![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন নিয়মের বাঁধনে সাগরের শত স্রোতের মাঝে সূর্য উঠে ।
আমিও নিয়ম বেঁধে চাইযে শুধু তাকে ভাল বেসে যেতে ।
হোকনা সে চাঁদ অথবা কোন সূর্য কণ্যা ,
নয়তবা হবে সে রাজপুরীর কোন রাজ কণ্যা ।
সে যেই হোক,
নেই যে আমার কোন অভিযোগ ।
হতে পারে সে বোবা নয়ত কাণা
তাই বলে কি তার প্রেম করিতে আছে বারণ আছে কি মাণা ।
আর সকলের মনে মত আমার আছে ছোট একটি মন,
সেখানে প্রেম দিয়েছো যখন ,
মনের মানুষ দেওনা মিলিয়ে বিধি তখন ,
তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।শুভকামনা রইলো ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: ++
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি । শুভকামনা রইলো ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১১
সুমন কর বলেছেন: সুন্দর।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাই । শুভকামনা জানবেন ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: কবিতায় ভাললাগা ++++++
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা ভাল থাকবেন সবসময় ।
৫| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৯
শ্যামল সোম বলেছেন: অসাধারণ লেখা
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা থাকলো ।
৬| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪
ব্লগার মাসুদ বলেছেন: কবিতায়+++
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভকামনা নীরঅন্তর
৭| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২০
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি । শুভকামনা জানবেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯
মামুন ইসলাম বলেছেন: ++