![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেও বা আছে কেও বা চলে
এখানে সৃষ্টি আসা যাওয়া দুই মিলে ।
কেও বা পায় কেও বা পায় না
যে পায় নায় সে দেয়, যে পেয়েছে সে দেয় না ।
মনতা তার নষ্ট বাজে,চোখ থাকিতে সে অন্ধ সাঁজে,
কারো মন কাঁদে,কারো ভাই হাসে ।
কারো আছে কারো নাই মন
কেও বা পেয়েছে কেওবা পায় নাই সেই অমূল্য ধন ।
লেখক বলে চলেছে তাই
দুদিনের আসা যাওয়া টাটা ভাই ভাই ।
এখানেই আছে কিছু, আবার এখানেই শুণ্য
কেও করে পাপ,কেও বা পূর্ণ্য ।
কারো নাই কেও বা মমতা ময়,
সব দেখছে যিনি আছেন মহাদয় ।
তুমি আর আমি কে ?
সব বিচারের মালিক উনিই সে ।
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপুনি পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা । শুভ সকাল ।
২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:২১
চাঁদগাজী বলেছেন:
এটাও একটা ভাবনা।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:৩৮
কালের সময় বলেছেন: হুম হয়ত তাই । শুভ সকাল ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫২
মন ময়ূরী বলেছেন: সুন্দর।