নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
ইদানীং চাইলেও সকালে ঘুম থেকে উঠতে পারিনা, কিন্তু আজ কিভাবে যেন ভোরবেলা ঘুম ভেঙ্গে গেল।পর্দা সরিয়ে বাইরে তাকালাম, আকাশে মেঘ করেছে, খবরে দেখলাম চার না পাঁচ নম্বর সংকেত জারী করেছে।যেকোন মুহূর্তে ঝড় নামতে পারে। মেঘলা আকাশ ও বিষন্ন মন নিয়ে আমি বিছানায় শুয়ে থাকি।
হঠাৎ দরজাটা খুলে যায়। এত সকালে আমার রুমে আবার কে এল? তাকিয়ে দেখি, আমাদের বুয়া নাসার মা।
-ভাইজান, ঘর ঝাড়ু দিয়া দেই।
-দাও।
-আপনে আইজ এত সকালে উইঠা পড়ছেন?
-হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। তা এই আবহাওয়ায় তুমি না এলেও পারতে।
-আমরা হইলাম গিয়া জনমদাসী। আমাদের কি আর কামে না আইসা উপায় আছে?
-হুম।
-ভাইজান আইজ কোথাও যাইবেন নি?
-নাহ, আজ আমি কোথাও যাব না। সারাদিন বাসাতেই থাকব।
ঘর ঝাড়ু দিয়ে নাসার মা বেরিয়ে যায়। ফোনটা বেজে ওঠে। বালিশের পাশে রাখা ফোনটা ধরার জন্য আমি হাত বাড়াই। হাতের ঠেলায় কি যেন পড়ে যায়। আমি মুখ তুলে দেখি। বইটা পড়ে গেছে।
আমি বইটা তুলে নেই। টিনটিন। অপুর কাছ থেকে বইটা এনেছিলাম।অনেকদিন রুমে পড়েছিল, পড়া হয়নি। ইদানীং নাইট রিডার হয়ে যাচ্ছি, কালাটে বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, শেষ করা হয়নি। আমি আসলে একটা নরাধম। নইলে এমন বই পড়তে গিয়ে কেউ ঘুমিয়ে পড়ে?
বইটা পড়তে শুরু করব, এমন সময় ফোনটা আবার বেজে উঠল। এই বৃষ্টি ভেজা সকাল-এ আবার কে ফোন করছে? স্ক্রীনে তাকিয়ে দেখি সোহানী, আমি আদর করে ডাকি টুম্পামনি। এই মেয়েটা প্রায়ই আমাকে রান্নাবান্না করে দাওয়াত দেয়।আমার প্রতি মেয়েটার অদ্ভুত নিঃস্বার্থ ভালবাসা আছে। কেন-কে জানে?
-হাই khairun[/si।
-এই গাধামানব, কোন সুন্দর নামে ডাকতে পার না?
-এটা কত সুন্দর নাম।খা-ই-রু-ন।
-ছিহ, শুনলেই কেমন গ্রাম্যবালিকা বলে মনে হয়।
আমি হাসলাম।-ফোন দিলি কেন?
-আজ দুপুরে তোমার নিমন্ত্রন।
-এই ঝড়ের দিনে?
-হ্যা, তো সমস্যা কি? তুমি কোন কালে ঝড়-টড় মানতা?
-তা অবশ্য ঠিক। কি রান্না করেছিস?
-শুটকি মাছ।
-ছেহ, শুটকি আমি খাইনা। খাওয়ার মত কিছু থাকলে বল।
-মাগুর মাছ।
-খালি মাছ কেন? মাংস নাই?
-নাহ।
-ক্যা?
-মাংস কিনার টাক্কা নাই।
-নাই ক্যা?
-কমুনা।
-না ফিস খাব না।মুড নাই।
-তাহলে কি খাবি? কুনোব্যাঙ? চড়ুই?
-নাহ, এসবও খাব না।
-কেন? এগুলোতে মাংস নাই?
