নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

এক ষোগে দুই বাংলায় মুক্তি পেয়েছে মাহির ছবি ,,রোমিও বনাম জুলিয়েট,,

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১



একযোগে দুই বাংলায় মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত রোমিও বনাম জুলিয়েট'। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার পরিচালক অশোক পাতি ও বাংলাদেশের আবদুল আজিজ। জানা গেছে বাংলাদেশ এবং ভারতের প্রায় তিনশত প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পেয়েছে। মূলত প্রেমের গল্প নিয়ে এই ছবির কাহিনী তৈরি হয়েছে। কলকাতা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বিভিন্ন জায়গাায় এর শুটিং হয়েছে। কলকাতার এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়ক অঙ্কুশ। এছাড়াও আরো যারা অভিনয় করেছেন তারা হলেন ,,আলীরাজ,, কাবিলা,, তানভির,, তুলিকা বসু,, সুপ্রিয় দত্ত, পার্থ সারথী আর অনেকে। ছবিটির গানের গীতিকার হলেন প্রিয় চট্টোপাধ্যায়,, প্রসেন,, স্যাভি এবং আবদুল আজিজ। গানের সুরকার এবং সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ।এই ছবিটি গানে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন অরিন্দম চক্রবর্তী,, আকাশ,, সাদাব হাশমি,, জুবেন গার্গ এবং নেহা কাক্কর। এক পর্যায় ছবিটির প্রসঙ্গে মাহিয়া মাহি বললেন বর্তমানে আমাদের চারদিকে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তাই কিছুটা ঝুঁকি নিয়েই বাংলাদেশে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। তারপরও আশা করছি ছবিটি দুই বাংলার দর্শকদের মধ্যেই সাড়া ফেলবে।'

রোমিও বনাম জুলিয়েট'র মাধ্যমেই প্রথমবার দেশের বাইরে মাহির কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাই বিষয়টি নিয়ে দারুণ খোশ মেজাজে আছেন তিনি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

এমএম মিন্টু বলেছেন: বেশতো ভাই আমাদের দেশের অভিনেত্রীরা অনেক দূর এগিয়ে গেছেন । :) B-) ;)

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

কালের সময় বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

ছ্যাকামাইছিন বলেছেন: মাহি কোন অভিনয়ই জানে না । ওর অভিনয় দেখার চাইতে বিটিভি দেখা ভাল

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

কালের সময় বলেছেন: হুম তাইতো.........

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

শাহরীয়ার সুজন বলেছেন: ছ্যাকামাইছিনবলেছেন: মাহি কোন অভিনয়ই জানে না । ওর অভিনয় দেখার চাইতে বিটিভি দেখা ভাল =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

কালের সময় বলেছেন: আসলে ঠিকি বলেছে বাংলাদেশের সব হোল আটার বস্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.