নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কুইজঃ দুই ও প্রায় দেড় লাখ হিট পাওয়া এই চারটি পোস্ট আর ব্লগারের নাম জানেন কি?

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

কিছু লিখলাম না। শুধু চারটি স্ক্রীনশট দিলাম। বলুন দেখি পোস্ট চারটির নাম এবং এদের লেখক কে?









পোস্ট এবং ব্লগারদের নাম ইন শা আল্লাহ আগামীকাল জানিয়ে দেয়া হবে।
সকলকে ধন্যবাদ। :)

মন্তব্য ৬০ টি রেটিং +০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: পারি না। :(

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫

আমি তুমি আমরা বলেছেন: অপেক্ষা করুন। জবাব আসিতেছে ... ...

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: েউনারা কারা
কাদের পোস্ট

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

আমি তুমি আমরা বলেছেন: উনারা লিজেন্ড। এগুলো লিজেন্ডদেরই পোস্ট।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: জানি না।

আপনি জানিয়ে দেন।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

আমি তুমি আমরা বলেছেন: আমিতো কোন একসময় বলার ইচ্ছা রাখি, ইন শা আল্লাহ।

তার আগে নিজে একবার খোঁজার চেষ্টা করে দেখুন। :)

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

তারেক_মাহমুদ বলেছেন: সামু পাগলা ০০৭

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

আমি তুমি আমরা বলেছেন: সামুপাগলা'র প্রথম আড্ডাঘরের হিট চল্লিশ হাজারের মত। পরের দুটোয় সাতাশ আর বাইশ হাজারের মত। শেষ আড্ডাঘরের হিট আট হাজারের কিছু বেশি।

আমার জানামতে উনার কোন পোস্টের হিট লাখ ছাড়ায় নি।

চেষ্টা করার জন্য ধন্যবাদ :)

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

৫| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কুইজে জিতলে পুরষ্কার কি? :P

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

আমি তুমি আমরা বলেছেন: পুরস্কার নয়, অংশগ্রহণ-ই বড় কথা :P

৬| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: পারলাম না বলতে । :|| আপনিই বলে দিন ।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

আমি তুমি আমরা বলেছেন: জবাব আসিতেছে ...

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খেলুম না। /:)

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

আমি তুমি আমরা বলেছেন: তাইলে ওয়াক ওভার পাইলাম B-))

৮| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

এম আর তালুকদার বলেছেন: বললেই তো জেনে যাবেন, তাই আপনি আগে বলেন। দেখি আপনি জানেন কিনা...

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

আমি তুমি আমরা বলেছেন: না জানলে স্ক্রীনশট পাইছি ক্যামনে???

৯| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

মনিরা সুলতানা বলেছেন: কি দেখিলাম আমি ইহা !!!
আমি আপ্লুত!!
আমাদের কে তথ্যদিয়ে বাধিত করবেন দয়া করে।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

আমি তুমি আমরা বলেছেন: আমার কাছে তথ্য আছে ... B-))

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

১০| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৮ নং রিপ্লাই ফাটাফাটি হইছে। এখন আমি আবার খেলুম। :-P

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

আমি তুমি আমরা বলেছেন:

১১| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

এম আর তালুকদার বলেছেন: এই স্ক্রীনশট পাইছেন কই তাড়াতাড়ি বলেন অন্যথায় রিমান্ডে নিয়া তথ্য উদ্ধার করা হবে।

খেলা হবে !!!

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: রিমান্ডের ডিমান্ড করে লাভ নাই। আমি বড় এডামান্ট, সহজে কারো কমান্ড মানি না ;)

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

আমি তুমি আমরা বলেছেন: জানতে হলে এখানে ক্লিকান।

১২| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অপু তানভীর বলেছেন: দুইটার কথা জানি। তিন নম্বরটা বলতে পারছি না।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫১

আমি তুমি আমরা বলেছেন: হিট দিয়ে বলেন। কুনটার ব্যাপারে আপনার কাছে তথ্য আছে?

দুই লাখ তিন?
এক লাখ সাতাশি?
এক লাখ তেতাল্লিশ?
এক লাখ ঊনিশ?

১৩| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পোস্ট ১৮৮ বার পঠিত, ১২টি মন্তব্য।।

আর ২০৩৯১৩ বার পঠিত হবার পরও মাত্র ১২ টি মন্তব্য। বুঝতে হবে লেখার মান কত ভাল!!!X(

পোগ্রামিং করে একটা পোস্ট বারবার রিলোড করা যায়। তখন পঠিত হবার সংখ্যা হাজার বা লাখ ছাড়িয়ে যেতে পারে। ঘাপলা টা বুঝেছেন???

