নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

রম্যপোস্ট বাংলাদেশ অর্থনৈতিক টাকা সকলের মিলিত মূল ধন

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৫



আমরা টাকাকে যেমন ভালবাসি তেমন তাকে আদর এবং তর কদর করি । আমরা যখন তখন আমাদের ছেলে মেয়েরা বাহানা ধরলে তাদের হাতে টাকা ধরিয়ে দেই । আমাদে এই ভুল গুলোর জন্য আমাদের নানা রোগের সমমূখে হতে হয় ।



মনে করেন টাকা একজন রাস্তায় কাজ করা শ্রমিক থেকে শুরু করে নানা পেশায় কাজ করা শ্রমিকদের হাতে যায় । আর আমরা সময়তে টাকাকে কেউ মুখের লোল দিয়েও গুনি ।



আপনার বাচ্চার কাছে যখন টকাটি দিবেন তখন সেও ঐ টাকাটকে না বুঝে হয়ত কখন মুখে কখন হাতে নিয়ে খেলাধূলা করবে । আর তাতে টাকা থেকে নানান জীবানু তার শরীরে প্রবেশ করে ।

তাই টাকাকে আপনার শিশুর কাছ থেকে দূরে রাখুন ।



টাকার প্রতি আমরা কততা যত্ন বান



আহারে টাকাকে আমরা কতই না ভালবাসি । পারি যদি নিজের স্বামী সন্তান রেখে টাকার সাথেই সারা জীবন কাটয়ে দেই :)। আমরা টাকার অনেক যত্ন করি যে কারনে টাকা আমাদের বিছানার উপরে ও নিচে সব জায়গায় পাওয়া যায় ।



টাকা আমাদের বসার ঘরের শোবার সেটের গদির নিচেও থাকে । টাকা আমাদের আলমারী ও সুকেজ বিভিন্ন স্থানে জমা থাকে ।

আজ কাল দেখা যায় টাকাকে আমাদে শ্ত্রী ও ভাবীরা আমাদের চেয়ে মানে স্বামীর চেয়েও তারা টাকাকে বেশি ভালো বাসে সে টাকাকে অতি যত্ন করিয়া বুকের মাঝে রাখেন লুকাইয়া মনে হয় তখন টাকাই তার স্বামী:P



দেখুন ভাবীরা টাকা যখন আপনি আপনার শরীরের ঘামে ভিজিয়ে ধরছেন তখনই আপনার হাতে টাকা থেকে বিভিন্ন ভাইরাস বা জীবানু যাচ্ছে । আর আপনার হাত থেকে তা দেহের ভিতর পযন্ত প্রবেশ করছে ।



আর এসব ভুলগুলোর জন্য আমরা যুগযুগ ধরে নানান ধরনের শরীরের অসুস্থতায় অন্তভুক্ত হই ।



এখন আসুন একটু ভেবে দেখি কোন কারনে আমরা অর্থনৈতিক অবস্থা খারাপে আছি



এ বিষয় বললে আমি বলবো মূল কারন হচ্ছে আমরা যারা বহু টাকার মালিক তারা দেখা গেছে বছরের পর বছর টাকা নিজের কাছে অথবা ঘরের আলমারির ভেতরে জমা রাখি অথবা লুকিয়ে রাখি আর সে টাকা না করছি খরচ না দিচ্ছি সরকারকে তার কোন ভ্যাট ।

আমরা যদি একটু ভেবে দেখি আমরা আমাদে নিজের চিন্তা করে যে অর্থতুক লুকিয়ে রাখছি তা শুধু আমাদের একার অর্থ না তা পুরো জাতির অথবা পুরো দেশের অর্থ । আর এভাবে টাকা গচ্ছিত করে বা ঘরের চার দেয়ালের মাঝে আলমারিতে বন্দী করে রাখার কারনে আজ দেশের অর্থনেতিক বিপর্যয় মুখি ।




এ অবস্থা থেকে বের হবার উপায়



এ অবস্থা থেকে বের হবার একটি উপায় আছে আর তা হলো সরকারকে কোন কঠর ব্যবস্থা এবং প্রতিটি টাকা তৈরি করার পর তার মেয়াদ কমিয়ে এক থেকে দু বছরের করতে হবে ।

যেমন ২০১৫ সালে যে টাকাটা তৈরি হবে তা ২০১৭ সাল পযন্ত চলবে । তাহলে হয়ত অর্থ নৈতিক অবস্থা অনেকটা ভালোর দিকে থাকবে ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৮

ব্লগার মাসুদ বলেছেন: টাকা নিয়ে আপনার বক্তব্যের সাথে সহমত

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৬

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫০

হাসানস০০৭ বলেছেন: ===্

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৭

কালের সময় বলেছেন: =p~ =p~ !:#P :-< |-)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: মজা পেলাম।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৬

কালের সময় বলেছেন: দাদা মজা দিলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.