![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুবছর আগে বাবার সাথে প্রায় সময় এ রাস্তা দিয়ে যাওয়া হোত
তখন অবশ্য এত গাড়ি যেমন ছিলনা তেমন ব্যস্ত শহর ছিলনা ।
আজ যেমন গাড়ি বেশি তেমন শহরও ব্যস্ত । বাবা মারা যাওয়ার পর বেশ কয়েক বছর গ্রামে যাওয়া হয় না ।
তাই এবার ছুটি পাওয়ার আগে থেকেই বকুল সাহেব ভেবে রেখেছিলেন সামনে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাবেন ।
বকুল সাহেব ঈদের ছুটি পেলেন ।
রাস্তার পাশে দাড়ানো বকুল সাহেব গাড়ির জন্য বাড়ি যাবে । আজ এখনো গাড়ি আসেনা না কেন ?পথে কোন বিপদ হলোনাতো ? হঠাৎ আঁচমকা আগুন পুড়া আলোয় ঝকঝকে জ্বলে থাকা সূর্যের হাসি মাখা মুখ,তার মাঝে বৃষ্টি পড়তে দেখে বকুল সাহেব ভাবতে লাগলো আজ আর হয়তো বাড়িতে যাওয়া হবে না এমনেই অনেক বেলা হয়েগেছে তার ওপরে বৃষ্টি ।
বকুল সাহেব এ পাশে ও পাশে তাকাতেই দেখলো কেউ একজন পাশে থাকা বহু পুরনো সেই যাত্রী ছাউনীর নিচে দাড়িয়ে বকুলর সাহেবের দিকে তাকিয়ে আছে ।
বহু পরিচিত মনে হচ্ছে মুখখানি । বকুল সাহেবের কাছে মুখটা চেনা চেনা লাগছে ।
বকুল সাহেব এক পা দু পা করে সামনে এগিয়ে গেল । এ সেই চেনা মুখ শরীরে একটি ছেড়া গেঞ্জি পরনে হাপ প্যান্ট বকুল সাহেবের বাবার দিকে একটি টাকার জন্য হাত বাড়িয়ে দিত ।
কাছে যেতেই বকুল সাহেবের দিকে তাকিয়ে আছে মুখখানি বহু বছরের চেনা । আজ পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে শুধু পরিবর্তন হয়নি কিছু কিছু চেনা মুখ কিছু কিছু মানুষ ।
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪১
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু ভুলগুলো ধরে দেওয়ার জন্য ।ভাল থাকুন শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
আরজু পনি বলেছেন:
লেখাটা ছোট হলেও পড়তে ভালো লেগেছে তবে...বোকুল সাধারণত "বকুল" হ্ওয়া উচিত।
আর কিছু বানান সম্ভব হলে একটু ঠিক করে নিবেন।
শুভেচ্ছা রইল।