|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  কলকারখানায়  যারা শ্রমের মাধ্যেমে জীবিকা নির্বাহ করি তারাই শ্রমিক। বাংলাদেশের বড় শিল্প প্রতিস্থান হোল গারমেনর্স  বা পোষাক শিল্প । বাংলাদেশে বৈদেশীক অর্থের প্রধান উৎষহ হচ্ছে পোষাক কারখানা । আর এই পোষাক কারখানা গুলোতে শ্রমদিচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশের শ্রমিক ।
কলকারখানায়  যারা শ্রমের মাধ্যেমে জীবিকা নির্বাহ করি তারাই শ্রমিক। বাংলাদেশের বড় শিল্প প্রতিস্থান হোল গারমেনর্স  বা পোষাক শিল্প । বাংলাদেশে বৈদেশীক অর্থের প্রধান উৎষহ হচ্ছে পোষাক কারখানা । আর এই পোষাক কারখানা গুলোতে শ্রমদিচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশের শ্রমিক ।
বাংলাদেশের উন্নয়নের প্রধান ভূমিকা ও অনেক  অবদান আছে বাংলাদেশের শ্রমিকদের । শহরে কল -কারখানার শ্রমিক। গ্রামে কৃষক খেতমজুর ও মৌসুমি কৃষশ্রমিক ।
এ ছাড়া আর রয়েছে কামার,কুমার,জেলে ,,মাঝি,তাঁতি, ও পরিবহন নানান কাজে নিয়োজিত কয়েক লক্ষ,লক্ষ,শ্রমিক ।
এক কথায় সর্ব বাংলাদেশ তা বেঁচে আছে শুধু মাত্র শ্রমিকদের শ্রমের কারনে । অথচ এরাই এ দেশের মাটির বুকে সব থেকে বেশি দারিদ্র  অবহেলী ও  বঞ্চনা এবং লানঞ্চানায় শিকার হচ্ছেন।
বাংলাদেশে আমরা যারা সাধারন শ্রমিক আছি তাদের দিকে আসলে কারো নজর দেওয়ার মতো সময় নাই তাই আমাদের সময় আজ বড় নির্মম ।  এই সাধারন  খেতে  খাওয়া দিন মজুর
মানুষ গুলোর দিকে একবার ফিরে তাকান । নয়ত বা একদিন সব ধংস হয়ে যাবে । এক কথায় বাংলাদেশের অগ্রগতি বা উন্নয়নের সার্থে খেতে খাওয়া দিন মজুর মানুষ গুলোকে শ্রমিক মর্যাদা ও অগ্র 
অধিকার দিতে হবে । তাদের দক্ষতাকে পূর্ন বৃদ্ধি করতে হবে ।
  জাতিয় শ্রম উন্নয়ন বোর্ডের কাছে আমাদের সাধারন খেতে খাওয়া দিন মজুর মানুষ গুলোর এতাই আসা ও দাবী থাকবে ।
      
এর অন্যায় কি কেও বলতে পারেন পারেন না এর অন্যায় একটাই 
সে একজন সাধারন শ্রমিক যখন নিজের ঘামে শরীল ভেজান ভেতনের দাবী করে তখনই এদের এভাবে লাঞ্চিত কখন বা এভাবে পুলিশের আঘাত পেতে হয় । এরা কিনতু এ দেশেরই নাগরীক ও শ্রমিক কে নিবে এদের দায়বার প্রশ্নটা আপনাদের কাছে।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ৩০ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:০৪
৩০ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:০৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই মূল্যবান মন্তব্যের জন্য
২|  ১৮ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:৩৩
১৮ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:৩৩
খেলাঘর বলেছেন: 
বাংলার মানুষের মুক্তির জনত ১৯৭১ সালে যুদ্ধ করে পাকীদের পরাজিত করেছিলাম; আজ কিছু বাংগালীর কাছে আমরা পরাজিত হয়েছি।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৩
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৩
কালের সময় বলেছেন: সহমত
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৪
২৭ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৪
ইমরান আশফাক বলেছেন: সাধারন শ্রমিকেরা চিরকাল নির্যাতিত। রাস্ট্রীয়ভাবে তাদের জন্য উপযুক্ত আইন তৈরী করে দিতে হবে যেন তারা যথোপযুক্ত প্রটেকশন পায়।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৪
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৪
কালের সময় বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ২:৩৮
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ২:৩৮
মামুন ইসলাম বলেছেন: মহাদয় কৃতপক্ষের কাছে আমাদের দাবী থাকবে সাধারন স্রমিক গুলোর দিকে ফিরে তাকান ।