![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁদে খাদ্যের অভাবে দরিদ্র মন
শেষ হবে না গুনে
ফুরাবে না কখনো শুনে
এখনো পৃথিবীতে বশ্র ছাড়া আছে কতজন ।
কেহ গায় মানবতার জয় গাণ
কেহ আবার মানবতার বিপরীতে যান
যাকে মা বলে ডেকেছে আগে
এখন মাম্মী বলে ডাকে তাকে ।
পৃথিবী বদল হয়ে হয়েছে যন্ত্রের কারখানা
চারদিকে দূষিত পানি আর কচুরিপানা
যেখানে ভালো লোকের আনাগুনা
সেখানেই দিচ্ছে খারাপের হানা ।
কেহ ধর্ম বিক্রি করে
কেহ আবার তাকে নিচ্ছে কিনে
কে জানে আর কত কি
দেখা যাবে দিনে দিনে ।
কত দিন আসবি আর কত দিন যাবি
নতুন হয়ে গড়বে কেহ রঙ্গীন পৃথিবী
কথা বলে এ দেশের মাটি
বলছে কত মিছে কথা এ জাতি ।
©somewhere in net ltd.