নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

পিকে মুভি দেখে নিন অনেক ভালো একটা হিন্দি মুভি

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১



যারা এখন পিকে মুভি দেখন নাই তারা এবং যাদের পিকে মুভির দেখা প্রয়োজন মনে করেন তারা দেখে নিন ২০১৪ সালের আমিন খানের হিন্দি মুভি পিকে ।

আমি মূলত বলতে গেলে হিন্দি ছবি একবারে কমই দেখি ।

কিন্তু কেন যেন আমিন খানের এই হিন্দি ছবি পিকে এপযন্ত চারবার দেখলাম ।

বুঝতে পারলাম না ।

তাই আমি জানি সবাই কম আর বেশি দেখে ফেলেছেন তার পরেও যারা দেখেন নাই ভাই তাদের জন্য শেয়ার । একবার হলেও দেখার অনুরোধ থাকলো সবার কাছে । এখানে ইউটিভে না দেখতে পেলে আরেকটা লিং দিলাম ঐ লিংটি কপি করে আপনার ব্রাউজারে নিয়ে পেষ্ট করে তার পরে কিবোর্ডের ইন্টার বাটনে চাপ দিন তাহলে দেখতে পাবেন ।এই মুভিতে

আমিন খানের যে অভিনয় তাতে তাকে অভিনয়ের কিং এবং এ মুভিটির জন্য আমিন খানকে অবশ্যই পুরুষ্কার দেওয়া উচিত ।



নিন এখানে ক্লিক করে না হয় হিন্দি মুভিটি দেখে নিন।







একদম নিচে যে মুভিটি দেখছেন এটা একটি চাইনিজ মুভি খুব ভালো একটা মুভি । এই মুভিটি মুক্তি পেয়েছে ২০১৫ সালের শুরুতে ।অবশ্য চাইনিজ মুভিতো তাই এই মুভিটির ভাষা বুঝি নাই । কিন্তু মুভি দেখে অনেক ভালো লাগলো । আপনেরাও দেখুন মজা পাইবেন আসাকরি ।



মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

বাড্ডা ঢাকা বলেছেন: ++++

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

কালের সময় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.