|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি তেমন গুছিয়ে কিছু লেখতে পারি না । তাই ভেবে ছিলাম এবার কোন বর্ষপূতি পোস্ট দিবনা । তার পরেও কেমনে কেমনে জানি দিয়ে দিলাম ।
আমার কালের সময় ব্লগবাড়ির পক্ষ থেকে আমার সকল সহ ব্লগার ভাই বোনদের বার্ষরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । এবং ব্লগে যারা আমার বাবা চাচা এবং বড় ভাইয়ের বয়সি তাদের আমার সালাম জানাই । 
আজ সামুতে আমার ব্লগের বয়স হলো ১ বছর ৪ দিন । আমি এখানে পোস্ট দিয়েছি কাজের অকাজের সব মিলিয়ে ৭৭টি । তার ভেতরে ব্লগ টিম ভাইদের বিবেচনায় আমার কিছু পোস্ট তাদের নির্বাচিত পাতায় স্থান দিয়েছেন । আর আমি আাপনাদের অল্প কিছু পোস্ট বলতে সব মিলিয়ে বলতে গেলে ৮৬৮টি পোস্টে মন্তব্য করেছি । আর আমি আপনাদের আমার পোস্টে ৬৩১টি  মন্তব্য পেয়েছি ।আমার ব্লগটি গত ১বছর ৪ দিনে মোট ১৩২০৯ বার পঠিত  হয়েছে । 
আর এই এক বছরে ভালোই ঝড়তুফান গেছে আমার উপর দিয়ে তার ভেতর দুইবার আমাকে বযন মোবারক করতে হয়েছে ।আপনাদের দোয়ায় এখন সেফে আছি । 
 
সামুর ব্লগে আমার প্রথম  যে পোস্টটি নির্বাচিত পাতায় যায় সেই পোস্ট হলো
সামুতে আমার প্রিয় ব্লগারগণ...  তবে এ পোস্টে ১ম মন্তব করেছেন প্রিয় জাফরুল মবীন ভাই । আমি পোস্টটি দেওয়ার সময় পোস্টের শেরনাম ভুল দিয়েছিলাম আর সেই ভুলটাকে মবীন ভাই হাতে ধরে শিখিয়ে দিলেন ।সে জনয মবীন ভাইয়ের কাছে আমি চির কৃর্ত্গ যা কখনই ভুলার নয় এবং যা আমি কখনই ভুলতে পারবো না ।
এ কাজ করে মবীন ভাই আর শিখিয়ে দিলেন যে একজন ব্লগার আরেক জন ব্লগারের পাশে কি ভাবে থাকতে হয় এবং তাকে কি ভাবে সহযোগিতা করতে হয় ।
এ ছাড়াও নিচের এই পোস্ট গুলো আমার আর এগুলোও গত একবছর চার দিনে সামুর নির্বাচিত পাতায় স্থান পায় ।
(২)শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প আর কিছু নেই  
(৩)মায়ের ভূমিকা একজন শিশুর জন্য ছবি ব্লগ।   
(৪)মহান বিজয় দিবসে মুক্তি যুদ্ধের কয়েকটি ছবি   
(৫),,,,,,শিশু নির্যাতন প্রতিরোধ করুন,,,,,,,,,  
(৬) আমার দেখা কয়েকটা ভালো ছবি শেয়ার করলাম  
(৭) একজন ব্লগার মানেই নাস্তিক বা আস্তিক না একজন ব্লগার মানে লেখক বা কবি ।  
(৮)২০১৩ সালে পৃথিবীর সব থেকে বড় সূর্য গ্রহনের ঘটনা  
(৯)( মহাকাশ এর কিছু তথ্য )    
সামুর আর অনেক সহ ব্লগার ভাই বোন আছেন যারা আমাকে ও আমার পোস্টে  বিভিন্ন সময় বিভিন্ন  ধরনের মন্তবয অনুপেরনা এবং উৎসাহ দিয়েছেন তাদের কাছেও আমি আন্তরিক কৃতর্গ এবং তাদেরকে আন্তরিক ধনযবাদ । 
একই সাথে সামুতে আমার সকল সহ ব্লগার ভাই বোন এবং কৃতপক্ষ ও ব্লগটিমকে শুভেচ্ছা ও আন্তরিক ধনযবাদ এবং সকলের জনয শুভকামনা থাকলো ।
 
