![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কেও চোর হয়ে জম্ম নেয় না কেও পুলিশ হয়েও জম্ম নেয় না । তেমনি কেও নাস্তিক ও আস্তিক হয়ে জম্ম নেয় না । যদি একটা মানুষকে সূশিক্ষিত করে গড়ে তুলে এ সমাজ এবং বড় কোন পুলিশ অফিসার করে গড়ে তুলে এ সমাজ । তাহলে একজন নাস্তিক ও আস্তিক কি এ সমাজ গড়ে তুলার জন্য দায়ী নয় সে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ?আসা করি সিনিয়র ব্লগার গণ এই প্রশ্নটির একটি সুন্দর উত্তর দিবেন !তবে ব্যক্তিগত ভাবে আমি মনে করি একটা মানুষকে নাস্তিক ও আস্তিক বানানোর জন্য এ সমাজ ও সরকার, মন্ত্রী এবং আমরাই দায়ী ।
একজন ব্লগার মানেই যেমন নাস্তিক নয় তেমনি একজন ব্লগার মানেই ভাই আস্তিক নয় । একজন ব্লগার মানে লেখক নয়ত কবি ।
একটি কথা না বলে পারছি না এক চোর বলে আরেক চোরকে ধরতে ।আরে ভাই আমরা যখন একজন লেখককে নাস্তিক বা আস্তিক বলি তখন কেন ভুলে যাই যাকে নাস্তিক বা আস্তিক বলছি সেও আমার মতো একজন লেখক । আর একজন লেখক যদি আস্তিক ও নাস্তিক হয় তাহলে আমিও তো লেখক তাহলে আমিও নাস্তিক নয়ত আস্তিক ।
তাই আমি বলতে চাই একজন ব্লগার হলেই ও ব্লগ লেখলে যেমন নাস্তিক নয় তেমনি একজন ধর্ম প্রায়ন লোক মানেই উগ্রপন্থী বা জঙ্গি ও আস্তিক নয় ।
প্রতিটি ব্লগে সকলের ব্লগলেখার সমান অধিকার আছে ও মনের ভাব প্রকাশ করার সমান অধিকার আছে ।
তবে কেও কারো কোন লেখায় যাতে কষ্ট না পাই আমাদের সে দিকে খেয়াল রাখতে হবে ।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই "ক"বাদ পরে গেছিলো সংযোগ করে দিয়েছি ।
২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২১
এম এম করিম বলেছেন: ভুলটা প্রায় সবাই করছে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৫
কালের সময় বলেছেন: আসা করছি ভাইয়া ভুলগুলো ঠিক করে নেওয়ার এখনই আমাদের জন্য সঠিক সময় ।
মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিবেন ।
৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
আস্তিক, নাস্তিক, এগুলো ঠিক কিছু নয়।
মানুষ হয় শিক্ষিত, হা হয় অশিক্ষিত
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪
কালের সময় বলেছেন: হয়ত ঠিক বলেছেন ।নয়ত বা এমন হবে কেন ?
৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা । সহমত
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ পাশে থাকায় খুশি হোলাম ।
৫| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:২৪
জাফরুল মবীন বলেছেন: তবে কেও কারো কোন লেখায় যাতে কষ্ট না পাই আমাদের সে দিকে খেয়াল রাখতে হবে -সহমত।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ মবীন ভাই ।
৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫
সুফিয়া বলেছেন: একজন ব্লগার হলেই ও ব্লগ লেখলে যেমন নাস্তিক নয় তেমনি একজন ধর্ম প্রায়ন লোক মানেই উগ্রপন্থী বা জঙ্গি ও আস্তিক নয় ।
একমত। ধন্যবাদ আপনাকে।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮
কালের সময় বলেছেন: পোস্ট পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ।
৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন। ভাল লাগলো।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
৮| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জাফরুল মবীন বলেছেন: তবে কেও কারো কোন লেখায় যাতে কষ্ট না পাই আমাদের সে দিকে খেয়াল রাখতে হবে -সহমত।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১
কালের সময় বলেছেন: ধন্যবাদ সহমত থাকায় খুশি হোলাম ।
৯| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩
আশালিনা আকীফাহ্ বলেছেন: হুম, "একজন ব্লগার মানেই নাস্তিক বা আস্তিক না একজন ব্লগার মানে লেখক বা কবি ।" - আপনার পোষ্টের শিরোনামে'র সাথে সহমত।
সেই সাথে আরো যোগ করতে চাই যে- কোনো নাস্তিক খুন হলেই ইসলামকে দোষারোপ বা গালি দেওয়াও উচিত না।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া মতামত দেওয়ার জন্য আমিও আপনার মতের সাথে একমত ।
১০| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
কুষ্টিয়ারশুভ বলেছেন: অভিজিৎ রায় বা রাজীবের হত্যার ঘটনার পরই এদেরকে আমি চিনেছি বা এদের নাম জেনেছি। ইচ্ছা হয়েছে এরা কী এমন লিখতো তা পড়ে দেখার।
আমি জানি, আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের আমার মতোই অবস্থা।
কারা চায় আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তাদের ব্লগ পড়াতে?
হজরত মুহম্মদ (সঃ)-কে অভিজিৎ রায় ডাকছেন- হজরত মহা...
রাজীবের মৃত্যুর পর ফেইসবুকে তাঁর কিছু নোট আমি পড়েছিলাম। তিনি হযরত মুহম্মদ (সঃ)-কে ডাকতেন ...
প্রশ্ন: এরা কি পেইড ব্লগার ছিল?
যাদের দ্বারা পেইড ও নিয়ন্ত্রিত হতো তাদের উদ্দেশ্য সাধন হয়ে গিয়েছিল?
এরপর ১. প্রমাণ মুছে ফেলতে, ২. বিশাল প্রচারণার জন্যে তারাই এদেরকে হত্যা করে? ( যেমন শার্লি হেবদো সাধারণত: ছাপা হতো ৫০-৬০ হাজার, আর সন্ত্রাসী হামলার পরের সংখ্যা ছাপা হলো ৩০ লক্ষ)
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
কালের সময় বলেছেন: হুম মনে হয় ।
১১| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সহমত।
আস্তিকতা কিংবা নাস্তিকতা মানুষ মাপের মানদন্ড হতে পারে না।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৮
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন বলেছেন সহমত ।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো কবিকে দেখে । আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম ।
১৩| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫
ব্লগার মাসুদ বলেছেন: দুদিন মনতা ভীষন খারাপ ছিল আপনার পোস্টি পড়ে মনে সশ্তি ফিরে এলো ।
আপনার লেখার সাথে সহমত ।সত্যয়ইত একজন ব্লগারের পরিচয় সে শুধুই লেখক বা কবি ।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাইয়া।
১৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৭
সুমন কর বলেছেন: তাই আমি বলতে চাই একজন ব্লগার হলেই ও ব্লগ লেখলে যেমন নাস্তিক নয় তেমনি একজন ধর্ম প্রায়ন লোক মানেই উগ্রপন্থী বা জঙ্গি ও আস্তিক নয় ।
শেষে ভাল বলেছেন।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য ।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭
মিন্টুর নগর সংবাদ বলেছেন: আপনার লেখার সাথে সহমত
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য ।
১৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ সামুর কৃতপক্ষকে অনেক কষ্ট করে পোস্টটি নির্বাচিত পাতায় নেওয়ার জন্য ।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫
কালের সময় বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে পোস্টের শিরোনামের বানানটি সংশোধন করে নিন।