![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর যৌবন তরঙ্গে বিফলিত যায় সময়
উল্লাসে হারিয়ে ফেলিছ মন তোর বোধ শক্তি
মনে থাকে না কোন বিশ্বাস
সব সময় করিছ অভয় ।
চলে যাওয়ার সময় হয় যখন
ভাবিছ এত জীবন ভুলছিল সব তখন ।
থাকে না সময় ফেরার মত পেছনে
পথ শেষ হয় যেয়ে সেই অচেনা গহীণে ।
পাগলা মন তোমার দিয়ে রাখো মিথ্যে পুরে
পরে আর পাওনা খুঁজে সত্যের ঠিকানা
হাজার হাজার মাইল পথ গুরে ।
©somewhere in net ltd.