![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই দেশটির নাম বাংলাদেশ । এই দেশের ভাষা বাংলা
আর এই বাংলা ভাষাকে মায়ের ভাষা রুপে রুপান্ত্রীত করার জন্য ও বাংলা ভাষা কে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া এবং বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা করার জন্য শহীদ হওয়ার কথা আমাদের এ সময়ের আমরা নতুন প্রজম্ম্যের ছেলে মেয়ে যারা তারা সকলে কম আর বেশি যানি । বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা করার জন্য শহীদ হয়েছেন ,সালাম, জব্বার, রফিক, বরকত,আর শতশত মায়ের সন্তানরা । এই ভাষা আন্দোলনের ইতিহাসআমাদের সকলের কম আর বেশি যানা আছে । প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল খুব দ্রুতভাবে এবং তা সম্পূন্য ছিল অপরিকল্পিতভাবে । ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করেন এবং এক রাত্রির মধ্যে তা সম্পন্ন করা হয় । এবং এই সংবাদটি প্রথম কাগজে বাহির করেন ততকালীন সংবাদ পত্র দৈনিক আজাদ পত্রিকায় । পত্রিকায় ,শহীদ বীরের স্মৃতিতে,শিরোনামে ছাপা হয় শহীদ মিনারের প্রথম সংবাদ । এত ঘটনার পরে এখন আমাদের এই ভাষার উপরে এখন অত্যাচার চালান হয় কি ভাবে সেই ব্যপারটা মাঝে মধ্যে আমার মাথায় ডুকে না হয়ত বা আমার মাথায় বুদ্ধি বা মগজ কম তাই ডুকে না । কিন্তু এ দেশের বুদ্ধিজীবী যারা তাদের মাথায়ত আর আমার মত কম বুদ্ধি বা কম মগজ না তাহলে তারা কি করে পারেন সইতে এরকম কর্ম কান্ড । বাংলাদেশে রাজনীতির কোন সমস্যা হলেই আগেই চাপ এসে পরে কোন সাংবাদিক বা ব্লগারের ও ভিবিন্ন মিডিয়ার উপরে । কেন এক জন সাংবাদিক বা ব্লাগারকি
ভাষা সৈনিক হতে পারে না আমার মতে সেউ একজন ভাষা সৈনিক কারন একজন সাংবাদিক ও ব্লগারে বাংলা রচিত লেখা
এখন পৃথিবীর সব দেশে চলে যাচ্ছে ।
আর আজ এই দেশের কিছু অসাধু লোকের ও রাজনীতি বিধদেজন্য মরতে হচ্ছে কোন সাংবাদিক নয়ত বা কোন ব্লগার কে । যদি মাতৃ ভাষায় লেখার কারনে ,,সাগর ,,রুনির মত সাংবাদিকদের বা কোন ব্লগার দের জীবন দিতে হয় যদি মনের কষ্ট ব্যথা মুক্ত মতে স্বাধীন ভাবে কোন ব্লগ প্লটফরমে বা সংবাদ কাগজে ও কোন টেলিভিশনে প্রচার নাই করতে পারে তাহলে
কি দরকার ছিল শত শত মায়ের সন্তানদে ভাষা আন্দলোন করার
কি দরকার ছিল স্বাধীনতা হাজার মায়ের সন্তানদের রক্ত দেওয়ার ।
আমার কথার সঠিক জবাব আছে কার কাছে থাকলে যানাবেন ।
দেশের সকল স্থরের রাজনীতিবিধ ও অসাধু লোক আছেন যারা তাদের কাছে একটি অনুরোধ করছি বন্ধ করুন নিঃ ভাবে এসব সাংবাদিক ও ব্লগার হত্যা ।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু মন্তব্যের জন্য ।
২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৯
কালের সময় বলেছেন: ব্লগার ও সাংবাধিকদের জীবনের কোন মূল্য নাই আমাদের দেশে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭
আরজু পনি বলেছেন: