![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু দেশেই না বিদেশেও আছেন
বহু ভাই, বোন,মা,বাবা,এবং এখনো যাচ্ছেন ।
হাজারো স্বপ্ন তুলে,
শ্রম দিচ্ছেন সকল কষ্ট ভুলে ।
তাদের জন্য হাজারো সালাম জানাই আমি
তারাই হলেন দেশের আসল সম্পদ মহামূল্য দামি ।
মে দিবস শ্রম দিবস বেঁচে থাকুক প্রতি দিন,
মনে রাখবেন শোধ হবে না
শ্রমিক ভাই বোনদের কাছে আছি মোরা যে ঋণ ।
বিন্দু বিন্দু করে গড়ে তোলা প্রতি ফোঁটা রক্ত
তাহা থেকে ঝরছে বহু ঘাম,
তাই তো একটাই দাবী আজকের এই দিনে
ঘাম শুকানোর আগে দেওয়া হোক শ্রমিক ভাইদের শ্রমের দাম ।
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৪৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু
২| ০১ লা মে, ২০১৫ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: দেশের শিল্প-কারখানার মালিকরাও শ্রমিকবান্ধব হোক, শ্রমিকের মর্যাদা ও জীবনমানের উন্নয়নে আরো কার্যকর হোক তাদের ভূমিকা- মে দিবসের এই মহান দিনে এমনটাই প্রত্যাশা।
ভালো লাগা।
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫০
কালের সময় বলেছেন: ভালো লেগেছে বলে থ্যঙ্কু দাদা ।
৩| ০১ লা মে, ২০১৫ দুপুর ২:৫৯
আমি সামুর ভ্ক্তু বলেছেন: কবিতা ভালো লাগা
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫০
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৫৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫১
কালের সময় বলেছেন:
৫| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:২৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫১
কালের সময় বলেছেন:
৬| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:২৫
এম এম করিম বলেছেন: "ঘাম শুকানোর আগে দেওয়া হোক শ্রমিক ভাইদের শ্রমের দাম ।"
ইসলামও একই কথা বলে।
+++
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়া ও মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৫ দুপুর ১:১০
অবনি মণি বলেছেন: ভালো হয়েছে !