![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে কি এমএম মিন্টুর ব্লগটি ব্যান করে দিলেন কৃতপক্ষ ।
বিষয়টি জানতে চেয়ে পোষ্টটি লেখতে বললেন ছোট ভাই এম মিন্টু ।
তাই লেখা কৃতপক্ষ কি একটু বলবেন যে আসলে কি এম মিন্টুকে একবারে ব্যান করলেন নাকি সাময়িক ব্যন । যদি তাকে সাময়িক ব্যন করে থাকেন তাহলে কৃতপক্ষের কাছে এম মিন্টু অনুরোধ করেছে তার ব্লগটি ব্যনমুক্ত করে দেওয়ার জন্য ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমনকর ভাই আমিও আপনার সাথে সহমত । আর সে ক্ষেত্রে মিন্টুযে ভুল করেছে তা সে বুঝতে পেরেছে তাই সে নিজেও চেষ্টা করেছিলো ব্লগে ডুকে পোষ্টটি মুছে ফেলার জন্য ।
কিন্টু সে দেখে তাকে ব্যান করেছে তাই সে আমর মাধ্যমে কৃতপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে তাকে যেন কৃতপক্ষ ব্যন মুক্ত করে ব্লগে নতুন করে লেখার সুযোগ দেন এবং সে পোষ্টটি মুছার সুযোগ দেন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
দিশেহারা আমি বলেছেন: উনার শেষ লেখাতে মডুরা বিরক্ত ।এমনকি ব্লগমাতা জানা ম্যাডামও। তাই এই দশা।
আমার নিজস্ব ধারনা- লেখক শুধু ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষকে সাবধান করতে চেয়েছেন।
ব্লগ কর্তৃপক্ষকে শুধু এতটুকু বলতে চাই- বহুবছর ধরে বহুবার সামুকে হ্যাক হতে দেখেছি,কিন্তু কাওকে দেখেনি ব্লগে পোস্ট দিয়ে, তারপর হ্যাক করতে।
তাই, কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই যে, বিষয়টি পুনঃবিবেচনা করা হউক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
কালের সময় বলেছেন: ভাই আমারো দাবি বিষয়টি পূর্ণ বিবেচনা করা হোক।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
বাড্ডা ঢাকা বলেছেন: তার শেষের পোষ্টটার জন্য অবশ্য আমি নিজেও একবার কৃতপক্ষ্যের কাছে তার নামে রিপোট করেছিলাম । কিন্তু পড়ে চিন্তা করে দেখলাম আসলে চোর কখনো কিন্তু বলে চুরি করে না । তাই @দিশেহারা আমি সাথে আমি সহমত ।
কৃতপক্ষ আরেকবার বিষয়টি পূর্ণ বিবেচনা করার জন্য আবেদন থাকলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
কালের সময় বলেছেন: অসংখক ধন্যবাদ আপনাকে সহ মত প্রকাশ করায়।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
আবু শাকিল বলেছেন: মিন্টু ভাই ব্যান।
জানতুম নাতো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
কালের সময় বলেছেন: হ্যা শাকিল ভাইতো মনে হয় মনে মনে অনেক খুশি হয়েছেন।
কিন্তু আসলে বুঝতে পারলাম না আজ আমরা কোন মডুদের সাথে কাজ করি। আরে ভাই যদি চোর চুরিই করে সে বলে কি চুরি করে এতটুক বোঝার বোধ শক্তিটুক আমাদের হয় নাই । মিন্টু যদি হ্যাকই করবে তাহলে সে কি বলে হ্যাক করবে।
আসলে মিন্টুর জন্য অনেক কষ্ট হয় ।
তারপরেও আমার পক্ষ থেকে কৃতপক্ষের কাছে অনুরোধ থাকবে বিষয়টি পূর্ণ
বিবেচনা করার । ধন্যবাদ আপনাকে।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
জানা বলেছেন:
এই পোস্টটি থাকুক। এখানে কয়েকটি জরুরী কথা বলা দরকার। সময় করে আসবো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪
কালের সময় বলেছেন: কিন্তু আপু পোষ্টের শিরোনামে যে লেখেছি সাময়িক পোষ্ট ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: কিছুদিন ব্লগে অফ লাইনে ছিল, ব্যাপারটি নজরে এসেছিল।
মিন্টু সবার লগইন নেম বের করেছিল এবং হ্যাক করবে বলেও একটি পোস্ট দিয়েছিল। কাজটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। অাশা করি, মিন্টু বিষয়টি বুঝতে পারবে।
তবে কর্তৃপক্ষকে বলব, ঐ সকল পোস্টগুলোকে সাথে সাথে সরিয়ে ফেলতে, যাতে সবার নজরে না অাসে। তাহলে বিষয়টি কম জানা-জানি হবে।