নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

হেলেছে নিলয় আঁকে

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

অরন্যের ফাকে ফাকে

গহীন বাঁকে বাঁকে।

হেলেছে নিলয় আঁকে।।

সে যে নিকুল অনুভূমিতে

আগুন নয় পৌষ নয়

টলছে আষাঢ়ের বেলা

এক কুন্জ মেলা ।

অচিরে ঝরবে মুক্তার কণা

লাল,হলুদ,বেগুনী,সাত সবুজের গেথেছে মালা

অফুর্নত লাগছে চালা।

তবু ধরীতে নাহ মানা

বয়ে চলছে মধুর লালতা

কে যেন পাশ্বে এসেছে

তার কদমে লেগেছে আলতা ।



মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর !! খুবই ভাল লেগছে। কবির জন্য শুভকামনা রইল

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

কালের সময় বলেছেন: আপা প্রথমে সালাম নিবেন এবং আসা করি মহান আল্লাহুর অশেষ মেহেরবানীতে ভাল আছেন । আপু কবিটা সুন্দর হয়েছে কি না আমি যানি না তবে আপনাদে মত বড় লেখকদের মন্তব্য পেয়ে ও অনুপ্রেনা পেয়ে আন্তরীক ভাবে খুশি হয়েছি ও কৃতজ্ঞতা থাকলাম ও দোয়া করিবেন এভাবে সবসময় আপনাদের অনুপ্রেনা যেন পাই।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

মামুন ইসলাম বলেছেন: বাহারে কি লেখনী কবি শুভকামনা থাকল ।
লেখে চলুন নিরঅন্তর ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই । ভাল থাকুন সবসময়

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

কালের সময় বলেছেন: আমি অনেক অনুপ্রেনা পেলাম সেলিম ভাইয়া আপনাকে আমার ব্লগে পেয়ে এবং আপনার দেওয়া প্লাস পেয়ে আন্তরীক ভাবে কৃতজ্ঞ থাকলাম। শুভকামনা থাকলো

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৩

কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন কর দাদা খুশি হোলাম

৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৩

এমএম মিন্টু বলেছেন: সুন্দর কবিটা ভাল লাগলো পড়ে

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৫

কালের সময় বলেছেন: ধন্যবাদ এম এম মিন্টু ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.