-আছে, তবে এগুলো পরিবেশের জন্য উপকারী। আমি আবার পরিবেশ বন্ধু কিনা, তাই এগুলোর কোন ক্ষতি করব না।
-খুব বড় ম্যাভেরিক হয়েছ? ভালয় ভালয় বাসায় এসে মাছ খেয়ে যাবি, নাহয় গু খাওয়াব।
স্ক্রীনের দিকে তাকিয়ে দেখি আমার প্রফেসর ফোন করেছে।
-এই ফোন রাখি, প্রোফেসর শঙ্কু কল ওয়েটিং-এ আছে।
-এই ব্যাটা আবার কে?
-আমার থিসিস সুপারভাইজার।
-তাহলে আমার দাওয়াত?
-পরে কলব্যাক করব তোকে।
আমি কল কেটে দেই।
-আসসালামুয়ালাইকুম স্যার।
-ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল ফোন বিজি থাকে কেন?
-ফ্রেন্ড ফোন করেছিল স্যার।
-এত সকালে তোমার ফ্রেন্ডরা ঘুম থেকে ওঠে? আমিতো কোনদিন সকালের ক্লাসে তোমাদের দেখি না।
কি জবাব দেব এই কথার? চুপ করে রইলাম।
-এহসান।
-জ্বি স্যার।
-কাজকর্ম ঠিকঠাক এগুচ্ছে?
-একদম স্যার।
-সামনের সপ্তাহে একটা মক প্রেজেন্টেশন দিয়ে দাও তাহলে।
-সামনের সপ্তাহে?
-কোন সমস্যা?
-আসলে স্যার কায়েস গেছে ওদের গ্রামে।আর হাসান-এর বাসায় কিছু সমস্যা চলছে।
-বাবা এহসান, আমার মাথার এই পাকাচুল-এর মানে জান? এর মানে অভিজ্ঞতা।ওসব অজুহাতে কোন লাভ হবে না। সামনের সপ্তাহেই প্রেজেন্টেশান।
স্যার ফোন কেটে দেন।
আমার মাথায় হাত। আরজু ম্যাডামকে ফোন দিতে হবে। স্যারের সবচেয়ে প্রিয় ছাত্রীদের একজন আরজু ম্যাম।ম্যাডাম বললে স্যার নিশ্চয়ই প্রেজেন্টেশন পিছিয়ে দেবে।
-কি খবর এহসান?
-ভাল আছেন ম্যাম?
-ভাল আর থাকি কিভাবে?গত মাসের দেয়ালিকার জন্য লেখা দাওনি কেন?নোটিশবোর্ড-এ লেখা চেয়েছিলাম।দেখোনি?
মাথায় ঠাডা পড়ল। শিট, একদম ভুলে গিয়েছিলাম।
-দেখ এহসান, তোমার মধ্যে আমি জীবনান্দদাশের ছায়া দেখতে পাই।কিন্তু লেখালেখি একটা সিরিয়াস বিষয়, এটাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।তারওপর কর খালি বানান ভুল।এভাবে করলে তুমি এগোতে পারবে না।
-সেজন্যই ম্যাম ফোন করেছিলাম। আমি আসলে একটা লেখা রেডি করার চেষ্টা করছি, কিন্তু শঙ্কু স্যারতো সামনের উইকে প্রেজেন্টেশান দিয়ে রাখছে।এই টেনশান নিয়ে কি আর লেখালেখি হয় ম্যাম?
-তাই নাকি?
