![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প চার গোয়েন্দার অনুসন্ধান প্রথম অংশ
সালককে দেখে বিমুল দার খুশি দেখে কে যদি সালক তারপরেও তারা আগের সম্পর্কতেই চলে । বিমুল দা বিয়ের আগে তার শালকের সাথে সম্পর্ক ছিল বন্ধুত । বিমুল দা আর বিরেন দার মধ্যে বন্ধুত্য সম্পর্কতাই আসতে আসতে তাদের কে আপন সম্পর্কে বেধে ফেলে ।
বিমুল দা সালকের সাথে আমাকে ও মিষ্টার শ্যামকে পরিচয় করিয়ে দিলেন । রাতের ডিনার পর্ব শেষ করলাম ।
বিমুল দা বল্ল ওষেক সারা রাত জেগে থাকতে হবে তাই ওখানে সামান্য চা বা কফি এবং হালকা নাষ্টা ব্যবস্থা থাকলে ভালো হোত
কিনতু এত রাতে ওখানে চা করে দিবে কে আর আমি খুব ভালো চা করতে পারতাম তাই বিমুল দা এই রাতের চা ও কফির এবং হালকা মাঝ রাতের ব্রেক ফাস্টের দায়ত্বতা আমাকে দিয়ে দিলেন ।
আমি চটফট চলে গেলাম এই এরেজমেন্টের জন্য ।
বিপুল দা আর ড. শ্যাম তারা দুজনে মীলে আমাদের সারা রাতের অপরেশনে যা যা লাগবে তা রেডি করলেন ।
এর মধ্যে বিরেন দা এসে বিমুল দাকে জিজ্ঞেস করলেন জামাই বাবু কি আজ রাতে কোন অপরেশ নে যাচ্ছেন । হ্যারে বিরেন একটা অপরেশন নিয়ে আজ কয়েক দিন ধরে সি আই ডি অফিসার লুকলা সাহেবে অসুস্থ থাকায় তার একটি মামলা মানে সূভল দাসের হর্তার রহস্য মামলা টা আমার হাতে তুলে দেওয়া হয়েছে আর সে জন্য আজ কয়েক দিন যাবর্ত বিশানায় পযন্ত সময় দিতে পারছি না তাই আজ চিন্তে করলাম আজ আমরা তিন জন সারা রাত সূভল দাসের হর্তার রহস্য খোজার জন্য তার বাড়িতে একটি তদন্ত চালাবো । বেশত জামাই বাবু তাহোলে আমিও তোমাদের সাথে যাবো কি বলিছ তুই যাবি তাহোলেত ভালোই হবে ওহে ওষেক অার মিষ্টার শ্যাম ভালোই হোলো আরেক জন যোগ হোলো আমার সাথে । ওষেক বলে উঠলো জি স্যার আরেক জন মানে বুঝলাম না আরে বিরেন যাবে আমাদের সাথে ওষেক বললো তাহোলে ভালোই হবে স্যার চার জন সারা রাত জমবে ভালো ।
মিষ্টার ততক্ষনে আমাদের যাওয়ার যাবতীয় ব্যবস্থা করে ফেলেছেন । তখন রাত নয়টা বাজে চারজন বেরিয়ে পরলাম সুভল দাসের বাড়ির উদ্দেছে ।
বিপুল দার বাড়ি থেকে সূভল দাসের বাড়িতে যেতে প্রায় এক ঘন্টার রাষ্টা । বিপুল দা গাড়ীর স্টাটিংঙ্গে তার পাশ্বের সীতে আমি আর মিষ্টার শ্যাম আমরা দুজনে গাড়ীর পিছনের দিকতায় যে দুটো সীত তাতে গাড়ী চলতেছে হঠাৎ মাঝ রাষ্টায় বিরেন দার চোখে একটি মদের দোকান পরলো বিরেন দা বিপুল দাকে বললেন একটু গাড়ীটা থামাতে বিপুল দা গাড়ী থামালেন বিরেন দা সেই মদের দোকন থেকে দুই বোতল মদ
কিনলেন আবার বিপুল দা গাড়ী চালানো শুরু করলেন এবার সরাসরি সুভল দাসের বাড়ির সামনে নিয়ে গাড়ী রাখলেন ।
চলতে থাকবে
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ সাইফুদ্দিন আযাদ ভাই পাঠে
আসা করছি আগামি পর্বে শেষ করবো ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪
মামুন ইসলাম বলেছেন: ভাল হয়েছে পরের পর্বের অপেক্ষায় থাকলাম
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১০
কালের সময় বলেছেন: ধন্যবাদ নিবেন মামুল ইসলাম ভাই
আসা করছি খুব শিগ্রই পেয়ে যাবেন
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩১
এমএম মিন্টু বলেছেন: ভালোই হয়েছে চালিয়ে যান
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই আপনার কাছে ভালো লাগার কথা শুনে খুশি হোলাম
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
সাইফুদ্দিন আযাদ বলেছেন: ভালো লাগল তবে সব পর্ব একসাথে পেলে আরো মজা হয়ে উঠত! চালিয়ে যান....