নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

সামুর এবং সকল সহ ব্লগার ভাই বোনদের দীর্ঘজীবি কামনা করি ।

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৪৯

আমার বানান ঠিক করতে পারতেছি না । তাইচিন্তা করেছিলাম আর লেখমু না ।
কারন একটি পোস্ট রেডী করতে প্রায় তিন থেকে
চার ঘন্টা সময় লেগে যায় । তাতে বানান ভুল হোক আর নাইবা হোক ।
আর এত কষ্ট করে একটি পোস্ট তৈরি করে
তা যদি বানান ঠিক না থাকার কারনে বা সেই পোস্ট যদি মান গুনমানের
না হয় তাহলে সেই পোস্ট দিয়ে কোন লাভ নাই ।
তা ছাড়াও আমি এখানে নীক খুলেছি প্রায় দেরবছর হতে চলছে
তার পরেও অনেক সময় কোন পোস্ট নির্বাচিত পাতায় যায় আবার কোন সময় যায় না ।
তাতেও কোন কষ্ট পাই না কেননা যখন দেখি কেউ এক মাস দের মাস হয়েছে নীক খুলছে
আর সে পোস্ট দিলেই তার পোস্ট নির্বাচিত পাতায় যাচছে ।
তখন তার প্রতি আমার কোন রাগ বা কোন প্রকার হিংসে হয় না । বরং তার প্রতি তখন আমার শ্রদ্ধা বেড়ে যায়
এই ভেবে যে তার পোস্টটি আমার পোস্টের চেয়ে মান ভাল তাই সম্পাদক তার পোস্টিকে
নির্বাচিত পাতায় নিছেন ।

আর ভাবি যে আমি লেখতে না পারি বা আমার পোস্ট নির্বাচিত পাতায় না যাক
কিন্ত আমি যাদের সাথে কাজ করছি তাদের কাছ থেকে অনেক ভাল ভাল পোস্ট আসছে
আর সেই পোস্টের তুলনায় আমার পোস্ট কিছুইনা ।
সূতরাং ঐ পোস্টের পাশে আমার পোস্ট নির্বাচিত পাতায় না রাখাই ভাল ।
আর বেশি ভাল লাগে আমি যাদের সাথে এখানে ব্লগিং করছি
আমার প্রিয় সেই ব্লগার ভাইয়েরা আমার থেকে ওপরের লেবেলের
লেখা পড়া করুয়া লোক । আর আমি মাত্র ক্লাস ফাইভ পাশ ।
আসলে ব্লগ আমার কোন পেশা না ব্লগ আমার নেশা ব্লগ আমার প্রেম ব্লগ আমার ভালবাসা ।
আর সব থেকে ভাল লাগে আমার কাছে আমাদের সামু ব্লগকে ।
এবং ভাল লাগে এই ব্লগ প্লটফরমে যারা ব্লগ লেখছেন সেই সব প্রিয় সহ ব্লগার ভাই বোনদের ।
অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় এই সামু ব্লগের কৃতপক্ষকে
যে আমার মত কম লেখা পড়া করা মানুষকেও এখানে ব্লগিং করার জন্য সুযোগ ও সুবিধা দিয়েছেন ।
একই সাথে আমার প্রিয় সহ সকল ব্লগার ভাইদের কাছে অনুরোধ
থাকবে আমরা নতুন বা লেখাপড়া কম জানি বলে আমাদের অবহেলা না করে আমাদের শিখিয়ে দিন কিভাবে ব্লগিং করতে হয় ।
দেখেন ভাই আমরা কেউ কিন্তু চিরকাল বেঁচে থাকবো না ।
সূতরাং আমার জায়গায় কেউ না কেউতো অবশ্যই আসবে বা কাউকে না কাউকে তো আসতে হবেই ।
তাই মনে হয় কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে নিলে তাতে কার কোন অংশ কমে যাবে না
বরং ব্লগ জগৎটি উন্নয়নের ধারা বজায় রাখবে । তাই আমরা নতুন ব্লগার যারা তারা আপনাদের পুরনো ব্লগারদের কাছে
অনেক কিছু শিখার আসারাখি ।
ধন্যবাদ সামুর কৃতপক্ষ সহ আমার সকল সহ ব্লগার ভাই বোনদের ।
সামুর এবং সকল সহ ব্লগার ভাই বোনদের দীর্ঘজীবি কামনা করি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ রাত ১:১৭

বালক বন্ধু বলেছেন: মজিলা ফায়ারফক্সের একটা চমৎকার এডওনস আছে Bengali (Bangladesh) Dictioanry ব্যবহার করেন। দেখবেন বানান ভুল কমে গিয়েছে। যদি ভুল হয় তাহলে ইংরেজির মত নিজে লাল দাগ আসবে। পরে রাইট বাটন ক্লিক করে বানান ঠিক করতে পারবেন।

২৯ শে মে, ২০১৫ রাত ১০:০৯

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া বিষয়টি নজরে রাখলাম ।

২| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০২

মামুন ইসলাম বলেছেন: আপনার জন্যও দীর্ঘজীবি কামনা করছি ।

২৯ শে মে, ২০১৫ রাত ১০:১০

কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.