আমি যথাসম্ভব করুন গলায় বললাম, জ্বি।
-আচ্ছা, তুমি লেখা রেডি কর। আমি স্যারের কথা বলতেছি।
-থ্যাংক ইউ ম্যাম।
ফোনটা রেখে দেই। যাক, একটা ঝামেলা গেল।
ম্যাডাম যেহেতু লেখার কথা বললই, দেখি ব্লগের কি অবস্থা।ল্যাপীটা অন করে সামুতে লগ ইন করলাম।
আরে, সামুতে ছয় বছর পেরিয়ে গেছে আমার! ছ-য়-ব-ছ-র।
আহারে, একসময় কি সামু পাগলা-ই না ছিলাম আর ইদানীং লগিন-ই করা হয় না
ঝটপট একটা বর্ষপূর্তি পোস্ট লিখে ফেললাম। কয়েক মিনিটের মধ্যেই জাঝাযুক্ত কমেন্ট চলে এল।
আমি চশমখোর-এর মত সবার কমেন্টে লাইক দিলাম।
এর মধ্যে মির্জা বাড়ির বউড়া, খালি বালতিফারখালি বালতি, ওলে ওলে, এরশাদ চাচ্চু, উলে উলে বাবুতারে , বেদের ছেলে মফিজ মিয়া- সমানে কমেন্ট ফ্লাডিং শুরু করেছে। হারামজাদাদের সমস্যা কি? এভাবে সীমানা ছাড়িয়ে ফাত্রামি করছে কেন? সবকয়টা দেখি এক একটা বিতর্কিত উন্মাদ মানব।
প্রত্যেককে জবাব দিলামঃ
ওরে অমাবশ্যার চামচিকার দল
অযথা ফ্লাডিং করছিস কেন? বল।
ওরা বললঃ
আমরা সব ঠোটকাটা নির্লজ্জ
আমাদের মাথায় পাঠার বর্জ্য
জবাব দেখে আমি নীরব হয়ে গেলাম। নাহ, অনেক হয়েছে, সবকয়টাকে ব্লক মেরে দিলাম।
মনটাই খারাপ হয়ে গেল। এসব বান্দরদের জন্যই আমি লিখতে চাই না।
আর ভাল্লাগছে না। লগ আউট করলাম
ধুর শালা। মেজাজটাই গরম হয়ে গেল।
এর মধ্যে মাহমুদ উকি দিল।
-কি চাস?অণুজীব-এর মত উকি খাপ্পাচ্ছিস কেন?
-আমি আসলে একজন ঘূণপোকাতো, সেজন্যই খাপ্পাচ্ছি। তুই দেখি উঠে পড়েছিস?
-তো উঠব না?
-তুই যে টিভি পাগলা। সারারাত টিভি দেখলি। ভাবলাম উঠতে পারবি কিনা।
-উঠেইতো পড়ছি।
-তাতো দেখতেই পাচ্ছি। এলোমেলো চুলে তোকে পুরাই দিশেহারা রাজপুত্র মনে হচ্ছে।
-আজাইরা কথা বাদ দে। খাজুরা কথা শোনার মুড নাই।কি বলতে চাস,বল।
-শায়মা আন্টি ফোন করছিল। রেজোয়ানা আন্টিও উনার ওখানে আছে।আমাদের যেতে বলছে।
-কক্সবাজারে? কবে?
-আজ রাতে রওয়ানা দেব।ভোরের দিকে কক্সবাজার পৌছাব।
-এই ঝড় বাদলের মধ্যে? কোমেন আসবে কখন?
-জানি না বাল।ঝড়ের মধ্যে সাগর পাড়ে গিয়ে সূর্যোদয় দেখতে তোর কোন সমস্যা? সারাদিনতো পড়ে পড়ে ঘুমাস। এবার একটু অ্যাডভেঞ্চার কর।আর তাছাড়া ...
-তাছাড়া কি?
-তাছাড়া জনৈক গন্ডমূর্খ বলেছেনঃ
যখনই উঠিবে ঝড়
তখনই ছেড়ে ঘর
সাগরের পথ ধর।
-অ্যাঁ?
