![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে যে দৃর্শ্য আমি দেখতে চাইনিরে,
আমায় সে দৃর্শ্যই দেখতে হলোরে ।
কেমনে বুঝাই মনটারে হলে চলে যাওয়ার সময়,
আর যায়ণা ফিরে আসা,
আলো রেখে অন্ধকারেই বাঁধতে হয় চিরদিণের সে বাসা ।
থাকে মনে যত মায়া মমতা,
সব হয়ে যায় সত্যয় না দেখার পরআত্মা ।
ভাবে বসে মন আর আমি আমার অন্তর,
বিধি মনে যখন প্রেমই দিলে,
সেখানে কেনই বা আবার দিলে ফিরে না আসার খবর ,
মন বলে ওরে প্রেম যে চির অমৃত সে যে চিরঅমর ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:৫৮
আমি সামুর ভ্ক্তু বলেছেন: সুন্দর কবিতা চয়ণ । ভাললাগলো ।শুভরাত্রী ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ সামুর ভক্তু
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১
সুমন কর বলেছেন: মোটামুটি।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
কালের সময় বলেছেন: যাক তাও ভালো মোটামুটি
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৭
মামুন ইসলাম বলেছেন: বাহ! চমৎকার আরো একটি কবিতা ।