|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
প্রতেক জাতির জন্য বিশেষ একটা দিন আছে । আমাদের বাঙালি জাতির জন্য তেমনি একটি বিশেষ দিন স্বাধীনতা দিবস ।যে দিবসটি আমাদের জীবনে বিশেষ একটি দিন । যার মর্যদা আমাদের কাছে অত্যাধিক ও গুরুত্বপূর্ণ ।
 ২৬ মার্চ স্বাধীনতা দিবস । এ দিনটি আমাদের কাছে একটি উজ্জল নক্ষত্রের দিন ।১৯৭১ সালে ২৬ মার্চ তারিখের সূর্যটি আমাদের জন্য স্বাধীনতার বার্তা নিয়ে আছে সে থেকেই এ দিনটিকে স্বাধীনতা দিবসের দিন হিসেবে পালন করে আসছি । 
একটি দেশের সব থেকে মূল্যবান সম্পদ হলো স্বাধীনতা । পরাধীনতায় জাতির  কোন গৌরব নেই ।স্বাধীনতা বাঙালি জাতিকে ও দেশকে সারা বিশ্বের কাছে আত্মমর্যাদাসম্পপন্ন দেশ ও জাতি হিসেবে তুলে ধরেছে ।
এক রক্তক্ষয় হওয়া সংগ্রামের মধ্যো দিয়ে আমাদের বাঙালি জাতির রবি সন্তানেরা স্বাধীনতা বয়ে এনেছেন ।তাই আমি মনে করি স্বাধীনতা দিবসের দিন আমাদের জীবনে একটি সীমাহীন গুরুত্বপূর্ণ দিন ও দিবস ।
বাঙালি জাতির বীর সন্তানদের অনেক রক্ত দিতে হয়েছে এই একটি  স্বাধীনতার জন্য ।অনেক মায়ের সন্তানকে হারাতে হয়েছে ।সন্তান মা বাবাকে হারিয়েছেন । ভাই বোনকে, বোন ভাইকে হারিয়েছেন ।শুধু মাত্র একটি স্বাধীনতার জন্য ।
আমি মনে করি আমাদেরকে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে যারা তাদের রিন কখন আমরা শোধ করতে পারবো না ।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৫
০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।
২|  ০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:০৯
০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:০৯
এম এম করিম বলেছেন: যথার্থ বলেছেন।
শুভ কামনা। 
  ০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৭
০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৭
কালের সময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো ।
৩|  ০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৭
০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৭
কালের সময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো ।
  ০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৯
০২ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৯
কালের সময় বলেছেন: হুম ভুল করে মন্তব্য করেছি ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫  সকাল ৭:৩৭
০২ রা মার্চ, ২০১৫  সকাল ৭:৩৭
জাফরুল মবীন বলেছেন: “এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে যারা তাদের ঋণ কখনও আমরা শোধ করতে পারব না ”-একদম সত্যি কথা।কিন্তু তাঁদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা তাঁদেরকে সম্মান জানাতে পারি এবং তা পারতেই হবে আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে।