![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে আমার প্রিয় ব্লগারগণ...
(১)আলম দীপ্র
তুমি আমার মনে মুখস্ত কর অংকের মতো রয়ে গেছ । না বুঝতে পারি , না ভুলতে পারি ।
আলম দীপ্র ভাইজান প্রতিটি লেখা লেখেন চমৎকার ভাবভঙ্গি নিয়ে । অসাধারন লেখেন।
______________________________________________________________________________________________________
(২)শায়মা
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি
বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,
ভুলে যাবে জানি...
তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,
আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
শায়মা আপুরও প্রতেকটি লেখা দারুন।পড়লে মন ছুয়ে যায়।
______________________________________________________________________________________________________
(৩)অপু তানভীর
নতুন করে শুরুটা হোক আবার........
অপু তানভীর ভাইয়ের প্রতিটি লেখার ভাবনা ধারাই ব্যতিক্রম দারুন ভালো লাগে তার প্রতিটি লেখাই।
______________________________________________________________________________________________________
(৪)ভূতের কেচ্ছা
নিকটি দেখে প্রথম ভীষন ভয় পেতাম কারন আমি ভূত পেতকে অনেক ভয় পাই। তাই প্রথম প্রথম এ নিকটি দেখে মনে মনে ভাবতাম একি আজকাল এই বৈদুৎটিক যুগে এখন দেখা যাচ্ছে ভূত আছে ।পরে দেখলাম না এতো কোন ভূত না এ হলো সামু ব্লগের এক ভাইয়ের নিক। ভাই আমার দারুন দারুন সব মুভিগুলোর রিভিউ করেন ।
______________________________________________________________________________________________________
(৫)অপূর্ণ রায়হান ( ব্লগার ইমন জুবায়েরের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি । )পাখির চোখের প্রতীক্ষা আমার ডানায় মাখা বিরান দুপুর রৌদ্র ------------
অপূর্ণ নামটি দেখলেই মনটা খারাপ হয়ে যায় এত সুন্দর লেখেন যে এত সুন্দর পোষ্ট দেন যে সে কি করে এত অপূর্ণ থাকে । অতি শিগ্রই পূর্ণ হয়ে যান ভ্রাতা আর আমাদের মাঝে পূর্ণ হয়ে থাকুন ।এটাই আপনার কাছে আমাদের চাওয়া ভ্রাতা।
______________________________________________________________________________________________________
(৬)তুষার কাব্য আমি এক উড়নচন্ডী,একলা পথিক...স্বপ্ন বুনি পথের ধূলোয়,
চাঁদনী রাতে জ্যোৎস্না মাখি...
দূর পাহাড়ের গাঁয়...
ফেসবুকে: https://www.facebook.com/tushar.kabbo ।
তুষারকাব্য ভাই অনেক কষ্ট করে দারুন দারুন অ্যাডবেঞ্জার টাইপের ভ্রমন করে এসে সেগুলো আবার আমাদের মধ্যে জানান দেন । দারুন তার ভ্রমন কাহিনী গুলো।
______________________________________________________________________________________________________
(৭)দিশেহারা রাজপুত্র কোন এক অলস দুপুরে পড়ন্ত বিকেলের অপেক্ষায় থাকা মুহূর্তগুলোন তোমার হাতে তুলে দেব। তুমি হারানো রাজকণ্য়া আমার, আমি দিশেহারা রাজপুত্র তোমার।
দিশেহারা রাজপুত্র ভাই আমার দারুন সুন্দর কবিতা কাব্য লেখেন ।
পরলে মন ছুয়ে যায় । দারুন দারুন লেখা।
_____________________________________________________________________________________________________
(৮)রোদেলা
আমার আকাশ মেঘে ঢাকা
জমতে থাকা আগুন ;
হঠাত আলোর পরশ পেলেই
ঝরবে রোদের ফাগুণ।
রোদেলা আপু দারুন দারুন সব পোষ্ট শেয়ার করেন ।তার বেশ কয়েকটা লেখা আমি পড়েছি দারুন চমৎকার ভাব সম্পূর্ণ লেখা।
_____________________________________________________________________________________________________
(৯)সোহানী
আমার এলোমেলো ভাবনা গুলো... আর আমার এ ভাবনা গুলো কোনক্রমেই আমার অনুমতি ব্যাতিরেকে কপি করা সম্পূর্ন নিষেধ।
সোহানী আপু সব সময় দারুন দারুন সব জীবন্ত পোষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হন। ধন্যবাদ আপুআপনাকে।
ওহ! সরি আপু আমি একটু কপি করেছি বলে। ক্ষমা করবেন।
______________________________________________________________________________________________________
(১০)সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি!
এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।
আমি আমার মতো করে বলে দিয়েছি,
তুমি তোমার মতো করেই বুঝে নাও।
*****
চাটুকারিতা আর মিথ্যাবাদিতা সমার্থক।
আপনার গঠনমূলক মন্তব্য আমাকে ভালো লেখক হতে সাহায্য করবে; সে-সাথে এ-ও প্রমাণ করবে আপনি চাটুকার বা মিথ্যুক নন।
এ-কথাটি আপনার জন্যও প্রযোজ্য।
বাহা! কি সুন্দর লেখার মহিমা । দারুন দারুন সব পোষ্ট।
______________________________________________________________________________________________________
আজ এ পযন্তই আগামিতে আবারো আমার প্রিয় ব্লগারগণদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে যাবো । সে পযন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপুমনি ভালো থাকবেন সবসময়।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: হুম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১০
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয় ব্লগার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সহব্লগারদের প্রতি আপনার এই ভালোবাসা নিশ্চয়ই তাদের আরও বেশী অনুপ্রাণিত করবে। পাশাপাশি অন্যান্য ব্লগারদেরও। আপনাকে ধন্যবাদ কালের সময়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১২
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া লেখায় উৎষাহ দেওয়ায়।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
আবু শাকিল বলেছেন: আপনার প্রিয় ব্লগার দের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: হুম !!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাইয়া ভালো থাকবেন ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৭
কালের সময় বলেছেন:
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫
মহান অতন্দ্র বলেছেন: আপনার প্রিয় ব্লগারদেেরকে অনেক শুভেচ্ছা, আপনাকে ও ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩২
জাফরুল মবীন বলেছেন: এবারের আপডেটে অনেক হেভীওয়েট ব্লগারকে দেখা যাচ্ছে
আপনার প্রিয় ব্লগারদের শুভেচ্ছা আর আপনার পছন্দের তারিফ করছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২০
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় মুবীন ভাই । ভালো ও সুস্থ থাকুন সব সময় ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো প্রিয় হবার মাঝে আনন্দ আছে।
অনুপ্রেরিত হলাম।
ভালো থাকবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার প্রিয় ব্লগারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।
উল্লেখিত ব্লগারদের অনেকেই আমার প্রিয় ব্লগার।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪১
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনাকে ।আপনার জন্যও শুভ কামনা রইলো।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫
কয়েস সামী বলেছেন: ভাই, টেনশনে পড়ে গেলাম! আগামী পর্বগুলোতে জায়গা করে নিতে পারব তো??
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া হুম হয়ত পারবেন ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
টুম্পা মনি বলেছেন: যাদের কথা লিখেছেন ওনার সবাই আমারও প্রিয় ব্লগার। মিথ্যে নয়,একদম সত্যি বলছি। আমার প্রিয় তালিকা করতে গেলে এই নামগুলোর সাথে আরো অনেকগুলোও নাম যুক্ত হবে। তাদের সবার লেখা পড়ে প্রতিনিয়ত আমি শিখছি।
আপনার পোষ্টটাও ভালো লাগল। তবে পোষ্টের শেষের সতর্ক বার্তায় ভীতও হলাম। কি বলতে গিয়ে আবার কি না বলে ফেলি! যাই হোক ভুল কিছু বললে ক্ষমা করবেন। শুভকামনা রইল আপনার জন্য।