![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিন্দীতে কথা বলতে চাই,
আমি হিন্দী গান গাইতে চাই,
আমি ইংলিশে কথা বলব
আমি উদ্দুতে কথা বলতে চাই
আমার এই মন হিন্দী ভাষায়,,
কথা বলতে চায় ।
বাবা তোমার জম্ম নয়,,,
হিন্দী ভাষার জন্য,,,,
তোমার জম্ম বাংলাদেশে,,,,,
তুমি একজন বাংঙ্গালী ছেলে,,,,,,
একেবারে এই কথা দিওনা হেসে ফেলে।
তোমার সবকিছু এই বাংলার মাটিতে,,
তোমার মুখে বলা শুরুর কথা তাই বাংলাতে,,,
তোমার শেষ কথাতাউ বাংলাতে,,,,
এক বিন্দু ভেজাল নাই তাতে ।
তোমার সব কিছুই এ মাটিতে,,
তাই শক্ত করে ধরে নেউ,,,
বাংলা লেখাকে তোমার হাতে।
তুমি কি ভুলে গেলে
ভাষা আন্দলোনের সে কথা
শহীদ হয়েছিলেন ,সালাম,বরকত,রফিক,
আর কত শত,,
সব থেকে প্রিয় ছিল তাদের কাছে,,,
ভাষা তথারত ।
তুমি জম্ম নিয়েছ যে মায়ের গর্ভে,
সেউ এক জন বাংঙ্গালী নারী,,
আমি জম্ম নিয়েছি যে মায়ের গর্ভে,,,
সেউ একজন বাংঙ্গালী নারী ।
তোমার দাদী মা, তোমার নানী মা,
তারাউ ছিলেন বাংঙ্গালী নারী,,
তাই তাদের বলা বাংলা কথাকে,
মোরা কেউই অপমান নাই করতে পারি ।
মোরা সকলে মনে প্রানে বাংঙ্গালী,,
তাই চল বাংলাতেই কথা বলি ।
©somewhere in net ltd.