-শোন ভাই,এখন জুন মাস, হোটেলের ভাড়াও কম।চল।
-ওকে।
দুই।-------------------------------------------------------------------
বেশ কবছর আগের গল্প।
তখন কোপায়ে ব্লগিং। ব্লগিং-ই তখন ধ্যানজ্ঞান।খাই-ঘুমাই-ব্লগাই।এই তখন আমার রুটিন।
এর মাঝে খবর এল সমুদ্রে ঝড় উঠেছে, দুএকদিনের মধ্যেই বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে।
পোলাপান হইহই করে উঠল।কক্সবাজার যাবে।ঢাকাবাসী আমিও সাহসী সন্তান রওয়ানা দিলাম ওদের সাথে।
নিজেদের গাড়ি।হোটেলে ব্যাগ রেখেই সরাসরি চলে গেলাম বীচে।
আমার কোন সময় জ্ঞান ছিল না।আকাশ কালো মেঘে ঢাকা, চারদিক অন্ধকার হয়ে এসেছে।
গাড়ি থেকে নামলাম। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না।
আর তখনই ...
আধার আলো ভেদ করে এক অপ্সরী বেরিয়ে এল।
কি নামে ডাকব একে? আধারি অপ্সরা?
সিনেমায় দেখেছি প্রথম দেখায় মুগ্ধ হয়ে গেলে নাকি চারদিকে নাকি ভায়োলিন বাজতে থাকে। বাতাসের শো শো শব্দও আমার কাছে মিষ্টি মধুর সংগীত মনে হল।
আমি এই ঝড়, উড়তে থাকা ধুলো-সব উপেক্ষা করে এই সমুদ্রকন্যার সামনে দাড়ালাম।
মেয়েটা ভ্রু নাচিয়ে নাচিয়ে জানতে চাইল, কি?
-তোমার নামটা জানতে পারি?
-উশৃংখল ঝড়কন্যা।কেন?
-যাকে বিয়ে করব বলে ঠিক করেছি তার নামটা জানা থাকা দরকার। "এই" "ওগো"-এসব আসলে এই যুগের সাথে যায় না কিনা।
-পাগল নাকি?
-হ্যা, তোমাকে দেখার পর পাগল হয়ে গেছি।উইল ইউ ম্যারী মি?
-অ্যাঁ।
-এখনই জবাব দেয়ার দরকার নেই।আশেপাশের এই ঝড় থেমে গেলেও তোমার জন্য এই মনের ঝড় কখনও থামবে বলে মনে হয় না।সময় নাও, ধীরে সুস্থে জবাব দাও।
মেয়েটা হঠাত হাসল।
-তো ডিয়ার ফিউচার হাজবেন্ড, কি নামে ডাকব তোমাকে?
-আমি তোমার কাল্পনিক ভালবাসা।
২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: আধার আলো ভেদ করে এক অপ্সর বেরিয়ে এল।
অপ্সর কি ভাইয়া!!!!!!!!
আর আমরা আন্টি হয়ে গেছি!!!!!!!!
দাঁড়াও তোমার আজীবনের প্রোপিক বদলের ব্যাবস্থা করছি!!!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২
আমি তুমি আমরা বলেছেন: বানান ভুল হয়ে গেছে, এডিট করে দিচ্ছি।
ভাইয়া নয়, এবার ভাতিজা বলুন
৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২
শায়মা বলেছেন: ওহ ৬ বছরের শুভেচ্ছা!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
আমি তুমি আমরা বলেছেন: থ্যাংক ইউ
৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: এহ লে!!!!!!!!!
আমরা দিনে দিনে বুড়ি হবো আর তুমি বেবি হবা না!!!!!!!!!!
