নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

আল্লাহুর অশেষ রহমতে আবার ফিরে পেলাম সামু সংসদকে

১১ ই জুন, ২০১৫ রাত ১:৩১

অতপর আবার সামু ব্লগের দেখা পেলাম আমরা সামু সংসদের সাধারণ সদস্য বৃন্দ ।
খুব খারাপ লাগছিল যখন সামুতে ঢুকতে পারতেছিলাম না ।
মনে করেছিলাম হয়ত প্রথম আলো ব্লগের মত আমাদের সকলের প্রিয় সামু বন্ধ হয়ে গেছে ।
পরে যখন ভালো ভাবে লক্ষ করে নোটিশ দেখলাম তখন বুঝতে পারলাম আসল ঘটনা ।
ঘটনাটি ঠিক এমন হয়েছিল আমরা যেমন বেশি পরিশ্রম করলে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়
ঠিক তেমনি সামুর সার্ভার সারাদিন চলতে চলতে তার মাথা নষ্ট হয়ে গেছিল ।
তাই সে কয়েকদিনের জন্য আমাদের ছেড়ে চিকিৎসার জন্য হাসপাতালের ব্রেডে শুয়ে বিশ্রাম
করে নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এলেন । তবে আমার জানি কেন মনে হয়েছিল মোদি বাংলাদেশে
আসার উপলক্ষে এ কয়দিন সামু ছুটি কাঁটিয়েছেন ।
যাই হোক আবার আমাদের মাঝে সামু ফিরে এসেছে এটাই সব থেকে বড় কথা ।

ধন্যবাদ সামু সংসদের মন্ত্রী সভাকে সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসার জন্য ।
আর হ্যা পোস্ট দিতে অনেক কষ্ট হচ্ছে । মনে হচ্ছে যারা কপি পোস্ট করছেন তাদের সাথে হিংসে করে
তাদের জন্য সামুর কৃতপক্ষ এরকম কিছু একটা ব্যবস্থা গ্রহণ করছেন ।
কিন্ত প্রিয় সামুর মন্ত্রী এভাবে কপি পোস্ট বন্ধ রাখলে আমরা যারা মোবাইলের সিমে ইন্টারনেট কিনে
ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য খুবই সমস্য হবে ।
কেননা অনেকে দেখা গেছে আগে থেকে অফিস ওয়ার্ড ফাইল ব্যবহার করে তাতে ব্লগ পোস্ট লেখে
পরে তাকে ব্লগে পোস্ট করে তাদের জন্য এটা মনে হয় অনেক বিরক্তির একটি বিষয় হয়ে দাড়াবে ।
শুধু তাই নয় আমাদের অনেকের লেখায় বানানেও ভুল হয় তাই আমরা আমদের যাদের বানান ভুল
সমস্যা আছে আমরা তারা তদের লেখাগুলো অফিস ওয়ার্ড ফাইলে নিয়ে বানান ঠিক করে তার পরে ব্লগে পোস্ট করি ।
তাই কৃতপক্ষের কাছে অনুরোধ এবং আবেদন থকলো অবশ্যই যেন ব্লগে কপি পোস্টের ব্যবস্থাটি
রাখা হয় । আবারো ধন্যবাদ সামুর কৃতপক্ষকে আমাদের মাঝে ব্লগটিকে ফিরিয়ে আনার জন্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.