![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জোছনা রাতে,
ছিলাম আমি বাড়ির সাদে,
বন্ধু আছে দাড়িয়ে বারান্দায়,
একগুচ্ছ গোলাপ হাতে,
সেই প্রথম পরিচয় তার সাথে ।
হাসিতে হাসিতে বন্ধু কইলো আমারে,
তার চোখের এক পলকে,
বন্ধু ভালবাসি আমি তোমাকে ।
তার কথা শুনে সেইযে পেলাম ভয়,
কে জানে ? কিনা কি জানি হয় ।
তার বাপে হইলো কুটি পতি,
আমি হইলাম চুণা পুটি,
তার সাথে প্রেম হইলে,
তার বাপে করবো আমার ক্ষতি ।
তাই ভেবে হোল নারে প্রেম,
বন্ধুও ভাবছে একদম সেম,
টাকা কড়িই জীবণ মরণ,
টাকা কড়িই যে প্রেম ।
আমিও বুঝলাম ভাই কিছু খুটি নাটি,
প্রেম আসলে এক রজনী চুণাপুটি ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৭
কালের সময় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে
২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৯
***মহারাজ*** বলেছেন: ভাল লাগলো সহজ সরল কবিতাটি ।
২৩ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৩
কালের সময় বলেছেন: কবিতা পাঠে এবং কমেন্টে ধন্যবাদ ভাই মহারাজ ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৭
ক্থার্ক্থা বলেছেন: ভাল লাগলো লেখা ।
২৩ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৪
কালের সময় বলেছেন: ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭
জেন রসি বলেছেন: সহজ সরল কবিতা ভালো লাগল