![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হয়ত মনে পড়ছে না আমার ঠিকয় মনে পড়ছে
ছোট্র বেলায় সেই যে পুতুলের বিয়ে
কখনো তোমার থাকত ছেলে
আমার হয়ত থাকত মেয়ে
দুটি পুতুলকে এক জোড়ায় বেধে দিতাম বর আর বধু সাঁজিয়ে ।
জানি গো জানি সে দিন আসবে না আর ফিরে
তবুও কেন জানি বাঁচতে ইচ্ছে হয় শুধু সে দিনগুলোকে গিরে ।
এখনো মাঝে মাঝে মাঝ রাতে
স্বপ্ন দেখি পুতুল বিয়ের খাবার খাচ্ছি মোরা কয়েক জন মিলে
হচ্ছে বন্ধুর আর আমার পুতুল বিয়ে
কখন কাঠাল পাতা নয়ত কলা পাতা বিছিয়ে ।
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৪:৪৮
কালের সময় বলেছেন: আপনিও ভালো কবিতা জানেন কিন্তু ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯
ময়না বঙ্গাল বলেছেন: করব তোমায় কী সম্ভাষণ
কোথায় তোমার পাতব আসন
পাতা ঝরা কুসুম ঝরা নিকুজ্ঞকুটিরে