|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমি দেখিনি স্বাধীনতা তোমাকে 
কে যেন ঘুম পাড়ানোর ছলে শুনিয়েছিল তোমার কথা আমাকে ।
তাই তো অনেক স্বপ্ন আছে মনে 
এ বুকে তোমায় নিয়ে অনেক অনুভুতি জাঁগে ।
এই ২৬শে মার্চ এলেই বলতো অনেকে অনেক কথা 
মনে হতো সবটুক যেন তার হৃদয়ে স্মৃতির রক্তে গাথাঁ
তুমিযে আছো হাজারো ভিরে মাঝে লক্ষ  জনতা 
আমার প্রিয় হে স্বাধীনতা ।

সেই তোমার খোঁজে রাস্তায় নেমেছিল লক্ষ লক্ষ জনতা 
সকলের মুখে ছিল একটি কন্ঠ একটি কথা 
আর তা হলো জয় বাংলা 
চাই আমার স্বপ্নের স্বাধীনতা । 
স্বাধীনতা তুমি শ্রেষ্ঠ 
স্বাধীনতা তুমি মহান 
স্বাধীনতা তুমি সমগ্র বাঙ্গালীর গৌরব
তোমার জন্য লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা করেছে তাদের রক্তদান ।
স্বাধীনতা তুমি আমার 
তুমি সর্ব বাঙ্গালী জাতির চেতনার ।
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৭ শে মার্চ, ২০১৫  রাত ৩:২৫
২৭ শে মার্চ, ২০১৫  রাত ৩:২৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় মবীন ভাই ।
২|  ২৬ শে মার্চ, ২০১৫  সকাল ৭:৩৩
২৬ শে মার্চ, ২০১৫  সকাল ৭:৩৩
মামুন ইসলাম বলেছেন: আপনাকেও স্বাধীনতা দিবসের শুবেচ্ছা ।
  ২৭ শে মার্চ, ২০১৫  রাত ৩:২৬
২৭ শে মার্চ, ২০১৫  রাত ৩:২৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৫  সকাল ৭:২৪
২৬ শে মার্চ, ২০১৫  সকাল ৭:২৪
জাফরুল মবীন বলেছেন: আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো থাকুন।