![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারত আমি ছারা আরত কেহ আপন নাই,,
তোমাদের ছেরে বল এখন কোথায় যাই ।
তোমাদের মায়ামমতায় পরে আছি এই ভবপুরে ,,,
না হয় চলেযেতাম অনেক আগে অনেক দূরে ।
চাইনা আর জীবনের পিছু ,,,
অনতীম করে দিতেচাই সব কিছু ।
মনে ছিল না আগে ভালবাসলে এখন পেতে হয় ছলনা
তবুও মন মানে না কি করি বলনা ।
প্রতি দিন ভোরে হোতে চেয়েছি তোমার সকালের আকাশ,,
চেয়েছি সকালের সূর্য হোতে ,,
চেয়েছি তোমায় এক নজর দেখতে ।
তুমি যে প্রতিদিন প্রতিক্ষন ,,
থাক শুধু আমার পাশ্বে সারাক্ষন ।
ভাল বাসায় নাই কোন মুল্য ভোদ,,
আছে শুধু দুংখ ভরা বেদনা আর চোট।
আঘাতে আঘাতে জীবন হলো ঘানী,,
সেই দুংখের নাই শেষ জানি ।
পোড়া কপাল
শুধু খেয়ে যায় চোপাল।
যতই দুংখ বেদনায় থাকুক জীবন,,
সর্ব শেষ আমি আমারই এখন ।
©somewhere in net ltd.