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

আমি তুমি আমরা বলেছেন: কোন এককালে এই ব্লগে কেউ কেউ অটো রিফ্রেশার ব্যবহার করে "হিট" হওয়ার চেষ্টা করত। ইনারা ওই ক্যাটাগরিতে পড়বেন না বলেই আশা করি।

তবে অনেকের পোস্টেই হিটের তুলনায় মন্তব্য কম থাকে।মন্তব্য সংখ্যা দিয়ে পোস্টের মান বিবেচনা করা যায় না।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: এটা যেই থাকুক রিফ্রেশ বাজ

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: এখানে দুইটা পোস্টের ফেসবুক শেয়ার চল্লিশ হাজারের বেশি। রিফ্রেশবাজ হওয়ার সম্ভাবনা কমই।

১৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: জানিনা।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানতে হলে এখানে ক্লিকান।

১৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১১

শাহিন বিন রফিক বলেছেন: সবগুলো আমার লেখা, বিশ্বাস না করলে কিছুর করার নাই কারণ আমার সব ডকুমেন্ট ইঁদুরে নষ্ট করে দিয়েছে।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

আমি তুমি আমরা বলেছেন: অনলাইন ডকুমেন্ট ইঁদুরে খায় ক্যামনে???!!!

১৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১টা সম্ভবত সাহসী'র পোষ্ট আর ১টা লিটনদা'র..............

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

আমি তুমি আমরা বলেছেন: অর্ধেক হয়েছে। বাকিটা জানার জন্য ক্লিকান এখানে।

১৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৩:৫৮

অপু তানভীর বলেছেন: একটা ব্লগার প্লাবনের কত্তকিছু জানি না সিরিজের একটা পর্ব। আরেকটা জন্ম বিরতি করন পিল নিয়ে। এই দুইটার কথা জানি। এক সময় হিট পোস্ট সংকলন করতাম, তখন জেনেছি।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

আমি তুমি আমরা বলেছেন: অর্ধেক হয়েছে। বাকিটা জানার জন্য ক্লিকান এখানে।

১৯| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক ফাহিম বলেছেন: জানার অপেক্ষায় আছি, আবার কখন আপনার প্রোফাইলে চোখ রাখলে জানতে পারব??

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানার জন্য ক্লিকান এখানে।

২০| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখ রাখলাম।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানার জন্য ক্লিকান এখানে।

২১| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

সিফটিপিন বলেছেন: আপনার স্কীন শট ছাড়াও লক্ষাধিক বার পঠিত আরও দুইটা দিলাম ১। view this link ২। view this link

এবার বলুনতো কোন পোস্টটি সবচেয়ে বেশি প্রিয়তে নেওয়া হয়েছে?

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: লিংকের জন্য অনেক ধন্যবাদ।

আপনার প্রশ্নের জবাব চলে এসেছে। জানার জন্য ক্লিকান এখানে।

২২| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

অপু তানভীর বলেছেন: এই তিন দুইটার খোজ দিলাম
http://www.somewhereinblog.net/blog/plaban2003/30044212

http://www.somewhereinblog.net/blog/nondini/30115496

কিন্তু উপরের দুইটার খোজ দিতে পারছি না !

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানার জন্য ক্লিকান এখানে।

২৩| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮

কামরুননাহার কলি বলেছেন: আমি খেলবো না এই খেলা, খেলা বন্ধ করা হোক। আমি পারিনা তাই কাউকে খেলতেও দিবো না। হুম এই আমি বলে দিলাম।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭

আমি তুমি আমরা বলেছেন: জবাব চলে এসেছে। জানার জন্য ক্লিকান এখানে।

এইবার কিন্তু খেলা হবে।

২৪| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই @ আমারটার লিঙ্ক @সিফটিপিন দিয়েছেন , লাখের কিছু বেশি হবে ।

২৫| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিডি আইডল বলেছেন: আমি...

http://www.somewhereinblog.net/blog/bdidol

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮

আমি তুমি আমরা বলেছেন: পুরো প্রোফাইলের নয়, একক পোস্টের হিট নিয়ে কথা হচ্ছে।

২৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০

সোহানী বলেছেন: বিডি আইডল বলেছেন: আমি...
http://www.somewhereinblog.net/blog/bdidol

আরে না না....... এইটা আমি :P তবে স্বপ্নে............... ;)

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮

আমি তুমি আমরা বলেছেন: :P

২৭| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

অপু তানভীর বলেছেন: বিডি ভাইয়ের থেকেও আমার প্রোফাইল হিট বেশি B-) B-) =p~

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

আমি তুমি আমরা বলেছেন: প্রোফাইল হিট নিয়ে কোন কথা হবে না, একক পোস্টের হিট নিয়ে কথা হবে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.