![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধরে ঝরছে বৃষ্টি ,,
তবু সরানো যাবে না দৃষ্টি ।
যদি হয় একটু কষ্ট ,,
হোক না হোলে একটু সময় নষ্ট ।
বুজতে পারবে আজকে ,,
জীবন কত অপষ্ট ।
নেই ক্ষনক ক্ষয়
আছে যার মনক জয় ,,
তাকেইত জীবন কয়।।
আজ না হয় কাঁদবে
কাল না হয় আবার হাঁসবে
তবুকি তুমি নয় পিছনে ফিরবে ।
তার যে দেহ নয়
তার অর্থ নয়
তার মনকে কর জয়
তবে যে তোমায় দিবে সব অভয় ।
©somewhere in net ltd.