|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমাদের মাঝে এ রকম অনেকেই আছে যারা খুব অল্প সময়ের বলতে অল্প বয়সে বুড়ো বা বুড়ি হয়ে যায় । তারা মনে করেন ছেলে মেয়ে হয়েছে আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হচ্ছে আমরাও বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি কি হবে আর শরীর চর্চা করে ।

আসলে এটা আমার মতে তাদের পুরোই ভুল ধারনা কেননা বয়স হবেই তাই বলে ভাই বুড়ো বুড়ি হওয়ার আগেই বুড়ো বুড়ি সাজা বা নিজেকে বুড়ো বুড়ি বানিয়ে ফেলা ।
বিশেষ  করে এবেপারটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে যেমন কিছু মেয়ে আছেন যারা বিবাহ হয়ে গেলে মনে করেন বিবাহ হয়ে গেছে এখন আর সুন্দরর্য ধরে রেখে কি হবে ।

যার কারনে তারা  বিয়ে হয়ে গেলে অল্প বয়েছেই তারা নিজেদের শরীর ও রুপচর্চা বাদ দিয়ে পুরো পুরি বুড়ি সেঁজে বসে থাকেন।
এটা  ঠিক আছে আমাদের বয়স বাড়বে আর বয়সের সাথে সাথে অনেক বেশি বেশি দায়ত্বও বেড়ে যাবে তাই বলে নিজেকে অবহেলিত করে পিছনে ফেলে রাখা যাবে না ।

 
 
তারা এক সময় যা ছিলেন এখন দেখলে তেমনটাই মনে হয় ।
হয়ত বা শুধু তাদের বয়স বেড়েছে ।
কিন্তু বয়সের সাথে ও কর্ম ব্যস্ততার সাথে সাথে তাদের মত সকলকেই নিজের শরীর ও রুপ চর্চা ধরে রাখতে হবে ।
 অনেক সময় এমন দেখা যায় অনেকে বয়স হওয়ার আগেই 
নিজেকে আর বেশি বয়স্ক করে তুলেন  । 

 
 
আমাদের অনেকের এক সময়ের প্রিয় অভিনেত্রী ও প্রিয় মডেল তারকা মৌ আপু এখনো দেখলে মনে হয়না আপুর বয়স হয়েছে ।
মনে হয় মৌ আপু এখন সেই আগের বয়সেই আছে ।
আসলে শরীরের ও রুপ চর্চার বিষয়টা পুরো পুরিই নিজের কাছে এখানে বয়সে কিছু আছে যায় না ।  
তাই আমার মতে যা বুঝি তা হলো নিজের তরুন্যকে নিজেকেই ধরে রাখতে হবে ।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
কালের সময় বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম।
২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
মঞ্জু রানী সরকার বলেছেন: যতার্থ লেখা হয়েছে
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩০
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৩|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:১৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ৮:১৭
কালীদাস বলেছেন: ছেলেদের কারও ছবি নেই কেন? আচ্ছা, আমিই দিয়ে গেলাম 

  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩২
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩২
কালের সময় বলেছেন: ধন্যবাদ লাইনে থাকুন পরের পোষ্টে আবার ছেলেগো ছবি দিমুনি ।
৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৪৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৪৪
আবু শাকিল বলেছেন: ছবির মেয়েগুলা কি বিবাহিত 
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৩
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৩
কালের সময় বলেছেন: না এখন হয়নি ভাই আপনার অপেক্ষায় অনেক আগ্রহ নিয়ে তারা বসে আছে আপনার আসায় ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
০৪ ঠা জানুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৬
প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট