! কেরাশিং!! :-B

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭

আমি তুমি আমরা বলেছেন: হায়!হায়!হায়!

৯| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ক্রাশিত গল্প বিস্তারিত ভাবে বললে মজা পাইতাম।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন: বিস্তারিত অবশ্যই বলব, তবে অন্য কোনদিন :)

১০| ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: বড় ছোট কাউকেই তো বিয়ে করতে পারলাম না ;) :( :``>>

শুভেচ্ছা।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন: বড় ছোট কাউকেই তো বিয়ে করতে পারলাম না

এটাই আমাদের জীবনের ট্র্যাজেডি। আপনার খবর কি ভাই?

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: বেশ মজাই লাগলো।। এমন কাওকে পাওয়া যাবে কি না সন্দেহ, যে এর পাল্লায় পড়ে নি!!

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

আমি তুমি আমরা বলেছেন: মাঝে মাঝেই আমি নিজের এই পোস্টটা পড়ি আর বুকের বাপাশে কেমন যেন চিঞ্চিনে ব্যথা করে। খুব চমৎকার কিছু সময় আর মানুষ পেছনে ফেলে এসেছি :(

১২| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপুগুলা পচা B-))

১৮ ই মে, ২০১৯ রাত ১১:৫৪

আমি তুমি আমরা বলেছেন: অথচ সেই পচা আপুগুলার ওপরেই শুধু ক্রাশ খাই :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.