চলিবেক না!!!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০১
আমি তুমি আমরা বলেছেন: মেগা সিরিয়ালের মত এই গল্প চলতেই থাকবে। আপু আন্টি হবে, আন্টি নানু হবে, বাবু কিন্তু বাবু রয়ে যাবে
৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৫
আমি+তুমি=আমরা বলেছেন: বর্ষপূর্তি পোস্টে নিজের মাল্টির কমেন্ট না থাকলে পোস্ট আসলে পূর্ণতা পায় না
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৫
আমি তুমি আমরা বলেছেন: মাল্টি জিন্দাবাদ
৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৫
শায়মা বলেছেন: ওলে দাড়াও লাঠি আনছি!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৮
আমি তুমি আমরা বলেছেন:
তাই তাই তাই
মামাবাড়ি যাই
মামা দিল দুধভাত
পেট ভরে খাই।
মামী এল লাঠি নিয়ে
পালাই, পালাই।
ভুল হয়ে গেছে। আন্টি না, মামী বলব এখন থেকে
৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯
সাহসী সন্তান বলেছেন: পোস্টটা তো আরো আগে করা উচিত ছিল? প্রায় এক মাস পূর্ণ হয়ে গেছে তো? যাহোক তারপরেও ভার্চুয়াল ছয় বছরের শুভেচ্ছা এবং শুভ কামনা জানবেন! আপনার মত বিখ্যাত একজন ব্লগারের পোস্টে নিজের নামটা দেখে যারপরনাই খুবই লজ্জিত!
তবে অনেক ভাল লাগলো! আমি আপনার সেই সময়কার সিরিজ পোস্টের খুবই ভক্ত! অনেকগুলো পোস্ট প্রিয়তেও আছে!
অনেক অনেক ভালবাসার সহিত ধন্যবাদ রইলো ভাই!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৪
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, পোস্ট আরো আগেই দেয়া উচিত ছিল। স্ক্রীনশটটা লক্ষ্য করুন। যেদিন ছয় বছর পূর্ণ হল সেদিনই নিয়ে রেখেছিলাম, অলসতার কারণে তখন পোস্ট করা হয়নি। আজকে যে পোস্ট দিলাম সেটাও অসম্পূর্ণ। কোনদিন গল্পটা শেষ হবে জানি না
আমার সিরিজ আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। সিরিজটা শেষ পোস্ট করেছি মনে হয় দেড়-দুবছর আগে।তাও কেউ যখন তাদের ভাললাগাটা জানিয়ে যায়-মনে হয় সেই সময়ের পরিশ্রমটা বৃথা যায়নি।
শার্লক হোমস নিয়ে আপনার পোস্ট পড়েছি। আমার ভালই লেগেছে।
লেখালেখি চালিয়ে যান। হ্যাপী ব্লগিং
৮| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭
পুলহ বলেছেন: "যখনই উঠিবে ঝড়
তখনই ছেড়ে ঘর
সাগরের পথ ধর"
মারাত্মক ছড়া!
প্রথম অংশটুকু আগেও একবার পড়েছিলাম মনে হচ্ছে...
অভিনন্দন আপনাকে। ব্লগিং চলুক আনন্দ আর সফলতায়।
ভালো থাকবেন ভাই
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪
আমি তুমি আমরা বলেছেন: প্রথম অংশটুকু আগে একবার পোস্ট করেছিলাম খানিকক্ষনের জন্য। ওই সময়ই পড়েছিলেন হয়ত।
ব্লগিং চলুক আনন্দ আর সফলতায়।
(y)
মন্তব্যের জন্য ধন্যবাদ পরিয় পুলহ
৯| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩১
আরণ্যক রাখাল বলেছেন: গুড
শুভেচ্ছা
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আরন্যক রাখাল
১০| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪০
অশ্রুকারিগর বলেছেন: অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা রইলো!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অশ্রুকারিগর। আপনাকেও শুভেচ্ছা
১১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫০
ক্লে ডল বলেছেন: বেশ বেশ!!