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৩৬
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৩৬
কালের সময় বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো ।
২|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৭:৫১
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৭:৫১
জাফরুল মবীন বলেছেন: 
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৩৮
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৩৮
কালের সময় বলেছেন: অসংখ ধন্যবাদ প্রিয় মবীন ভাই ।
৩|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৭:৫৭
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৭:৫৭
জাফরুল মবীন বলেছেন: এ কাজ করে মবীন ভাই আর শিখিয়ে দিলেন যে একজন ব্লগার আরেক জন ব্লগারের পাশে কি ভাবে থাকতে হয় এবং তাকে কি ভাবে সহযোগিতা করতে হয়  -  লজ্জায় লালটুকটুকে হওয়ার ইমো হবে ১০০টা!
  লজ্জায় লালটুকটুকে হওয়ার ইমো হবে ১০০টা!   
 
ভাই আমি আপনার জন্য তেমন কিছুই করিনি।জীবনে চলার পথে এ ধরনের কাজ আমরা সবাই কম-বেশি করে থাকি।তবুও আপনার দেওয়া সম্মানটুকু আনন্দচিত্তে গ্রহণ করলাম 
দায়িত্বশীল ব্লগিংয়ের মাধ্যমে সামুতে তারকা হয়ে উঠুন এ শুভকামনা রইলো।
ভালো থাকুন।
সারাটাদিন কাটুক আনন্দে। 
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫২
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫২
কালের সময় বলেছেন:   
   
   
   
 
৪|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৮:২৫
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ৮:২৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো কালের সময়
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৩
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই নগর সংবাদ
৫|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:৫৩
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১০:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।  
 
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৪
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৪
কালের সময় বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ।
৬|  ১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১১:২৯
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১১:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৬
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনার জন্যও শুভেচ্ছা ও অভিন্দন থাকলো।
৭|  ১৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৩২
১৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৩২
সাদা গোলাপ বলেছেন: ১ম বর্ষপূতর শুভেচ্ছা নিবেন !
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৭
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৭
কালের সময় বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন
৮|  ১৫ ই মার্চ, ২০১৫  রাত ৮:০৯
১৫ ই মার্চ, ২০১৫  রাত ৮:০৯
এম এম করিম বলেছেন: অভিনন্দন।
শুভ হোক এই পথচলা। 
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৭
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৭
কালের সময় বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ।
৯|  ১৫ ই মার্চ, ২০১৫  রাত ৮:১৬
১৫ ই মার্চ, ২০১৫  রাত ৮:১৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভ কামনা বর্ষ পূর্তির ...
  ১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৬
১৮ ই মার্চ, ২০১৫  সকাল ৯:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু আপনার জন্যও শুভেচ্ছা ও অভিন্দন থাকলো।
১০|  ২১ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:৪৪
২১ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন (যদিও অনেক দেরীতে হাজিরা দিলাম) ঃ)।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল। 
  ২২ শে মার্চ, ২০১৫  রাত ১২:৩১
২২ শে মার্চ, ২০১৫  রাত ১২:৩১
কালের সময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো ভাই ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫  রাত ২:৫৫
১৫ ই মার্চ, ২০১৫  রাত ২:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো কালের সময়। সৃজনশীল ব্লগিং সব সময়ই মুল্যায়িত হয়। সহব্লগারদের সাথে মিথোস্ক্রিয়া বাড়িয়ে ব্লগিং উপভোগ করুন এটাই প্রত্যাশা করছি। নিরন্তর শুভ কামনা রইলো।