![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মতো দুটি গ্রহ
পৃথিবীর মতো এই দুটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষক সংস্থা নাসা । আর এ দুটি গ্রহের নাম কোপলার সিক্সটি টু ই এবং অন্যটির নাম কোপলার সিক্সটি টু এফ ।
মহাশূন্যে হাত বাড়াচ্ছে ইউরোপ তারা থেকে তারায়
চালকযুক্ত স্পেস ক্যাপসুলটির নাম ওরিয়ন৷ এসা এবং নাসা ২০১৭ সালে যৌথভাবে এই ক্যাপসুলটিকে মহাশূন্য প্রেরণ করবে৷
গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযানে ৷
এসা দেবে মুখ্য মডিউলটি৷ ক্যাপসুলটি প্রথমে চন্দ্র প্রদক্ষিণ করবে৷ তারপর মহাশূন্যে অবস্থান নেবে একটি নির্দিষ্ট বিন্দু হিসেবে৷ হয়তো মঙ্গলগ্রহ যাত্রার পথে তা কাজে লাগবে৷ এর আওতায় ২০২৪ সালে ‘প্লেটো' নামের এক অবজারভেটরি যান মহাকাশ থেকেই গ্রহের অনুসন্ধান চালাবে৷ ছয় বছর ধরে বিশ্বব্রহ্মাণ্ডের গভীরের রহস্য উন্মোচন করবে এই যান৷ এই অভিযানের জন্য প্রায় ৬০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মানির এয়ারোস্পেস সেন্টার ডিএলআর এই অভিযানের মূল দায়িত্বে থাকবে৷
পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে ‘এল-টু' নামের একটি এলাকা থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে ‘প্লেটো'৷ সূর্য, পৃথিবী ও চাঁদ থেকে দূরের এই অবস্থানের সুবিধা হলো, সেখান থেকে সারা বছর ধরে মহাকাশের গভীরে নজর রাখা যায়৷ সূত্র পাওয়া
এটা মহাকাশ ষ্টেশন ।
এটা একটি মহাকাশ যান ।
এটা আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন
এটি মহাকাশযানের মধ্যে কিউরিওসিটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক একটি যান
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৮
কালের সময় বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৮
জাফরুল মবীন বলেছেন: তথ্যমূলক পোস্ট।নক্ষত্র সম্পর্কে আরো কিছু তথ্য পেতে চাই।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৯
কালের সময় বলেছেন: শুভ সকাল মবীন ভাই । চেষ্টা করবো ।
৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১০
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন তথ্যমূলক পোস্ট ।
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩০
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৪| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১১
বিলোয় বলেছেন: ভালো লাগল
পোস্টে ++
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ খুশি হোলাম ভাই ।
৫| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: সুন্দর পোষ্ট!
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন দাদা ।
৬| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: দারুণ একটি পোস্ট। অনেক তথ্যবহুল
শুভেচ্ছা রইলো
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ বিশ্বাস দাদা । ভালো থাকবেন ।
৭| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২
তুষার কাব্য বলেছেন: তথ্যমূলক পোস্ট।
ভালো লাগল ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ কাব্য ভাই ।
৮| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: প্রিয়তে রাখলাম
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু । পোস্ট মন্তব্যে এবং প্রিয়তে দুই মিলে আন্তরিক ভাবে খুশি হয়েছি । শুভকামনা রইলো ।
আর হ্যা আপু হাতে সময় থাকলে আজ যে পোস্টটি দিয়েছি তা একবার দেখে নিয়েন । আবার ধন্যবাদ আপু ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪২
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু । পোস্ট মন্তব্যে এবং প্রিয়তে দুই মিলে আন্তরিক ভাবে খুশি হয়েছি । শুভকামনা রইলো ।
আর হ্যা আপু হাতে সময় থাকলে আজ যে পোস্টটি দিয়েছি তা একবার দেখে নিয়েন । আবার ধন্যবাদ আপু ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু । পোস্ট মন্তব্যে এবং প্রিয়তে দুই মিলে আন্তরিক ভাবে খুশি হয়েছি । শুভকামনা রইলো ।
আর হ্যা আপু হাতে সময় থাকলে আজ যে পোস্টটি দিয়েছি তা একবার দেখে নিয়েন । আবার ধন্যবাদ আপু ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু । পোস্ট মন্তব্যে এবং প্রিয়তে দুই মিলে আন্তরিক ভাবে খুশি হয়েছি । শুভকামনা রইলো ।
আর হ্যা আপু হাতে সময় থাকলে আজ যে পোস্টটি দিয়েছি তা একবার দেখে নিয়েন । আবার ধন্যবাদ আপু ।
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু পোস্ট মন্তব্যে ও প্রিয়তে দুই মিলে আন্তরিক ভাবে খুশি হোলাম । শুভকামনা জানবেন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
ভালো।