![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রের আলো চাঁদ আর চাঁদের আলো সূর্য
পৃথিবীর এইত নিয়মের গতি দিনের ভরসা সূর্যের আলো
রাতের ভরসা চাঁদের আলো
আর মানব সমাজেও তেমন আছে মন্দ আর ভাল ।
সব খারাপই যেমন খারাপ নয়
তেমন সব ভালই ভালো নয়
পৃথিবীতে থাকবে সাহস থাকবে শক্তি
আবার অতি মাত্রা দোষের কূলে থাকবে নিদারুন ভয় ।
এইত হিসাব এইত লাভ ক্ষতি
এই থেকে ভাল মন্দ করতে হবে সঞ্চয় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭
মামুন ইসলাম বলেছেন: কবিতাতো ভালই লেখছেন । তা একটু প্রেম ভালবাসা নিয়ে লেখতে পারেন না ।