![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯/ ০৫/ ২০১৫ ইং
মাননীয় মন্ত্রীমহাদয় গণ
মেরুলের জনসাধারণ
বাংলাদেশ, গুলশান,ঢাকা ১২১২
বিষয়ঃ জানজট মুক্ত নগরীক সড়ক চেয়ে মাননীয় মন্ত্রী মহোদয় গণ এবং বাংলাদেশের সার্জেন ট্রাফিক কৃতক খোলা দরখাস্ত ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে,সামনে রমজান মাস আসছে,আমরা জানি আমাদের রাজধানী ঢাকার সড়কগুলো এমনেই ব্যস্ততম । এমনে সময় শত ব্যস্তার মাঝে কাঁটলেও রমজান মাসে আমাদের খুবয়ই কষ্ট হয়ে যায় । সারাদিন অফিস করে ইফতারের সময় বাসায় এসে শ্ত্রী সন্তানদের সাথে ইফতার করা বা সময়মতো উপস্থিত হওয়া
যায়না,শুধু মাত্র জানজটের কারনে । তাই সামনে আসন্ন রমজানকে সামনে রেখে এবং একই সঙ্গে ঈদুল ফিতরকে সামনে রেখে মহোদয় মন্ত্রী ও আইন প্রশাসন রাজধানী ঢাকার
ব্যস্ততম সড়ক গুলোকে জানজট মুক্ত রাখার জন্য বিশেষ কোন ব্যস্থা এবং প্রযাপ্ত সংখক সার্জেন ও ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ করা হলো ।
নিবেদক
বাংলাদেশে রাজধানী ঢাকার মেরুল বাড্ডায় বসবাসরত একজন জনসাধারণ ।
২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই ।
২| ৩০ শে মে, ২০১৫ সকাল ৮:৫৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++
১৩ ই জুন, ২০১৫ রাত ১০:৫১
কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩০
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর ও ভালো একটি বিষয় উপষ্ঠাপন করেছেন । ধন্যবাদ আপনাকে ।