নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
"তোমাকে ছাড়া বাঁঁচব না"-ও বলছিল।
আজ দশ বছর কেটে গেছে, আমরা দুজনেই বেচে আছি।
ও মা হয়ে, আমি মামা হয়ে!!!
গল্পঃ বেঁচে থাকা
১৫.০৮.১৭
অনেকক্ষণ ধরে শূন্য চোখে মনিটরের দিকে তাকিয়ে আছি।
বন্ধু চ্যালেঞ্জ করেছে পঞ্চাশ শব্দের মধ্যে ছোটগল্প লিখতে হবে, অথচ মাথায় কোন আইডিয়াই খেলছে না।
দুঃখিত, চ্যালেঞ্জে আমি হেরে গেছি।
ছোটগল্পঃ শূন্যচোখ
০৪/০৮/১৭
সময়ঃ ১৪ই ফেব্রুয়ারী
স্থানঃ ভার্সিটির ক্যাফের সামনে
ক্যাফেতে সবার সামনে দুরুদুরু বুকে মেয়েটির দিকে একটা লাল গোলাপ এগিয়ে দিলাম।
মেয়েটি গোলাপ নিল। তারপর হেসে জবাব দিল, "থ্যাঙ্কস ভাইয়া"
অবশেষে বাসায় গিয়ে ছেলেটি ফেইসবুকে মেয়েটির ঘাড় কাত করা ছবিতে মন্তব্য করলো:
Onk sundor hoice sis
ছোটগল্পঃ লালগোলাপ
১৬.০৪.১৪
খালি ভোটকেন্দ্র।তবুও শতভাগ ভোটগ্রহন।অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
ছোটগল্পঃ গণতন্ত্র
০৫.০১.১৪
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
২| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
মিঃ আতিক বলেছেন: অসাধারন ছোট গল্প।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আতিক
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১
একলা ফড়িং বলেছেন: ও মা হয়ে আর আমি মামা হয়ে ভালো ছিল!
চারটা গল্পই মজার! আর শেষেরটার সারকাজম লেভেল বেশ হাই!
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭
আমি তুমি আমরা বলেছেন: মা আর মামা'র ব্যাপারটা অনেকের জীবনের গল্প। আর শেষের গল্পটা পুরোই কাল্পনিক। বাস্তবের সাথে কোন মিল নেই
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: পরমানু গল্প নিদারুণ সুন্দর হয়েছে। আমি মুগ্ধ এবং বাকরুদ্ধ। সে জন্য কোন মন্তব্য করতে পারলাম না।,দুঃখিত।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০
আমি তুমি আমরা বলেছেন: 'মন্তব্য করতে পারবেন না' বলে যে মন্তব্যটি করলেন তাতেই আমি আনন্দিত। গল্পপাঠে ধন্যবাদ
৫| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: !!!!
(পরমাণু মন্তব্য)
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১
আমি তুমি আমরা বলেছেন: ধ
পরমাণু প্রতিমন্তব্য
৬| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮
চেংকু প্যাঁক বলেছেন: ++++++++++
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যনাদ চেংকু
৭| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম এবং শেষেরটা বেশি ভাল লেগেছে ।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভ্রাত
৮| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: শূন্যচোখ ভালো হয়েছে।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই। কেমন আছেন?
৯| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪
সুমন কর বলেছেন: এইতো, ভালো। তুমি !
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ্, আমিও ভাল আছি
১০| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,
ভালো হয়েছে ।
আমিও একটা লিখে ফেললুম -
আমি তুমি আমরা, একটি দল অথচ সবাই আলাদা আলাদা ।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪
আমি তুমি আমরা বলেছেন: আমি তুমি আমরা, একটি দল অথচ সবাই আলাদা আলাদা ।
চমতকার
১১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: "তোমাকে ছাড়া বাঁঁচব না"-ও বলছিল।
আজ দশ বছর কেটে গেছে, আমরা দুজনেই বেচে আছি।
ও মা হয়ে, আমি মামা হয়ে!!!
হাহাহা! ভালো লাগল!
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
আমি তুমি আমরা বলেছেন:
১২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
পলষ্টার বলেছেন: .
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬
আমি তুমি আমরা বলেছেন: এই পরমাণু মন্তব্যের মানে ধরতে পারলাম না
১৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
উম্মে সায়মা বলেছেন: পরমানু গল্পগুলো খুব ভালো লাগল।++++
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা
১৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
সোহানী বলেছেন: খালি ভোটকেন্দ্র।তবুও শতভাগ ভোটগ্রহন।অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
সুপার.................
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
আমি তুমি আমরা বলেছেন: কানাডাতে এমন অভিজ্ঞতা হয়েছে নাকি কখনো?
১৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ
১৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: পরমানু তো মগজ হয়ে, পেটে যেয়ে মুখের প্রকাশে ফাটলো
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার বলেছেন। ভাল লাগল।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৪
রায়হানুল এফ রাজ বলেছেন: শেষ গল্পটা অনেক অনেক অনেক সুন্দর হয়েছে।
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: হ্যা, শেষের গল্পটা নিয়েই সবচেয়ে পজেটিভ রেসপন্স পেয়েছি
১৮| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে। আপনাকে দেখে পরমানু গল্প লেখার ইচ্ছে হল।
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার পরমাণু গল্প পড়ার অপেক্ষায় রইলাম
১৯| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই পারমানবিক বিস্ফোরণে ফাটাফাটি
সবগুলিই এপিক
++++++++
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০
আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। আশা করি ভাল আছেন।
২০| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬
আমি তুমি আমরা বলেছেন:
২১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পিলাস লন। আইজকা থিকা পরমানু গল্প লিখা শুরু হইলো বলে..............
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ওকে ভাইজান। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম
২২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮
বিদগ্ধ বলেছেন:
সবগুলোই সুন্দর।
আচ্ছা এরকম লক্ষাধিক পরমাণু গল্প দিয়ে কি একটি বই বের করা যায় না?
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
আমি তুমি আমরা বলেছেন: লক্ষাধিক পরমাণু গল্প???!!!
আমার এই চারটা লিখতে সময় লেগেছে তিন বছর !!!
২৩| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪
ইফতি সৌরভ বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
আমি তুমি আমরা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
আমি তুমি আমরা বলেছেন: প্রথম দুটো গল্প ফেসবুকে লেখা। শেষের দুটো পূর্বে ব্লগে প্রকাশিত।