![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেটি উড়ন্ত সূচনা করেও বড়সংগ্রহ করতে পারলো না পাকিস্তান । অধিনায়ক মাশরাফি এবং সাকিবের জোড়া আঘাতে পাকদের অবস্থা করুন দশা এবং এখেলায় টাইগররা পাকদের বুঝিয়ে দিল আসল টাইগারর্স আমরা ।
সাকিব আর মাশরাফির আগুন বোলিংয়েও পাকদের কাছে মনে হচ্ছেলো এ যেন টাইগার্সদের প্রতিটি বল তাদের জন্য পরাজয়ের বার্তা । তখন টিভির সামনে বসে আরো মনে হচ্ছিলো এ যেন বাংলাদেশি বোলারদের সামনে খেলতে থাকা পাক ব্যাটসম্যানরা মাঠে আসার যাওয়া এক মিছিল করছিলো । মাশরাফি নির্ধারিত ওভার শেষে ৪৪ রান দিয়েছেন আর সাকিব দিয়েছে ৩৫ রান । দুজনের উইকেট নেওয়া দেখেই ভেবে ছিলাম আজ আর রক্ষা নাই বুনো পাকদের ।
আজ খেলা দেখার সময় অনুভুতিই ছিল অন্যরকম মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছিলো মাঠে যেন বাংলাদেশ ক্রিকেট দল শুধু খেলছেই না যেন দেশের সম্মানের পাহাড় তুলছে ।
ধন্যবাদ বাংলাদেশ টাইগার্সরা ।
আনন্দ কবিতা
কি হোলরে ভাই কি হোল
একবার টিভিটা খুলে দেখ
আজকের খেলাটা চিরদিন স্বরন রেখ ।
এমন খেলা খেলছে ভাই বাংলাদেশ টাইগার্সরা
তাই দেখে ভয়ে যেন পালাচ্ছে পাক পাখিরা ।
বলবে যেয়ে ওদের দেশে
গেছিলাম ভাই বাংলাদেশ
আইছি ভাই হয়ে বাংলাওয়াস
খেলেছে এবার বাংলার টাইগররা জব্বর বেশ।
২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৪
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাই মহারাজ
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮
সুমন কর বলেছেন: বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ইয়েসসসসসসসস।
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:২১
***মহারাজ*** বলেছেন: কি হোলরে ভাই কি হোল
একবার টিভিটা খুলে দেখ
আজকের খেলাটা চিরদিন স্বরন রেখ ।
এমন খেলা খেলছে ভাই বাংলাদেশ টাইগার্সরা
তাই দেখে ভয়ে যেন পালাচ্ছে পাক পাখিরা ।
বলবে যেয়ে ওদের দেশে
গেছিলাম ভাই বাংলাদেশ
আইছি ভাই হয়ে বাংলাওয়াস
খেলেছে এবার বাংলার টাইগররা জব্বর বেশ।
ভাল লাগা কবিতা