নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

বীর বাংগালি জোরসে বল, Still believe in YOU

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫



কইছি হাচা,
মারতে ফিরে এসেছি তোমাদের াছা।
পেতে দাও লাইন ধরে,
মারব পরান ভরে... ।

পালিয়ে যাব চুরি করে,
পাবে না'ক খুঁজে।
বীর বাংগালি গালি দেবে,
রেগুওলেটরকে কে চোখ বুজে।

তা-ই নিয়ে শত ভিডিও,
কোটি হবে তার ভিউ।
বীর বাংগালি জোরসে বল,
Still believe in YOU.

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উনি কি সত্যিই ফিরে এসেছেন? যারা জিনিস পান নাই, তারা কি এবার পাবেন?

যাই হোক, আপনিও ফিরে এলেন অনেকদিন পর। শুভ প্রত্যাবর্তন :)

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: শুধু ফিরে এসেছেন-বললে কম বলা হয়। একবারে রাজকীয় প্রত্যাবর্তন যাকে বলে। নতুন করে আবার ক্যাম্পেইন শুরু করেছেন, নতুন অর্ডারের চাপে উনাদের সার্ভার ক্র‍্যাশ করছে। এই ভিডিওটা দেখুন:

https://fb.watch/phinKxD0Dr/?mibextid=Nif5oz

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৬

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, প্রায় নয়-দশ মাস পর ফিরে এলাম। ব্লগ জীবনে এত লম্বা বিরতি কখনো দেইনি। আমার ধারণা ছিল কেউ নোটিশ করবে না। আপনি করেছেন, আপ্লুত হলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সোনাবীজ :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

করুণাধারা বলেছেন: ছবিটা দেখার আগে কবিতাটা বুঝতেই পারিনি!! ভালো লাগলো কবিতা।

এই বছরে কয়টা পোস্ট দিলেন?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম প্রিয় করুণাধারা।

বছরওয়ারী হিসেব করলে ব্লগ লাইফে এবাররই সবচেয়ে কম পোস্ট দেয়া হয়েছে। পুরো বছরে এই পোস্টসহ তিনটি। কেন জেন নতুন পোস্ট দেওয়ার আগ্রহ পাই না। অফলাইনে মাঝে মাঝে পড়ি, তবে একটু কষ্ট করে মন্তব্যও করতে ইচ্ছা হয় না। বুড়িয়ে যাচ্ছি, হয়ত নিজেকে তা-ই গুটিয়ে নিচ্ছি :(

শুভকামনা রইল প্রিয় ব্লগার :)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:


ইভ্যালী এ্যামাজন হতে চলেছে?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: ইভ্যালী হয়ত এমাজন হবে, তবে হলেও তা ই-কমার্স নয়, হবে জঙ্গল।

আর জঙ্গলে কোন আইন চলে না :(

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: চেষ্টা করবেন সুন্দর শব্দ ব্যবহার করতে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

আমি তুমি আমরা বলেছেন: 'সুন্দর' শব্দের সংজ্ঞা কি?

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

অচেনা রাজ্যের রাজা বলেছেন: B:-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.