![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনটি ছিল জৈষ্ঠর দুপুর,
পায়ে ছিল সোঁনার নূপুর ।
নূপুরের শব্দের ঝংকার
মাদল হারা প্রাণটি আমার ।
চারদিকে ফুলে ফলে চলছিল মৌমাছির মেলা
কি অপরূপ লাগছিল সেই মধু আহরনের খেলা ।
ধন্যতুমি ওগো কন্যা ধন্য তোমার কথা
সে দিন ছিলে আজ নেই ভাবতেই কেমন বিষন্নতা ।
বহুদিনের পুরনো স্মৃতির সেই কথা
ভাবতে আজ হৃদয়ে লাগে অনেক ব্যথা ।
বারে বারে মনে জাগে
কেন যে কথাগুলো ভাবিনি পরে বা আগে ।
পারবে না এ হৃদয়ে আসতে তোমার মত কেউ আর অন্য
তোমার হাতের ছোঁয়ায় হাতটি আমার ধন্য ।
আঁচলের আড়ালে ছিল মুখটি তোমার
কত ব্যকুলতা ছিল ও নয়ন দুটি একনজর দেখার ।
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৩
কালের সময় বলেছেন: পনারে কবিতা পাঠে ধন্যবাদ ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩০
ব্লগার মাসুদ বলেছেন: মুগদ্ধময় কবিতা অনেক ভালো লাগা থাকলো ।
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪
কালের সময় বলেছেন: আপনারে ধন্যবাদ
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩০
জুনায়েদ জুবেরী বলেছেন: ++
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৫
কালের সময় বলেছেন: আপনারে ধন্যবাদ
৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগেনি, এটা শুধু অন্ত্যমিল দেয়ার চেষ্টা ছিল, তাও সস্তা অন্ত্যমিল। অন্ত্যমিল থাকলেই কবিতা হয়না, হৃদয় থাকা লাগে।
বেস্ট অফ লাক। আগামীতে আশা করি ভালো কিছু লিখবেন
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৭
কালের সময় বলেছেন: আপনারে ধন্যবাদ । আচ্ছা প্রিয় কবি ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২২
জুনায়েদ জুবেরী বলেছেন: ++