অভিনন্দন ৬ বছর পূর্তিতে!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাটির পুতুল
১২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৭
শামিল কায়সার বলেছেন: সুনডোর পুসত। +++++++
ফএছবুক ঠেকে লইংক পএয়ে াসলাম। যুডপউররটি পুসতে ামার নামখানিও এদ কোরে ডিয়েন।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৩
আমি তুমি আমরা বলেছেন: পুসট াপোনার সুনডর লেগেচে জেনে খুসি হলাম।গোলপ েখনও সেষহ হয়নি।াগামই কওন পোররবে াপোনিো চোলে াসবেন হোয়ট
১৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। দারুণ তো।
অভিনন্দন।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রাজপুত্তুর সাহেব
১৪| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩২
জুন বলেছেন: অনেক অনেকদিন পর এক সময়ের নিয়মিত ব্লগার আমি তুমি আমরাকে ব্লগে দেখে অনেক ভালোলাগলো। আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ
বর্ষপুর্তি নিয়ে দারুন মজার এক পোষ্ট। হাসতে হাসতে শেষ
+
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: আসলে ব্লগে আসা হয়, কিন্তু কেন যেন লগ ইন করা হয় না।মূলত বর্ষপূর্তি পোস্ট দেয়ার জন্যই আজকে আসা।
ভাল থাকুন। হ্যাপী ব্লগিং
১৫| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ওয়াহ ওয়াও ওয়াও ৬ বছর!!!!!!!!!! অনেক শুভেচ্ছাআআ!!!!!!!!!!!!!
২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার
১৬| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:০৩
প্রবাসী পাঠক বলেছেন: আর্ধেক যুগ পার করার লাইজ্ঞা শুভেচ্ছা।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৬
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই
১৭| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপু,প্রিয় আপু
ব্লগে মোর জানটি;
তারে তুমি অনায়াসে
কয়ে দিলে আন্টি??
কানেকানে ফিসফিস
শেক হ্যান্ড,অফ হ্যাটস্;
ব্লগেতে পুরালে ছয়
হার্টিয়েস্ট কংগ্রাটস্।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২১
আমি তুমি আমরা বলেছেন: প্রিয় কি করি আজ ভেবে না পাই,
চমতকার এ মন্তব্যের জবাব খুজে না পাই,
তবুওতো কিছু বলতেই হয়,
তাই এ শুভক্ষনে ধন্যবাদ জানাই
১৮| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর । অনেক ভাল লাগল
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২২
আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম মোস্তফা সোহেল
১৯| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছয় বছর একটা প্ল্যাটফর্মে নিয়মিত লেখা সহজ বিষয় নয়। অনেক ভালোবাসা আর ডেডিকেশন প্রয়োজন হয়। এত ব্যতিক্রম ধর্মী বর্ষপূর্তি পোষ্ট খুব একটা পড়া হয় নি।
অনেক শুভেচ্ছা রইল।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২২
আমি তুমি আমরা বলেছেন: প্রথম তিন বছর ব্লগে নিয়মিত ছিলাম বটে। তারপর থেকে ব্লগে অনলাইনের চেয়ে অফলাইনেই আসা হয়েছে বেশি। তারপরও চেষ্টা ছিল একেবারে যাতে হারিয়ে না যাই। আপনারা আছেন বলেই এখনো বিরতি দিয়ে হলেও ব্লগে লগইন করা হয়।
ভাল থাকুন।শুভকামনা
২০| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা রইল
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৪
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা
২১| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৫
কাবিল বলেছেন: ভাল লাগল।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কাবিল। শুভকামনা রইল
২২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন ভাই!
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জহির ভাই।
এবার ঈদ কি ইরানে করলেন নাকি?
২৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১
নীলপরি বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ নীলপরি।শুভকামনা জানবেন
২৪| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ৬ বছর মেলা সময়! আমার বিবিএ, এমবিএ করতে এই সময় লেগেছে!
গল্পটা ভাল্লাগছে!
শুভেচ্ছা ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩২
আমি তুমি আমরা বলেছেন: ছয় বছর আসলেই লম্বা সময়।কিভাবে চলে গেল, টেরই পেলাম না।
গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা রইল
২৫| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ. বিশাল সময় ছয় বছর......
