নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ অসীম শূন্যতার মাঝে (৮ বছর পূর্তি পোস্ট)

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪



একদিন এক গণিতজ্ঞের দেখা হয়ে এক জ্ঞানী লোকের সাথে।
জ্ঞানী জানতে চাইলেন, আপনি কে?
তিনি জবাব দিলেন, আমি একজন বিখ্যাত গণিতজ্ঞ। গণিত নিয়ে গবেষণাই আমার কাজ।
এটুকু বলেই নিজের নানা আবিষ্কারের কথা গর্বভরে বলতে লাগলেন তিনি।
জ্ঞানী ধৈর্য ধরে তার সব কথা শুনলেন। তারপর জানতে চাইলেন, আমার কাছে আপনি কি চান?
-স্রষ্টাকে চিনতে চাই। গণিতবিদ জবাব দিলেন।
-তাই নাকি? আচ্ছা, বলুনতো স্রষ্টা কে?
-আমার মনে হয় স্রষ্টা হচ্ছেন অসীম।
-তাই যদি হয়, তবে আপনি কি?
-অসীম নই, তবে নিজেকে একশ দেবই।
-অসীমের কাছে একশ কত সামান্য। তাই না?
-তা তো বটেই।
-তাহলে এই অসীমের কাছে শূন্যের মূল্য কি?
-কোন মূল্য নেই।
-অথচ যেকোন কিছুকে শূন্য দিয়ে ভাগ করলেই 'অসীম'কে পাওয়া যায়, একশ দিয়ে নয়।





সবাইকে লেট ঈদ মুবারাক।


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪০

ফেনা বলেছেন: হুম.......

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম...

২| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৩| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

৮ বছরের ব্লগিং অভিজ্ঞতা থেকে কিছু লিখলে ভালো হতো; গণিতবিদ এর কাহিনী তেমন কিছু না।

২০ শে জুন, ২০১৮ রাত ৯:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৮ বছরের অভিজ্ঞতা নিয়ে লিখলে অনেক কথা লিখতে হত, সেটা এক পোস্টে কুলানো যেত না, সিরিজ হয়ে যেত।সিরিজ লেখার মত সময় বা ধৈর্য কোনটাই এই মুহূর্তে আমার নেই।

৪| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

লাবণ্য ২ বলেছেন: অভিনন্দন!

২০ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপু :)

৫| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুপ্রিয় ব্লগার।

২০ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আশা করি ভাল আছেন :)

৬| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০০

শায়মা বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা আমার ১০ হবে! :)

২০ শে জুন, ২০১৮ রাত ১০:০১

আমি তুমি আমরা বলেছেন: দশক পূর্তির অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত আমি :)

৭| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৬

সিগন্যাস বলেছেন: ইহা আর এমন কি? তারেক। ভাইয়ের পোষ্টে দেখলাম উনার দাদা ১২০ বছর বেঁচে ছিলেন।সেখানে আট বছর তো..... :) :) :)

২০ শে জুন, ২০১৮ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: ঠিক আছে, আমার নাতির নাতিরে পাসওয়ার্ড দিয়া যামুনে ;)

৮| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:১০

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: অসীম শূন্যতা থেকে ব্লগ লেখাজোখায় একটা বিগব্যাঙ করবেন সেই আশায় থাকলাম I

২০ শে জুন, ২০১৮ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যে লাইক না দিয়ে পারলাম না।

৯| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসীমের পোষ্ট সসীম অষ্টকের স্ক্রীনশট কেনু? ভায়া!
৮কে শুন্যদিয়ে গুন করে চলেন অসীমে চলে যাই :P (আপনার গল্প মতে ) =p~

লেট ঈদ মোবারক :)

২০ শে জুন, ২০১৮ রাত ১০:৩১

আমি তুমি আমরা বলেছেন: ৮কে ০ শূন্য দিয়ে ভাগ করলেই অসীম চলে আসবে।

আপনার কি খবর? ১০বছর হয়ে গেল নাকি?

১০| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:



গণিতজ্ঞ কী তবে জ্ঞানী নয়! গল্পটা লজিকাল। ভাল লেগেছে।

৮ম বছরে পদার্পণে শুভেচ্ছা। আগামী দিনগুলোর জন্য রইলো শুভ কামনা।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:২২

আমি তুমি আমরা বলেছেন: অবশ্যই গণিতজ্ঞও একজন জ্ঞানী ব্যক্তি, তবে তার জ্ঞানটা পার্থিব, আধ্যাত্মিক নয়।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্যও :)

১১| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন ৮ বছর পূর্তিতে। ঈদ মোবারক।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মুবারাক আপনাকেও :)

১২| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক !!
অনেক অনেক শুভেচ্ছা বর্ষপূর্তির!

২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আপু। ঈদ মুবারাক আপনাকেও :)

১৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪

পদ্মপুকুর বলেছেন: বছরপুর্তির পোস্ট হিসেবে আউট অব দ্য বক্স হইছে। শুভকামনা আপনার জন্য।

২১ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ পদ্ম পুকুর :)

১৪| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: আজ একুশে জুন।উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এটা।

দিনটির তেমন কোন আলাদা মহত্ব নাই সার্বজনীন ভাবে।তবে, এ’দিনটি আমার কাছে খুব ভালো লাগে।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: সামুতে আমি এসেছি ১৭ জুন।

১৫| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: বিশাল হিসাব! চিন্তার খোরাক আছে ।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০১

আমি তুমি আমরা বলেছেন: আপনার চিন্তার খোরাক যোগাতে পেরেছি জেনে খুশি হলাম।

১৬| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আট বছর পুর্তি তে অভিনন্দন........

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা :)

১৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:২১

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন আট বছর পূর্তিতে।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ। ভাল থাকুন :)

১৮| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১

কল্পদ্রুম বলেছেন: আট বছর পূর্তিতে অভিনন্দন।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কল্পদ্রুম :)

১৯| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও এগিয়ে যান।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই :)

২০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: কথার নাকি হাত পা আছে
আছে বিষের দাঁত,
মারার চেয়ে দ্বিগণ লাগে
সেই কথার আঘাত।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০৫

আমি তুমি আমরা বলেছেন: লাইনগুলো ভাল লেগেছে। তবে এই মন্তব্যের প্রেক্ষাপট বুঝতে পারলাম না।

২১| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

শামচুল হক বলেছেন: অভিনন্দন

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

২২| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সোহানী বলেছেন: ৮ বছরের পোস্ট মাত্র ৩ লাইন কেন??? সব কিছু জানতে চাই.... শুরু, পথচলা, অভিমান..................

অভিনন্দন, থাকুন আমাদের সাথে আরো অনেক অনেক বছর।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: একটাই কারণ- অলসতা।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০১

লিট্রিমিসটিক বলেছেন: অভিনন্দন। চালিয়ে যান। :)

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

২৪| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: ৮ বছরের শুভেচ্ছা।

আপনার সেই সময়কার ব্লগারদের কথা মনে পড়ে?

তাদের নিয়ে লিখুন।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

অনেকের কথাই মনে আছে। নতুন যখন এসেছিলাম, তখন যাদের লিজেন্ড ভাবা হত, তাদের কথা ভুলি কি করে? অনেক কথাই লিখতে ইচ্ছা করে, অলসতা-সেন্সরশীপ-ব্যক্তিজীবনে ব্যস্ততা নানান কারণে আর শেষ পর্যন্ত লেখা হয় না। লিখব হয়ত, কোন একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.