![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার জন্য যেতে পারি স্বর্গে,
তাহার জন্যই নরকে ।
তাহার তরেই কোন পাপ,
আবার তাহার তরেই কোন পূর্ণ,
হয়ত বা হতে পারে জীবন শূন্য ।
কেউ কি জানে না সেইত আমার আপন
আবার হতে পারে পর,
তাহার তরে বাধলেও নাও বাধতে পারি সুখের ঘর ।
কে বলেছে প্রেম নাই
যেখানে যাই সেখানেই প্রেম পাই ।
প্রেম যে ধরা খাইছে
শধুই কি আমার কাছে ।
জীবনতা যে ছুটেছে উড় বনে,
নাকী প্রেম সেখানে সে মৌবনে,
তবুত ফিরে আসবে না সে নব যৌবনে ।
তাই গুরে আসতে পারে না নৌযানে,,
ফিরবে না আর সে কোন জীবনে ,
যৌবনে যে মৌবনে ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
মামুন ইসলাম বলেছেন:
জীবনতা যে ছুটেছে উড় বনে,
নাকী প্রেম সেখানে সে মৌবনে,
তবুত ফিরে আসবে না সে নব যৌবনে ।
তাই গুরে আসতে পারে না নৌযানে,,
ফিরবে না আর সে কোন জীবনে ,
যৌবনে যে মৌবনে ।