অভিনন্দন
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন
২৬| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালইতো চলছিল! শেষ মেষ কা_ভা ভাইরে হাতে ছড়ি ধরায়া দিলেন
তাও যখন ডাবল! সিঙ্গেল লাইফে এমন ছড়ি ধরা ভ্যাপার নাহ! মাগার ভাবী যদি পোষ্ট পড়ে- ঐ ঝড় মনে হয় কা_ভা ভাইয়ের ঘরবাড়ী তছ্নছ্ করে দেবে
ভাল লাগল ব্যতিক্রম বর্ষপূর্তি পোষ্টে সকল প্রিয় ব্লগারদের নিয়ে (যদিও আমি নাইক্যা ) বানানো গল্পকথায়। দারুনসসসসস
৬ বছর পূর্তির শুভেচ্ছা
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: কা_ভা ভাইয়ের হাতে ছড়ি না গিয়ে উপায় আছে? মডুকে খুশি রাখতে হবে না?
আপনারতো প্রায় আট বছর হতে চলল ব্লগে। আপনার বর্ষপূর্তি পোস্টের অপেক্ষায় রইলাম
২৭| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
শ।মসীর বলেছেন: শুভকামনা..............।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ। আপনার যুগপূর্তি পোস্টের অপেক্ষায় আছি
২৮| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
মাহমুদ০০৭ বলেছেন: ৬ বছর পূর্তির শুভেচ্ছা ভাই
আপনার খলিল জিবরানের অনুবাদ গল্পের সিরিজ ভাল লাগত ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই।
কাহলিল জিবরান আবার শুরু করব ইন শা আল্লাহ। সাথে থাকুন
২৯| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: এক যুগ পুর্তির অপেক্ষায়........শুভকামনা
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ইন শা আল্লাহ ... এক যুগ পূর্তিতে দেখা হবে প্রিয় সাদা মনের মানুষ
৩০| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: ইউনিক। দারুণ হয়েছে। ৬ বছর পূর্তির শুভেচ্ছা রইলো.....
+।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
৩১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার খলিল জিবরান মিছড করি
ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছিলাম আবারো জানিয়ে গেলাম
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মায়া। কাহলিল জিবরান আবার শুরু করার ইচ্ছা আছে। দেখা যাক
৩২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩১
কয়েস সামী বলেছেন: বেশ বেশ! বেশ জমিয়েছেন ভাই।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০
আমি তুমি আমরা বলেছেন: কিন্তু "জিম্মি"র মত জমতে পারেনি
৩৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৫
মশিকুর বলেছেন:
ওরে ব্যাপক পুষ্ট! ছয় বছরের শুভেচ্ছা
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫১
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মশিকুর। কেমন আছেন?
৩৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২০
মাদিহা মৌ বলেছেন: প্রথমে ভেবেছিলাম বইয়ের নাম দিয়ে লেখা হয়েছে। সামুতে নতুন কিনা, সবাইকে চিনিও না। পরে পরিচিত নাম আসায় বুঝলাম …
লিখতে নিশ্চয়ই খুব খাটাখাটনি করতে হয়েছে?
ছয় বছর পূর্তির শুভেচ্ছা রইল…
২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: কয়েকমাস আগে হুমায়ূন আহমেদের বই নিয়ে এরকম একটা পোস্ট দিয়েছিলাম। এই লিংকে ক্লিক করে দেখতে পারেন।
আপনার কুমিল্লা ভ্রমণ নিয়ে পোস্টটা পড়েছি।ভাল লেগেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।হ্যাপী ব্লগিং
৩৫| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সামুর অর্ধযগের প্রেম ভাল লেগেছে । আগামীতে সামুর যুগপূর্তি হবে ।অনেক অনেক শুভেচ্ছা ।
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল
৩৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১
মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর একটা পুস্টু।।।
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৭| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:২৮
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
অভিনন্দন এবং শুভকামনা।
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জেন রেসি
৩৮| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হইছে।++++
২১ শে জুন, ২০২০ রাত ৮:২৫
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভ্রাতঃ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৪
আমি তুমি আমরা বলেছেন: অসমাপ্ত গল্প, ফ্ল্যাশব্যাক থেকে নায়ক কবে ফেরত আসবে জানিনা।
ততক্ষণ পর্যন্ত হ্যাপী ব্লগিং।