নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

ফুলের বৃষ্টি ।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১৯


ঘরের চালে সব সময় বৃষ্টি শব্দ হয় টুপ টাপ
আজকের শব্দটা একটু ভিন্ন মাত্রার মনে হচ্ছে
দৌড়ে যেতে বারিন্দায় বৃষ্টি কথা গেলাম ভুলে
অচেনা আজব এক ঘ্রাণ আসলো ণাকে
উঁকি দিয়ে দেখলাম তাকে
অজস্র ফুল পড়ে আছে
কয়েকটি ফুল হাতে নিলাম তুলে
এই ফুল গুলো এ পৃথিবীর নয়
তারা অন্য কোন গ্রহে থাকে ।
অনেককেই বলা হলো এই বৃষ্টির কথা কেউ করেনি বিশ্বাস
আর কেউ দেখেনি এই বৃষ্টি
সেদিন রাতে কল্প ঘরে এই বৃষ্টি
হয়েছিল শুধু আমার জন্যই সৃষ্টি ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন:



সেদিন রাতে কল্প ঘরে এই বৃষ্টি
হয়েছিল শুধু আমার জন্যই সৃষ্টি ।




আপনার কবিতার অসাধারণ দুটি লাইন। তবে ছবিটা আরো বড় হলে ভাল হত।

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪২

কালের সময় বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই । ভালো থাকুন সর্বদা ।

২| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

হাসান বিন নজরুল বলেছেন: সুন্দর কল্পনা!

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৩

কালের সময় বলেছেন: ধন্যবাদ এমন কল্পনাও কেউ দেখে ।

৩| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ .।
সত্যি তাই হয় :)

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৫

কালের সময় বলেছেন: কারো কারো বেলায় হয় আপুনি =p~

৪| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে। ++

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৭

কালের সময় বলেছেন: আপনার ভাল্লা লাগচ্ছে বলে আমি প্রিতি হইলাম । ভালো থাকবেন ।

৫| ১৮ ই মে, ২০১৫ রাত ৩:৩২

আমি মিন্টু বলেছেন: বাহ! দারুনত লাগলো কবির কবিতা ।

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৮

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।

৬| ১৮ ই মে, ২০১৫ ভোর ৪:৩২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম । ভাল লাগলো । কবিতায় ৪র্থ ভাললাগা রইল ।

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৯

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

৭| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.