![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনতা আমার একটি অচল পয়সা
তাই মনে নাই কোন রং তামাশা ।
সবই হল তোমার তরে
কেন যে কথা দিয়ে ছিলাম তোমাকে
তোমার হাতটি ধরে ।
আমি রেখেছি আমার কথা
তুমি রাখনী তোমার কথা
সে হল তোমার ব্যথর্তা ।
জানি তুমি পারবে ভুলীতে
আমি পারবনা
তাই তোমার আমার ছবি গুল
থাকবে আঁকা সৃত্বীর রংতুলিতে।
বেপরোয়া হয়ে যায় মনটি যখন
একা একা বসে ভাবি তোমার কথা তখন।
তুমি এক সময় ছিলে আপন
এখন হয়ে গেছ পর
এ কথা ভেবেও দুঃ পায় না
আমার এই মন ।
ওগো প্রিয়তমা একদিন
তোমায় ভাল বেসেছি যখন
ভাল বেসেই যাব সারাটি জীবন ।
আইলাভ তুমি আমার জান
তুমি আমার প্রাণ ।
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭
কালের সময় বলেছেন: শুভেচ্ছা রইল
২| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
মামুন ইসলাম বলেছেন: ভাল লেগেছে +
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩
কালের সময় বলেছেন: শুভেচ্ছা থাকল
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০১
মৃদুল শ্রাবন বলেছেন: ব্লগে স্বাগতম। লিখে চলুন নিরন্তর।