|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে রমনী দেখে তোমার প্রেমের সৃষ্ট 
হলো মন আমার জাগ্রত 
হলো সে তোমার প্রেমের দৃষ্ট ।
 তোমার শীতল মনের ছোঁয়ায়
বাঁধতে শিখছে আমার মন তোমার প্রেমের দানায় 
শত দুখে মানবে না হার
থাকবে সে তোমার পাশে হাজার বেদনায় ।
তোমার মনটি ভীষন নরম
তাই কথা দিলাম আমি অধম
রাখবো তোমার প্রতিটি কথা
এক বিন্দু মাত্রা পাবে না ব্যথা ।
দীর্ঘ প্রেমের ছোঁয়ায় এক অপরূপ প্রেম সৃষ্ট হয় 
যাতে থাকে রাগ অনুরাগ 
থাকে অনেক আসা কল্পনা
থাকে না শুধু হারিয়ে যাওয়ার ভয় 
তাকেই বলে প্রেমের জয় ।
 ০ টি
    	০ টি    	 +২/-০
    	+২/-০©somewhere in net ltd.