নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

আমার পৃথিবী জুড়ে আমার মা

১০ ই মে, ২০১৫ রাত ১১:২৪


পৃথিবীতে জম্ম নেবার পর থেকে এ পযন্ত যার মুখ সব থেকে বেশি চেনা সে হলো আমার মা । কোন ব্যক্তি যদি আমায় প্রশ্ন করে আমাকে এ পৃথিবীর বুকে কে বেশি ভালবাসে ? আমি উত্তরে বলবো আমার মা । আমার প্রতেকটি ভাল কাজে যিনি সব থেকে বেশি খুশি ও উৎসাহ দেন তিনি আমার মা । আমি ঘরের বাহিরে কোন কাজে গেলে আমার জন্য ঘরে সব থেকে বেশি চিন্তিত থাকেন আমার মা । আমি দেশের বাহিরে থাকলে আমার শরীর খারাপ হলো কি না এমন নানান টেনশন ও বিভিন্ন আশঙ্কা নিয়ে যিনি সব সময় উদ্বিগ্ন থাকেন তিনি কে ? উত্তর তিনি আমার মা ।

মা কাছে থাকলে যদি কখন আমার শরীর অসুস্থ হয় তাহলে মা সব থেকে বেশি যত্ন নেন আমার । প্রচন্ত ক্লান্ত হয়ে বাসায় যখন যাই আর মায়ের মুখটা যখন দেখি সকল ক্লান্ত দূর হয়ে,এক নিমিছে বুকটা যায় আমার জুড়িয়ে ।

মাগো অনেক ক্লান্ত হয়ে
আসি যখন বাসায় ফিরে
দেখি যখন তোমার মুখ খানিকে
সকল ক্লান্ত আমার যায় দূর হয়ে
এক নিমিছে বুকটা আমার যায় জুড়িয়ে ।
ইচ্ছে করে মাগো তোমার কোলে মাথা দিয়ে
যাই ছোট্র বেলার মত ঘুমিয়ে
চাই যে মা এখনো সেই দিনগুলোকে আনতে ফিরিয়ে ।

শত ইচ্ছে হলেও সব মনের ইচ্ছা মনেই থেকে যায় ইচ্ছে আর পূরণ হয় না । মা ও যে এখন অনেক ক্লান্ত । তা ছাড়া মাকে সারাদিন সংসারের অনেক কাজ করতে হয় । সকালে খুব ভোরে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন মা উঠেন । ঘুম থেকে উঠেই আমাদের জন্য নাষ্টা তৈরি করেন । নাষ্টা তৈরি শেষ হলেই কইরে তোরা আর কত ঘুমোবি সকাল হয়ে দুপুর হতে চললো কত বেলা হয়ে গেছে এখন কারো খাওয়া হয়নি,ওঠ ওঠ । অথচ মাকে কিন্তু জাগাতে হয় না ।
আনন্দ বেদনায় সুখে দুখে এবং সফলতা সকল স্থানে মায়ের অসাধারন ভূমিকা । সব কিছুতেই আমার মা জড়িয়ে আছেন ।
মায়ের কথা মায়ের অবদান বলে শেষ করা যাবে না । আমার পুরো পৃথিবী জুড়ে শুধু আমার মা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.